ডাই:ক্লে দিয়ে প্রজাপতি তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,২২ আগস্ট ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন পরে আজকে আমি আপনাদের মাঝে ক্লে দিয়ে সুন্দর একটি প্রজাপতি তৈরি করার ডাই পোস্ট শেয়ার করব।ক্লে ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে ।কেননা ক্লে অনেক নরম এবং সফট হয় তাই খুব সহজে যেকোনো ধরনের জিনিস তৈরি করা যায়। এক কথায় বলা যায় মাটি দিয়ে আমরা যেভাবে জিনিস তৈরি করি তার থেকেও বেশি সুবিধা হয় ক্লে দিয়ে জিনিস তৈরি করা। অনেকদিন পর যখন ক্লে হাতে নিয়ে প্রজাপতি তৈরি করছিলাম তখন যে কি ভালো লাগছিল। কিভাবে আমি সম্পূর্ণ প্রজাপতিটি তৈরি করলাম সেটা এখন আপনাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | ক্লে |
২ | কাঠি |
৩ | কলম |
ধাপ-১
প্রথমে আমি কমলা রঙের ক্লে নিয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে চারটা গোল করে নিলাম। প্রথম দুইটা গোল একটু বড় বড় তারপরের দুইটা গোল ছোট। তারপর চারটা গোল ক্লে আমি হাত দিয়ে ভাল করে চাপ দিয়ে প্রজাপতির পাখা তৈরি করে নিলাম।
ধাপ-২
এরপর সাদা রংয়ের ক্লে নিয়ে ছয়টা ছোট থেকে বড় সাইজ করে গোল করে নিলাম। তারপর প্রজাপতি পোকা দেখতে ঠিক যেমন হয় এরকম করে সাজিয়ে নিলাম।
ধাপ-৩
এরপর পাখার সাথে লাগিয়ে নিলাম।
ধাপ-৪
এরপর পাখা ও পোকার গায়ে সুন্দর করে ডিজাইন করে নিলাম।
ধাপ-৫
তারপর কমলা রঙের ক্লে ব্যবহার করে প্রজাপতির ছোট ছোট দুইটা শিং তৈরি করে নিলাম। এরপর মাথার উপরের দিকে লাগিয়ে দিলাম।
ধাপ-৬
এরপর বেশ কয়েকটা ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই প্রজাপতির ডাই পোস্ট সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি । পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/status/1958817914254987685?t=09G17a91Et1FD1W_RR7GSA&s=19
ক্লে দিয়ে বেশ সুন্দর একটি প্রজাপতি। আপনি তৈরি করেছেন। বেশ সুন্দর পদ্ধতিতে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে ভালো লাগলো ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে ভালই লাগে সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন যা দেখতে কিউট লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আমার কাছেও ভীষণ ভালো লাগে।
ক্লে ব্যবহার করে খুব সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা প্রজাপতি টি দেখতে বেশ কিউট লাগছে। খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি ক্লে দিয়ে কি চমৎকার প্রজাপতি তৈরি করেছেন। আপনার বানানো প্রজাপতি মনে হচ্ছে উড়ে চলে যাবে। আর ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে একটু সুবিধা হয়। খুব সুন্দর করে ক্লে দিয়ে প্রজাপতি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
জি আপু ক্লে নরম হওয়ার কারণে খুব সহজেই যে কোন কিছু তৈরি করা যায় ধন্যবাদ।
ক্লে দিয়ে খুবই সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন৷ এত চমৎকার একটি প্রজাপতি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এটি তৈরি করার ধাপগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই প্রজাপতি তৈরি করার পরে মনে হচ্ছে যেন এটি একেবারে বাস্তবের এবং এটি যেন এখান থেকেই উড়ে যাবে৷
চেষ্টা করেছি ভাইয়া প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
https://x.com/MstFatema137069/status/1959642242223587573?t=sdFEH8UqWAY_BQATQ1qqXg&s=19