Diy-"পাকা কাঁঠাল পাতায় $puss কয়েন অঙ্কন"

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যদিও বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে।যাইহোক আজ আমি একটি আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

পাকা কাঁঠাল পাতায় $puss কয়েন অঙ্কন:

IMG_20250404_053511.jpg

বর্তমানে এতটাই গরম পড়ছে সেটা খুবই অসহ্যনীয়।অথচ মেঘলা আকাশ হয়েও বৃষ্টির কোনো দেখা নেই,কখনো সিরিসিরি বৃষ্টির মৃদু বিন্দু হাওয়ার সঙ্গে এসে গা ছুঁয়ে যায়।কিন্তু কোথায় বৃষ্টি???ক্রমশ মেঘলা আবহাওয়ায় যেন এক বিরক্তিকর গরমের সৃষ্টি হচ্ছে।তাই এমন আবহাওয়া থেকে সবাই সাবধানে থাকবেন।এমতাবস্থায় গরমে ঘরের মধ্যে না থাকতে পেরে কাঁঠাল গাছ তলায় এসে বিছানা পেতে বসলাম।পাশেই ধানের ফসলের বড় মাঠ তাই মৃদু হাওয়াও শরীরে এসে ছুঁয়ে যাচ্ছে মাঝে মাঝেই।তখনই গাছ থেকে ঝরে পড়লো বিছানার উপর একটি সুন্দর পাকা কাঁঠাল পাতা।তাই একটি $puss কয়েনের আর্ট করার চেষ্টা করলাম কাঁঠাল পাতাটির উপর।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250404_053448.jpg

উপকরণ:

1.পাকা কাঁঠাল পাতা ও
2.কালো বলপেন

IMG_20250402_122936.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250402_122950.jpg
প্রথমে আমি একটি পাকা কাঁঠাল পাতা নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20250402_123002.jpg
এরপর একটি কালো রঙের বলপেন দিয়ে পাতার উপর গোল বৃত্ত একে নিয়ে পুশের কান একে নিলাম।

ধাপঃ 3

IMG_20250402_123016.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।

ধাপঃ 4

IMG_20250402_123037.jpg
এইবারে পুশের মুখমন্ডল একে নিলাম।যেমন--চোখ,নাক,ঠোঁট এবং পুশের গোঁফ একে নিলাম।

ধাপঃ 5

IMG_20250402_123049.jpg
এরপর পুশের মাথার উপর একটি টুপি একে নিলাম এবং পাশ দিয়ে আরো একটি বৃত্ত একে নিলাম।

ধাপঃ 6

IMG_20250404_053215.jpg
এখন বৃত্তের পাশ দিয়ে ফুলের পাপড়ির মতো ডিজাইন একে নিলাম এবং দুটি বৃত্তের মাঝে আরো একটি ডিজাইন একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20250404_053301.jpg
সবশেষে অঙ্কনের নীচে $puss লিখে নিলাম এবং আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20250404_053428.jpg

IMG_20250404_053337.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "পাকা কাঁঠাল পাতায় $puss কয়েন"।যেটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু নীচে মন্তব্যে।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 3 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

পাকা কাঁঠাল পাতায় অনেক সুন্দর করে পুশ কয়েন অঙ্কন করে নিজের দক্ষতা প্রকাশ করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার পুশ কয়েন অঙ্কন।

 6 days ago 

আপনার প্রশংসামূলক মতামত পড়ে অনেক উৎসাহ পেলাম, ধন্যবাদ দাদা।

 5 days ago 

আপু আপনি দেখছি পাকা কাঁঠালের পাতার উপর খুব সুন্দর করে কালো বলপেন দিয়ে $puss কয়েন অঙ্কন করেছেন। আসলে $puss কয়েন আমাদের সবার মনের মধ্যে আছে। এই কারণে কমবেশি সবাই $puss কয়েন অঙ্কন করার চেষ্টা করে। আর পাতার উপর যে কোন কিছু অঙ্কন করা এতটা সহজ নয়। যাইহোক ধৈর্য ধরে সুন্দর করে $puss কয়েন অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 days ago 

আপনার সুন্দর মতামত পড়ে অনেক উৎসাহিত হলাম,ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

কলম এবং কাঁঠাল পাতা নিয়ে এইধরনের কাজ ছোটবেলা করতাম। কাঁঠাল পাতার উপরে পুশের আর্ট টা বেশ দারুণ করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখে। বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 4 days ago 

উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

একেবারে অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের এই সুন্দর আর্ট দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি এই পুশকে আপনার এই সুন্দর আর্টের মধ্য দিয়ে আপনার আজকের এই পোস্ট শেয়ার করেছেন তা দেখে খুব ভালোই লাগছে৷ পাকা কাঁঠালের এই পাতার উপরে এরকম একটি আর্ট ফুটিয়ে তোলার জন্য আপনি অনেক কষ্ট করেছেন যা দেখে বোঝা যাচ্ছে৷

 4 days ago 

আপনার সুন্দর অনুভূতি পড়ে খুবই অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ আপনাকে ভাইয়া।