আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ "আমার বাংলা ব্লগ" কমিউনিটির নতুন মডারেটর
@swagata দিদির জন্মদিন। তাই শুরুতেই দিদির জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা। মানুষের জীবন কতগুলি মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। যা একবার অতিবাহিত হয়ে যায় তা আর কিছুতেই ফিরে আসে না। তাই প্রত্যেকের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো। আমাদের এই কমিউনিটি যেমন বেশ কয়েকটি দেশ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করেছে। তেমনি প্রতিনিয়ত আমরা এখানে নতুন নতুন মানুষ এবং তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও সৃষ্টিশীলতা সম্পর্কে জানতে পারছি। যাইহোক আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি রঙিন কাগজের ফুল নিয়ে। এই ফুলটি সম্ভবত কমিউনিটির অনেক সদস্যই ইতিপূর্বে তৈরি করেছেন। অনেকটা তাদের দেখে অনুপ্রাণিত হয়েই আমিও আমার মত একটু চেষ্টা করলাম। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো উচিত ।যাই হোক আপনার আজকের রঙিন কাগজের ফুল টি চমৎকার হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে ।এই ধরনের রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল শেয়ার করার জন্য।
আমার কেনা কাগজগুলো মোটেই উজ্জ্বল বর্ণের নয় কেমন যেন মলিন দেখা যায়। তাই ছবি তুললে খুব একটা ভালো আসেনা। ছবি তোলা আর কাগজ কেনার ব্যাপারে পরবর্তীতে মনে হচ্ছে সচেতন হতে হবে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
রঙ্গিন কাগজের ফুলটি বেশ ভাল বানিয়েছেন ভাই। কাগজ দিয়ে অনেকে কারিশমা দেখাচ্ছে ইদানিং। হাহা। আপনার কারিশমাও ভাল লেগেছে আমার কাছে। ভালবাস নিবেন আমার।
কারিশমা আর কই দেখালাম। সবই কপি-পেস্ট বলতে পারেন। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ ভাই
ভাইয়া আমি চেষ্টা করি জীবনের প্রত্যেকটা মুহূর্ত কে উপভোগ করার, আর সবারই উচিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত কে উপভোগ করা কারণ সময় একবার অতিবাহিত হয়ে গেলে আর কখনো ফিরে আসেনা।
যাইহোক আপনার তৈরি করা রঙিন কাগজের ফুলটি দারুন লাগছে ভাইয়া, এরকম কয়েকটি ফুল বানিয়ে যদি ফুলদানিতে রাখা হয় তাহলে দেখতে বেশ চমৎকার লাগবে। বেশ গুছিয়ে পুরো পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করলেন ভাইয়া। ধন্যবাদ।
ভাই আসলে সবকিছুই উপরওয়ালার হাতে। তবে মানুষকে তিনি চেষ্টা করতে বলেছেন। তাই চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। ভালোবাসা রইলো আপনার জন্য
রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার ফুল তৈরি করেছেন ভাই।
বিশেষ করে আপনি হলুদ রঙে রঙিন কাগজ ব্যবহার করছেন বলে দেখতে অনেক আকর্ষণীয় এবং চমৎকার মনে হচ্ছে ।
দারুন কাজ করছেন এভাবে এগিয়ে যান আশা করি ভালো কিছু করবেন। আপনার জন্য শুভকামনা রইল।
চেষ্টা করি সাধ্যমত সুন্দর করে তৈরি করতে। তবে সব সময় মনের মত হয়ে ওঠেনা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন ভাই
প্রথমেই আপুকে জন্মদিনের শুভেচ্ছা।ভাইয়া আপনি কিন্তু করে রঙিন কাগজের ফুল তৈরি করেছেন।এর আগে অনেকে এই রকম ফুল তৈরি করেছিলো।আপনারটা বেশ সুন্দর হয়েছে। কালারটাও বেশ সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ
ভেবেছিলাম বিভিন্ন রংয়ের তিন-চারটি ফুল তৈরি করব। তবে কাগজ না থাকার কারণে ইচ্ছেটা পূরণ করতে পারিনি। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। খুবই আকর্ষণীয় লাগছে ফুলটি দেখতে। এরকম অনেকগুলো ফুল বানিয়ে যদি একসাথে ফুলদানিতে রাখা হয় তাহলে দেখতে বেশ চমৎকার লাগবে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কাগজের ফুল বানানো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আমারও ইচ্ছে ছিল বিভিন্ন রং এর কয়েকটি ফুল তৈরি করে ফুলদানিতে সাজিয়ে রাখব কিন্তু কাগজ না থাকায় এবং সময়ের অভাবে বানাতে পারিনি। আশা করি কোন একদিন বাকিগুলো বানিয়ে ফেলবো। ধন্যবাদ আপু
রঙিন কাগজের ফুল তৈরি করেছেন দারুন হয়েছে। এধরনের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আমার পোস্টে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনিও ভালো থাকবেন। সেই সঙ্গে ভালোবাসা রইলো
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। দেখতে অনেকটা রজনীগন্ধার স্টিক এর মত লাগছে। আবার এর চাইতে বেশী মনে হচ্ছে একটা গমের চড়া তৈরী করেছে। অসাধারণ ছিল আপনার রঙিন কাগজের ফুলটি। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন, অনেকটা গমের ছড়ার সঙ্গেই এর বেশি মিল আছে। তবে এটা কি ফুল তা আমি নিজেই জানিনা। ইউটিউবে এমন অনেক ফুল আছে। চাইলে আপনিও তৈরি করতে পারেন। ধন্যবাদ ভাই
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। খুব সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রঙিন কাগজে ধাপে ধাপে ফুলটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।
চেয়েছিলাম ইউনিক কোন ফুল তৈরি করতে। তবে সে ক্ষেত্রে প্রচুর সময় এবং পরিশ্রম দরকার। যাই হোক আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপু
ভাইয়া চেষ্টাই মানুষকে উচ্চ মর্যাদা দান করেন, আপনার চেষ্টায় অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন, ফুলটি আমার খুবই ভালো লেগেছে, আমিও এর আগে এমন ফুল তৈরি করেছিলাম, এরপরেও আপনাদের ফুলটি আমার ভিসন ভালো লেগেছে, আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই চমৎকার লেগেছে, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।
আপনার সঙ্গে আমি একমত। চেষ্টায় অনেক কিছুই সম্ভব হয়। আর চেষ্টা না করলে কিছুই হয়না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো একসময় ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ ভাইয়া