diy-"একটি প্রাকৃতিক আর্ট"
নমস্কার
diy-একটি প্রাকৃতিক আর্ট:
মাঝে মাঝেই আর্টের দুনিয়ায় ডুবে থাকতে ভালোই লাগে।আর বৃষ্টিমুখর ঠান্ডা পরিবেশ হলে তো কথাই নেই।তেমনই একটি ঠান্ডা পরিবেশের মুহূর্তে আজ আর্ট করতে বসে পড়লাম।যদিও খুব বেশি দক্ষতা আমার নেই,তবুও যেটুকু সামান্য দক্ষতা আছে সেটা দিয়েই চেষ্টা করলাম একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করার।প্রাকৃতিক দৃশ্য আঁকতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও সুন্দর লাগে।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.রঙিন পেন্সিল
3.রঙিন মার্কার পেন
4.কালো বলপেন ও
5.স্কেল
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি মার্কার পেন দিয়ে চারকোনা বক্স একে নিলাম স্কেলের সাহায্যে।
ধাপঃ 2
এখন আমি কালো রঙের বলপেন দিয়ে বক্সের মধ্যে গাছ ও নদীর দৃশ্যের গঠন একে নিলাম।
ধাপঃ 3
এবারে আমি আমার হাতের ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 4
এরপর কালো রঙের বলপেন দিয়ে সূর্য ও গাছের দৃশ্য একে নিলাম আর বর্ডারগুলি গাড় করে একে নিলাম।
ধাপঃ 5
এবারে মার্কার পেন দিয়ে লাল -হলুদের মিশ্রণে সূর্য একে নেব।আকাশে কালো রঙের উড়ন্ত পাখি একে নেব কয়েকটি।আর সবুজ রঙের ঘাস একে নেব।
শেষ ধাপঃ
এরপর নদী ও আকাশে মেঘের দৃশ্য একে নেব।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নেব অঙ্কনের নীচে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার " একটি প্রাকৃতিক আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1971436207650505213?t=a9C5GZLfWjFr1Ur-hnroqA&s=19
https://x.com/green0156/status/1971437381632000329?t=BchzNhqc_qAj54p112P2rA&s=19
https://x.com/green0156/status/1971439097391743195?t=PJDNOnvh2u8TOYGrFLDRDw&s=19
আপু প্রাকৃতিক দৃশ্য আঁকতে এবং দেখতে আমার কাছেও ভালো লাগে। আজকে আপনার চমৎকার একটি দৃশ্য আর্ট করেছেন। এই ধরনের আর্ট গুলো করতে সময় লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ঠিক বলেছেন আপু,আর্ট করতে সময় লাগে।ধন্যবাদ আপনাকে ও।