Diy- "ওয়ান টাইমের বাটি ও গ্লাস দিয়ে একগুচ্ছ ফুল তৈরি"

in আমার বাংলা ব্লগ13 days ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি diy পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- "ওয়ান টাইমের বাটি ও গ্লাস দিয়ে একগুচ্ছ ফুল তৈরি"

GridArt_20250509_213942171.jpg

অনেকটা দিন হয়ে গেল কোনোরকম diy তৈরি করা হয়নি।কারন যেকোনো diy তৈরি করা অনেক সময়ের ব্যাপার।যেহেতু আমার এক্সাম চলছিলো তাই diy তৈরি করা চাপের ছিল।কিন্তু এখন এক্সাম শেষ তাই কিছুটা সময় পেলাম হাতে,আর আজ যখন প্রচন্ড গরমে বরফ গোলা জল কিনে খাচ্ছিলাম আমাদের বাড়ির সামনে।তখন ওয়ান টাইমের গ্লাস ও নলগুলি হাতে নিয়ে ফেলে দিতে মন চাইলো না।তাই ভাবলাম কিছু একটা diy তৈরি করি,তো আমি রং-বেরঙের একগুচ্ছ ফুল তৈরি করেছি।আশা করি এই diy টি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250510_041807.jpg

IMG_20250510_041647.jpg

উপকরণ:

1.ওয়ান টাইমের গ্লাস ও বাটি-1 টি করে
2.রঙিন জেল পেন ও
3.মার্কার পেন
4.কেচি
5.আঠা
6.নেইলপলিশ ও
7.জলের সরু নল- 4 টি

IMG_20250509_214105.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250509_214916.jpg
প্রথমে আমি একটা কেচির মাধ্যমে ওয়ান টাইমের বাটি কেটে কয়েক টুকরো করে নিলাম।

ধাপঃ 2

IMG_20250509_214941.jpg

এরপর একটি পেন দিয়ে ফুলের ডিজাইন একে নিয়ে 5 এবং 6 টি পাপড়িসহ ফুল কেটে নিলাম।

ধাপঃ 3

IMG_20250509_214929.jpg
তো এগুলো দেখতে অনেকটা সত্যিকারের সাদা নয়নতারা ফুলের মতোই লাগছিলো।এইভাবে সবগুলো ফুল তৈরি করে নিলাম।

ধাপঃ 4

IMG_20250509_215018.jpg
এখন রঙিন জেল পেন ও মার্কার পেন দিয়ে ফুলগুলি রঙিন করে নেব।

ধাপঃ 5

IMG_20250509_215035.jpg
তো ফুলগুলো রং করে নিয়ে নিলাম সবগুলো।

ধাপঃ 6

GridArt_20250509_214659512.jpg
এখন ওয়ান টাইমের গ্লাস ও জলের সরু নলগুলি নিয়ে ধাপে ধাপে কাটিং করে নিলাম।একটি সাদা রঙের কাগজ গ্লাসের গায়ে আঠার সাহায্যে আটকে নিলাম।

ধাপঃ 7

IMG_20250509_214956.jpg
এরপর দুটি পাতা তৈরি করে সবুজ কালার করে নিলাম এবং গ্লাসটির নিচের অংশ কয়েকটি ছিদ্র করে নলগুলি বসিয়ে নিলাম তার মধ্যে।

ধাপঃ 8

IMG_20250509_215111.jpg
এখন একটি করে ফুলের নীচে আঠা লাগিয়ে নলের মাথায় আটকে নেব।

ধাপঃ 9

IMG_20250509_220438.jpg
তো এভাবে আমি সবগুলো ফুল নলের মাথায় বসিয়ে নিলাম ,তারপর ওই পাতাগুলোও আটকে নিলাম নলের মাঝবরাবর অংশে।

শেষ ধাপঃ

GridArt_20250510_041124341.jpg
সবশেষে তৈরি করা হয়ে গেল আমার "ওয়ান টাইমের বাটি ও গ্লাস দিয়ে একগুচ্ছ ফুল"

ছবি উপস্থাপন:

IMG_20250510_041613.jpg

GridArt_20250509_221623417.jpg

IMG_20250510_041720.jpg

IMG_20250510_041836.jpg


আশা করি আমার আজকের diy টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

আমার কাছে পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ডাই তৈরি করতে পারেন। আসলে চেষ্টা করার ফলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনি আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে সুন্দর সুন্দর ডাই তৈরি করতে পারছেন। এভাবে যদি চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ডাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপু সুন্দর একটা ডাই তৈরি করে শেয়ার করার জন্য।

 12 days ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 12 days ago 

ওয়ান টাইম বাটি ও গ্লাস দিয়েও যে এত সুন্দর ভাবে ফুল তৈরি করে উপস্থাপন করা যায়। তা আপনার পোস্টটি না দেখলে বুঝতে পারতাম না।আপনার প্রতিভা দেখে খুবই মুগ্ধ হলাম আপু। আপনার তৈরি করা ডাই টি জাস্ট অসাধারণ হয়েছে। দেখে চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 days ago 

আপনার এত সুন্দর মন্তব্য পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে আপু।

 9 days ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এই ওয়ান টাইম এর বাটি এবং গ্লাস দিয়ে ফুল তৈরি করে ফেলেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ এরকম কোন কিছু আগে দেখার সুযোগ হয়ে ওঠেনি৷ আপনার কাছ থেকে প্রথম এগুলো দেখতে পেলাম এবং এগুলো দেখে অনেক ভালো লাগছে৷ একেবারে ক্রিয়েটিভ হয়েছে আপনার আজকের এই পোস্ট৷

 9 days ago 

এখন দেখে নিলেন,আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।