কাদামাটি দিয়ে তৈরি করা টুল || ১০% @shy-fox এর জন্য।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম
টুল আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক প্রয়োজনীয় একটা জিনিস। বিশেষ করে কোন জায়গায় অনেকক্ষন দাড়িয়ে থাকাটা আমাদের কাছে অনেক কষ্টসাধ্য হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা টুল বা চেয়ার ব্যবহার করে থাকি। এই টুলের ব্যবহিততা আমাদের দেশে প্রচুর রয়েছে। বিশেষ করে দোকান পাষারে এই টুল সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও আমাদের বাসা বাড়িতে অনেক কাজে কর্মের ক্ষেত্রে আমরা টুল ব্যবহার করে থাকি। সুতরাং এটি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে অনেক জড়িয়ে রয়েছে। মাটি দিয়ে আমরা অনেক রকম জিনিস বানাতে পারি যেটা আমাদের ইচ্ছা ঠিক সেই ভাবে আমাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে মনের ইচ্ছা অনুযায়ী আমরা মাটির জিনিসপত্র তৈরি করতে পারি। মাটির জিনিসপত্র তৈরি করা আমার ছোটবেলা থেকেই অনেক পছন্দের সেই অনুযায়ী আপনাদের মাঝে আমি নিয়মিতই মাটির জিনিসপত্র শেয়ার করে থাকি। আজকে আমি আপনাদের মাঝে কাদামাটি দিয়ে টুল তৈরি করে দেখাবো, টুল যেহেতু আমাদের অতি প্রয়োজনীয় একটা জিনিস সুতরাং আমি ভাবলাম আজকে একটি টুল তৈরি করা যাক। তবে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে দেখে আসা যাক কিভাবে তৈরি করা যায় একটি সুন্দর কাদামাটির টুল।
# টুল টি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান
উপাদান | পরিমাণ |
---|---|
কাদামাটি | পরিমান মত |
পাটকাঠি | চার টুকরো |
ধাপঃ-১
প্রথমে কাদামাটি হাতের মাধ্যমে ভালোভাবে সেনে নিব।
ধাপঃ-২
এবার কাদা গুলো দুই হাতের তালু দ্বারা অনেকটা ফুটবলের মত গোল করে নিব।
ধাপঃ-৩
এবার কাদা গুলো ঠিক এইভাবে চ্যাপ্টা করে নিব।
ধাপঃ-৪
এবার চার টুকরো পাটের কাঠি প্রয়োজন হবে। এগুলো আপনি আনুমানিক একটি সাইজ হিসেবে কেটে নিতে পারেন।
ধাপঃ-৫
এবার চ্যাপ্টা করা কাদার উপরে চার টুকরো পাটের কাঠি বসিয়ে দিতে হবে।
ধাপঃ-৬
এবার সব জায়গায় ভালো করে কাদা লাগিয়ে নিলাম।
ধাপঃ-৭
এবার ভাল করে নেপে নিলাম।
ধাপঃ-৮
এবার টুলের পায়াতে দেওয়ার জন্য হাতের তালুর মাধ্যমে চারটি গুটি করে নিলাম।
ধাপঃ-৯
এবারে এগুলো ভালভাবে লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাদামাটির টুল।
🫂ধন্যবাদ!!!🤵
ফটোগ্রাফার | @emonv |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | VIVO Y12 A |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
কাদা মাটি দিয়ে অসাধারণ একটা টুল তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লেগেছে।
তৈরিধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
টুইটার লিংক
ভাইয়া আপনার মাটির আবিষ্কারগুলো লা জবাব 👌।
সত্যিই এটি একটি চমৎকার অভিজ্ঞতা যা আপনার মধ্যে রয়েছে ।
মাটির আর পাট খড়ি দিয়ে সুন্দর একটি টুল বানিয়ে ফেললেন । সত্যি আপনার হাতে জাদু আছে ।
ভাই একটা দারুণ মন্তব্য করেছেন ।🥳আমার অনেক ভালো লেগেছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই আপনার কাদামাটি দিয়ে তৈরি করা টুল দেখতে অরজিনাল টুল এর মতোই লাগছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
ধন্যবাদ ভাই আপনাকে একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।
কাদামাটি ছোটবেলার এক ধরনের প্রিয় জিনিস ছিল,খেলার উপাদান হিসেবে। কাদামাটি দিয়ে যেমন ইচ্ছে তেমন কিছু তৈরি করা যায়। আর আপনার তৈরি করা টুলের ডিজাইন খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ছোট বেলার স্মৃতি মক্নে করিয়ে দেয়ার জন্য।
জ্বী আপু ঠিক বলেছেন কাদামাটি দিয়ে যেমন ইচ্ছে তেমন কিছুই তৈরি করা যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনার কাজ টি প্রশংসনীয় ভাই,অসম্ভব দারুব একটি ডাই করেছেন আপনি খুবই চমৎকার হয়েছে।বেশ গুছিয়ে সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
জি ভাই আমি একটু নিজের মত চেষ্টা করি ।ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
বাহ্ অনেক সুন্দর হয়েছে কাদামাটি দিয়ে টুল । ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে । আসলে কাদামাটির যেকোনো জিনিস তৈরি করলে অসাধারণ হয় । আপনার টুলটিও অসাধারণ হয়েছে । ধন্যবাদ আপনাকে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি মতামতের জন্য।
ওয়াও ভাইয়া আপনি খুব সুন্দর করে টুল বা দিয়েছে। আসলে প্রশংসা করলেও কম হবে আপনি মাটি দিয়ে খুব সুন্দর ভাবে টুল বানিয়েছে। আর খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন
ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য।
কাদামাটি দিয়ে আপনি খুবই সুন্দর একটি টুল তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। ছোটবেলায় অনেক এরকম কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতাম। ধন্যবাদ আপনাকে এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাই আপনাদের দোয়ায় টুকটাক পারি করতে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি মতামতের জন্য।
অসাধারন কারুকাজ। সুন্দর একটি কাদা মাটির টুল বানিয়েছেন ভাই। দেখতেও অনেক ভালো লাগতেছে। সুন্দর বিবরণ ছিলো। শুভকামনা রইলো।
জি ভাই একটু চেষ্টা করি ভালো করার ,আপনাকে অসংখ্য ধন্যবাদ।