Diy- "একটি প্রজাপতির চিত্র অঙ্কন"
নমস্কার
Diy- একটি প্রজাপতির চিত্র অঙ্কন:
সময় সল্পতার কারনে এখন অনেকটাই কম আর্ট করা হয়।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তবে বৃষ্টির দিনে মাঝে মাঝেই অঙ্কনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে বেশ ভালোই লাগে।যদিও সারাদিন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে।তাই আজ একটি প্রজাপতির আর্ট করেই ফেললাম।আর প্রজাপতির সুন্দর ডানা থেকে সব রং যেন বিচ্ছুরিত হচ্ছে বা ঝরে পড়ছে এমন দৃশ্য অঙ্কনের চেষ্টা করলাম।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তো এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.রঙিন মার্কার পেন ও
3.কালো বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি কালো রঙের বলপেন দিয়ে প্রজাপতির বডির গঠন একে নেব।
ধাপঃ 2
এরপর প্রজাপতির বডির মধ্যে সামান্য সাদা রঙের অংশ রেখে গাড় কালো রঙের করে একে নেব।এরপর প্রজাপতির শূর,চোখ ও মুখ একে নেব।
ধাপঃ 3
এখন আমার একটা হাতের ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 4
এবারে প্রজাপতির বডির একপাশে দুটি পাতার গঠনে ডানা একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।
ধাপঃ 5
এখন মার্কার পেন দিয়ে প্রজাপতির পাখা বা ডানাগুলি রং করে নিলাম হালকা সবুজ করে।
ধাপঃ 6
এরপর প্রজাপতির ডানার মধ্যে একটু করে ফাঁকা জায়গা রেখে দেব।তারপর কালো রঙের বলপেন দিয়ে ডানার পাশে সুন্দর করে ডিজাইন করে একে নিলাম।
শেষ ধাপঃ
এখন প্রজাপতির ডানায় লাল রঙের মার্কার পেন দিয়ে বড় বিন্দু বিন্দু একে নিলাম।তারপর চারীদিকে কালো রঙের বলপেন ও লাল রঙের মার্কার পেন দিয়ে প্রজাপতির ডানার উপর নীচে বিন্দু বিন্দু দিয়ে নেব,যাতে মনে হয় প্রজাপতির শরীর থেকে রং বিচ্ছুরিত হচ্ছে।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে প্রজাপতির পা গুলো একে নেব।
ছবি উপস্থাপন:
এরপর কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি প্রজাপতির চিত্র।"এটা অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপু।
ওয়াও অনেক সুন্দর একটা আর্ট করেছেন আপনি আজকে। দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে আর্টটি অংকন করার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিনিয়ত এরকম সুন্দর আর্ট গুলো করার চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন আপনি। আশা করছি এরকম সুন্দর আর্ট আপনি সবসময় শেয়ার করবেন আমাদের মাঝে।
অবশ্যই চেষ্টা করবো ভাইয়া, অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
খুব সুন্দর একটি প্রজাপতির চিত্র অঙ্কন করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে আর্ট টি খুবই ভালো লেগেছে। আর্ট টির কালার কম্বিনেশন বেশ ভালো ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কন করা সার্থক আপু, ধন্যবাদ আপনাকেও।