Diy- "ওয়ান টাইমের বাটি ও গ্লাস দিয়ে একগুচ্ছ ফুল তৈরি"
নমস্কার
Diy- "ওয়ান টাইমের বাটি ও গ্লাস দিয়ে একগুচ্ছ ফুল তৈরি"
অনেকটা দিন হয়ে গেল কোনোরকম diy তৈরি করা হয়নি।কারন যেকোনো diy তৈরি করা অনেক সময়ের ব্যাপার।যেহেতু আমার এক্সাম চলছিলো তাই diy তৈরি করা চাপের ছিল।কিন্তু এখন এক্সাম শেষ তাই কিছুটা সময় পেলাম হাতে,আর আজ যখন প্রচন্ড গরমে বরফ গোলা জল কিনে খাচ্ছিলাম আমাদের বাড়ির সামনে।তখন ওয়ান টাইমের গ্লাস ও নলগুলি হাতে নিয়ে ফেলে দিতে মন চাইলো না।তাই ভাবলাম কিছু একটা diy তৈরি করি,তো আমি রং-বেরঙের একগুচ্ছ ফুল তৈরি করেছি।আশা করি এই diy টি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.রঙিন জেল পেন ও
3.মার্কার পেন
4.কেচি
5.আঠা
6.নেইলপলিশ ও
7.জলের সরু নল- 4 টি
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটা কেচির মাধ্যমে ওয়ান টাইমের বাটি কেটে কয়েক টুকরো করে নিলাম।
ধাপঃ 2
এরপর একটি পেন দিয়ে ফুলের ডিজাইন একে নিয়ে 5 এবং 6 টি পাপড়িসহ ফুল কেটে নিলাম।
ধাপঃ 3
তো এগুলো দেখতে অনেকটা সত্যিকারের সাদা নয়নতারা ফুলের মতোই লাগছিলো।এইভাবে সবগুলো ফুল তৈরি করে নিলাম।
ধাপঃ 4
এখন রঙিন জেল পেন ও মার্কার পেন দিয়ে ফুলগুলি রঙিন করে নেব।
ধাপঃ 5
তো ফুলগুলো রং করে নিয়ে নিলাম সবগুলো।
ধাপঃ 6
এখন ওয়ান টাইমের গ্লাস ও জলের সরু নলগুলি নিয়ে ধাপে ধাপে কাটিং করে নিলাম।একটি সাদা রঙের কাগজ গ্লাসের গায়ে আঠার সাহায্যে আটকে নিলাম।
ধাপঃ 7
এরপর দুটি পাতা তৈরি করে সবুজ কালার করে নিলাম এবং গ্লাসটির নিচের অংশ কয়েকটি ছিদ্র করে নলগুলি বসিয়ে নিলাম তার মধ্যে।
ধাপঃ 8
এখন একটি করে ফুলের নীচে আঠা লাগিয়ে নলের মাথায় আটকে নেব।
ধাপঃ 9
তো এভাবে আমি সবগুলো ফুল নলের মাথায় বসিয়ে নিলাম ,তারপর ওই পাতাগুলোও আটকে নিলাম নলের মাঝবরাবর অংশে।
শেষ ধাপঃ
সবশেষে তৈরি করা হয়ে গেল আমার "ওয়ান টাইমের বাটি ও গ্লাস দিয়ে একগুচ্ছ ফুল"।
ছবি উপস্থাপন:
পোষ্ট বিবরণ:
শ্রেণী | diy |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1922039209944137871
https://x.com/green0156/status/1922040409850581280
https://x.com/green0156/status/1922041768113053921
https://x.com/green0156/status/1922042584953749596
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছে পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ডাই তৈরি করতে পারেন। আসলে চেষ্টা করার ফলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনি আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে সুন্দর সুন্দর ডাই তৈরি করতে পারছেন। এভাবে যদি চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ডাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপু সুন্দর একটা ডাই তৈরি করে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।
ওয়ান টাইম বাটি ও গ্লাস দিয়েও যে এত সুন্দর ভাবে ফুল তৈরি করে উপস্থাপন করা যায়। তা আপনার পোস্টটি না দেখলে বুঝতে পারতাম না।আপনার প্রতিভা দেখে খুবই মুগ্ধ হলাম আপু। আপনার তৈরি করা ডাই টি জাস্ট অসাধারণ হয়েছে। দেখে চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার এত সুন্দর মন্তব্য পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে আপু।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এই ওয়ান টাইম এর বাটি এবং গ্লাস দিয়ে ফুল তৈরি করে ফেলেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ এরকম কোন কিছু আগে দেখার সুযোগ হয়ে ওঠেনি৷ আপনার কাছ থেকে প্রথম এগুলো দেখতে পেলাম এবং এগুলো দেখে অনেক ভালো লাগছে৷ একেবারে ক্রিয়েটিভ হয়েছে আপনার আজকের এই পোস্ট৷
এখন দেখে নিলেন,আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।