Diy-"পাকা কাঁঠাল পাতায় $puss কয়েন অঙ্কন"
নমস্কার
পাকা কাঁঠাল পাতায় $puss কয়েন অঙ্কন:
বর্তমানে এতটাই গরম পড়ছে সেটা খুবই অসহ্যনীয়।অথচ মেঘলা আকাশ হয়েও বৃষ্টির কোনো দেখা নেই,কখনো সিরিসিরি বৃষ্টির মৃদু বিন্দু হাওয়ার সঙ্গে এসে গা ছুঁয়ে যায়।কিন্তু কোথায় বৃষ্টি???ক্রমশ মেঘলা আবহাওয়ায় যেন এক বিরক্তিকর গরমের সৃষ্টি হচ্ছে।তাই এমন আবহাওয়া থেকে সবাই সাবধানে থাকবেন।এমতাবস্থায় গরমে ঘরের মধ্যে না থাকতে পেরে কাঁঠাল গাছ তলায় এসে বিছানা পেতে বসলাম।পাশেই ধানের ফসলের বড় মাঠ তাই মৃদু হাওয়াও শরীরে এসে ছুঁয়ে যাচ্ছে মাঝে মাঝেই।তখনই গাছ থেকে ঝরে পড়লো বিছানার উপর একটি সুন্দর পাকা কাঁঠাল পাতা।তাই একটি $puss কয়েনের আর্ট করার চেষ্টা করলাম কাঁঠাল পাতাটির উপর।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.কালো বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি পাকা কাঁঠাল পাতা নিয়ে নিলাম।
ধাপঃ 2
এরপর একটি কালো রঙের বলপেন দিয়ে পাতার উপর গোল বৃত্ত একে নিয়ে পুশের কান একে নিলাম।
ধাপঃ 3
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।
ধাপঃ 4
এইবারে পুশের মুখমন্ডল একে নিলাম।যেমন--চোখ,নাক,ঠোঁট এবং পুশের গোঁফ একে নিলাম।
ধাপঃ 5
এরপর পুশের মাথার উপর একটি টুপি একে নিলাম এবং পাশ দিয়ে আরো একটি বৃত্ত একে নিলাম।
ধাপঃ 6
এখন বৃত্তের পাশ দিয়ে ফুলের পাপড়ির মতো ডিজাইন একে নিলাম এবং দুটি বৃত্তের মাঝে আরো একটি ডিজাইন একে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে অঙ্কনের নীচে $puss লিখে নিলাম এবং আমার নাম লিখে নিলাম।
ছবি উপস্থাপন:
তো আমার অঙ্কন করা হয়ে গেল "পাকা কাঁঠাল পাতায় $puss কয়েন"।যেটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু নীচে মন্তব্যে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টুইটার লিংক
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1908029486991552756
https://x.com/green0156/status/1908032192254500933
https://x.com/green0156/status/1908068372421497320
পাকা কাঁঠাল পাতায় অনেক সুন্দর করে পুশ কয়েন অঙ্কন করে নিজের দক্ষতা প্রকাশ করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার পুশ কয়েন অঙ্কন।
আপনার প্রশংসামূলক মতামত পড়ে অনেক উৎসাহ পেলাম, ধন্যবাদ দাদা।
আপু আপনি দেখছি পাকা কাঁঠালের পাতার উপর খুব সুন্দর করে কালো বলপেন দিয়ে $puss কয়েন অঙ্কন করেছেন। আসলে $puss কয়েন আমাদের সবার মনের মধ্যে আছে। এই কারণে কমবেশি সবাই $puss কয়েন অঙ্কন করার চেষ্টা করে। আর পাতার উপর যে কোন কিছু অঙ্কন করা এতটা সহজ নয়। যাইহোক ধৈর্য ধরে সুন্দর করে $puss কয়েন অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার সুন্দর মতামত পড়ে অনেক উৎসাহিত হলাম,ধন্যবাদ আপনাকে।
কলম এবং কাঁঠাল পাতা নিয়ে এইধরনের কাজ ছোটবেলা করতাম। কাঁঠাল পাতার উপরে পুশের আর্ট টা বেশ দারুণ করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখে। বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
একেবারে অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের এই সুন্দর আর্ট দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি এই পুশকে আপনার এই সুন্দর আর্টের মধ্য দিয়ে আপনার আজকের এই পোস্ট শেয়ার করেছেন তা দেখে খুব ভালোই লাগছে৷ পাকা কাঁঠালের এই পাতার উপরে এরকম একটি আর্ট ফুটিয়ে তোলার জন্য আপনি অনেক কষ্ট করেছেন যা দেখে বোঝা যাচ্ছে৷
আপনার সুন্দর অনুভূতি পড়ে খুবই অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ আপনাকে ভাইয়া।