DIY-ডীয়-থ্রি ইডিয়টসের মডেল তৈরি(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম,এবিবি-বাসী আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
আকাআকির হাত একটু আছে,তাই ছোট খাটো কিছু আকাইতে হলে বেশিরভাগ ফ্রেন্ডরাই আমায় বলে।আমার পাশের ফ্ল্যাটে থাকে তিনজন।তানভীর,জিসান আর সাদমান।প্রায় মাসখানেক আগের ঘটনা তানভীর রাতের বেলা আমায় ডেকে বললো,মেসেঞ্জারে একটা ছবি দিচ্ছি একটু আকিয়ে দে।যদিও আকার কোনো ইচ্ছাই ছিলনা,তাও একপ্রকার মনের বিরুদ্ধে গিয়েই একে দিয়েছিলাম। আর্ট করার জন্য মেসেঞ্জার খুলে দেখি,সে ব্যাটা আমায় একটা ছবি দিয়েছে যাতে একটা ছোট রোবট আর তিনটে মানুষের চিত্র ছিল এবং রোবট -মানুষের মাঝে লেখা ছিল"থ্রি ইডিয়টস।"থ্রি ইডিয়টস মুভি দেখননি এমন কেউ তো বোধয় নেই এখানে।তাই আর ওই মুভি সম্পর্কে কিছু না বলি।ধাপ বর্ননার সুবিধার্থে,রোবটের নিচে থাকা তিনজন মানুষের সর্ববামের জন কে রাজু,মাঝের জনকে র্যাঞ্চো আর ডানের জনকে ফারহান ধরে নেই,হ্যাঁ? তাহলে আমার বলতে আর আপনাদের বুঝতে সুবিধা হবে।
উপকরণঃ-
- A4 কাগজ
- পেন্সিল
- রাবার
ধাপ-১ঃপ্রথমে রোবট থেকে কাজ শুরু করেছিলাম।আগে রোবটের মাথা আর তারপর বডিটা করেছিলাম।
ধাপ-২ঃএবার থ্রি-ইডিয়টস লেখাটা কম্পিলিট করেছিলাম।
ধাপ-৩ঃএবার রাজুর দিক থেকে শুরু করে প্রত্যেকের মাথা আঁকিয়ে নিয়েছিলাম।
ধাপ-৪ঃএবার প্রত্যেকের বডি আঁকিয়ে নিয়েছিলাম।
ব্যাস,এটুকুই ছিল।আর্ট করে রাতেই ওকে দিয়ে এসেছিলাম।পরেরদিন গিয়ে দেখি ও ওটা ওদের ডাইনিং স্পেসের দেয়ালে লাগিয়ে রেখেছে🤣🤣।তখন বুঝলাম যে,এই তিন ব্যাটাই হয়তো নিজেদের থ্রি-ইডিয়টস ভেবে এ কাজ করে নিয়েছে😂।
©farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.23/07/22
থ্রি ইডিয়টস এর মডেল তৈরি দেখতে খুবই সুন্দর লাগছে ।আসলে অঙ্কনের দক্ষতা আপনার খুব ভালো ।এভাবেই লেগে থাকুন সফলতা আসবেই।।
ইনশাল্লাহ ভাইয়া,দোয়া রাখিয়েন।
থ্রি ইডিয়টস এর ভিন্ন রকম একটি মডেল তৈরি করেছেন আপনি। যা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার ভালো লাগাই আমার স্বার্থকতা।
রাজু, ফারহান এবং র্যানচো এরাই তো সেই তিন ইডিয়েট ঠিক বলছি তো। চরিএগুলো একেবারে হৃদয়ে গেথে গেছে।। থ্রী ইডিয়েটস এর মডেলটা দারুণ তৈরি করেছেন।। বেশ সুন্দর হয়েছে।।
আসলেই,আমার দেখা বেস্ট মুভি।সময় পেলে এখনো দেখি।যতবারি দেখি না কেন,বিরক্তি আসেনা।
ভালোবাসা রইলো ভাই☺️🥰