diy- "একটি ম্যান্ডেলা আর্ট"

in আমার বাংলা ব্লগ8 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

diy-একটি ম্যান্ডেলা আর্ট:

IMG_20250923_080421.jpg

এক্সাম মানেই ঝামেলার।আর এই এক্সামের জন্য দীর্ঘদিন ধরে কোনো আর্ট করা হয়নি।তাই আজ সকালে বৃষ্টিমুখর ঠান্ডা পরিবেশে আর্ট করতে বসে পড়লাম।যদিও খুব বেশি দক্ষতা আমার নেই,তবুও যেটুকু সামান্য দক্ষতা আছে সেটা দিয়েই চেষ্টা করলাম একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করার।এই ম্যান্ডেলা আর্টগুলিতে ছোট ছোট অনেক ডিজাইন ফুটিয়ে তোলা যায়।তাই এটি আঁকতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও।আশা করি এই ম্যান্ডেলা আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250923_080230.jpg

উপকরণ:

1.পেন্সিল
2.কাঁটা কম্পাস
3.রঙিন মার্কার পেন
4.কালো বলপেন ও
5.স্কেল

IMG_20250923_075110.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250923_075125.jpg
প্রথমে আমি কাঁটা কম্পাস ও পেন্সিল দিয়ে দুটি বৃত্ত একে নিলাম।তারপর কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 2

IMG_20250923_075138.jpg
এখন ভিতরের বৃত্তের মধ্যে স্কেল দিয়ে দাগ কেটে নিলাম।এরপর রবার দিয়ে মুছে নিলাম বৃত্তের পেন্সিল দাগগুলো।

ধাপঃ 3

IMG_20250923_075158.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 4

IMG_20250923_075217.jpg
এরপর সবুজ রঙের মার্কার পেন দিয়ে আমি বৃত্তের মধ্যে রং করে নিলাম কিছু অংশ।

ধাপঃ 5

IMG_20250923_075231.jpg
এবারে সবুজ রঙের পাশে দাগ কেটে নেওয়া ফাঁকা অংশে আলাদা আলাদা রঙের মার্কার পেন দিয়ে আলাদা আলাদা ডিজাইন একে নিলাম।

ধাপঃ 6

IMG_20250923_075307.jpg
এখন দুই বৃত্তের মধ্যে বিভিন্ন রং দিয়ে দাগ টেনে ডিজাইন একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20250923_075328.jpg
এরপর বৃত্তের মধ্যে ফাঁকা অংশে লতাপাতার ডিজাইন একে নিলাম।সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20250923_075639.jpg

IMG_20250923_075658.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার " একটি ম্যান্ডেলা আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 7 days ago 
 6 days ago 

একেবারে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকের এই চমৎকার আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তার মধ্য দিয়ে যেভাবে আপনার আর্ট করার প্রতিভা প্রকাশিত হয়েছে৷ তার পাশাপাশি এখানে আপনি যে ডিজাইনগুলো দিয়েছেন সেটি একেবারে নিখুঁতভাবে দিয়েছেন। এখানে যখন আপনার কাছ থেকে এত চমৎকার কিছু রঙের সংমিশ্রণ দেখলাম তখন তা এই আর্টের সৌন্দর্যকে আরো অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে৷

 6 days ago 

আপনার গঠনমূলক মতামত সবসময় আমাকে অনুপ্রাণিত করে, ধন্যবাদ ভাইয়া।