ডাই-:ক্লে দিয়ে পুকুর তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250318_190446.jpg

আজ সপ্তাহের শেষের দিন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে এলাম খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট। আসলে ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। আর চেষ্টা করি ক্লে দিয়ে নতুন নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে রমজান মাস উপলক্ষে সারা দিন যেমন ব্যস্ততা থাকে, সন্ধ্যার পরও অনেকটাই ব্যস্ততা থাকে। তাই সময় করে কাজগুলো করা হয়ে ওঠে না। তবুও গতকাল সন্ধ্যাবেলায় বসে চেষ্টা করলাম একটা ডাই তৈরি করার জন্য।

আমি যখন ক্লে গুলো হাতে নিয়ে কাজ করার জন্য বসছি তখন ছেলে বেশ বিরক্ত করছিল। কারণ ক্লেগুলো দিয়ে সে খেলবে। তাই কোনোরকমে তার কাছে ক্লেগুলো দিয়ে এক এক করে আমি একটা ক্লে নিয়ে কাজগুলো করার চেষ্টা করেছি। ওর কাছ থেকে সবগুলো ক্লে এক সাথে নেয়া কোনভাবেই সম্ভব হচ্ছিল না। যাইহোক আমি এই ক্লে দিয়ে সুন্দর একটা ডাই তৈরি করেছি। যেখানে পুকুর থাকবে। পুকুরের চারপাশে পাথরে ঘেরা। পুকুরের মাঝে পদ্ম ফুল এবং কিছু হাঁস বিচরণ করছে। এই দৃশ্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

তাহলে কথা আর না বাড়িয়ে চলুন আজকের ডাই প্রজেক্ট এর ধাপগুলো শেয়ার করে ফেলি।

উপকরণসমূহ

  • ক্লে
  • কার্ডবোর্ড

20250318_184249.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পাতলা কার্ডবোর্ড এর উপরে নীল রঙের ক্লে দিয়ে পুরো কার্ডবোর্ডটায় ঢেকে দিলাম যাতে করে এটা পুকুরের মত বোঝায়।

20250318_184320.jpg

20250318_184546.jpg

দ্বিতীয় ধাপ

ব্রাউন কালারের ক্লে থেকে ছোট ছোট পাথরের মত তৈরি করে চারপাশে গোল করে বসিয়ে দিলাম। পুকুরের চারপাশে পাথরে ঘেরা।

20250318_184804.jpg

20250318_184857.jpg

20250318_185106.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে গোলাপি ক্লে থেকে ছোট ছোট পাপড়ি তৈরি করে পদ্মফুল তৈরি করে নিলাম।

20250318_185205.jpg

20250318_185329.jpg

20250318_185357.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে ফুলগুলোকে পুকুরের মাঝে বসিয়ে দিলাম। এখানে একটি ছোট কলিও দিলাম।তারপর হলুদ ক্লে দিয়ে হাস তৈরি করে সেখানে বসিয়ে দিলাম।

20250318_185543.jpg

20250318_185639.jpg

20250318_185745.jpg

পঞ্চম ধাপ

সবুজ ক্লে দিয়ে পদ্মফুলের পাতা তৈরি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দিলাম। সাথে পাথরের ফাঁকে ফাঁকে কিছু ঘাসের মত দিয়ে দিলাম।

20250318_190247.jpg

20250318_190446.jpg

ফাইনাল আউটলুক

অবশেষে তৈরি করে ফেললাম ক্লে দিয়ে খুব সুন্দর একটা পুকুরের ডাই।

20250318_190427.jpg

20250318_190432.jpg

20250318_190435.jpg

20250318_190446.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

ক্লে ব্যবহার করে দারুন পুকুর তৈরি করেছেন আপু। কুকুরের মধ্যে শাপলা ফুল এবং কিছু হাঁস ঘুরে বেড়াচ্ছে দেখে আরো বেশি ভালো লাগলো । ক্লে খুব সফট হওয়ার কারণে এগুলো দিয়ে খুব সহজেই কিছু তৈরি করা যায়। আপনি খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 2 months ago 

পুকুর তৈরি করেছি আপু। বানানটা একটু ঠিক করে নিবেন। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

Screenshot_20250319-115655_Chrome.jpg

Screenshot_20250319-115603_Chrome.jpg

 2 months ago 

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি পুকুর তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই পুকুর তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 months ago 

ক্লের কাজগুলো অনেক বেশি সুন্দর হয় আর এগুলো করতে খুবই ভালো লাগে।

 2 months ago 

ক্লে দিয়ে এরকম জিনিস গুলো তৈরি করতে আমি অনেক ভালোবাসি। আপনি আজকে অনেক কিউট একটা পুকুর তৈরি করে নিয়েছেন ক্লে দিয়ে। পুকুরের মধ্যে ছোট ছোট হাসির বাচ্চা গুলো দেওয়ার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর ফুলও দিয়েছেন আপনি। সব মিলিয়ে এটা অনেক দারুন ছিল।

 2 months ago 

হাঁসের বাচ্চাগুলো তৈরি করার সময়ও খুব বেশি ভালো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এরকম কাজের সময় ছোট বাচ্চারা বিরক্ত করবে এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি আজকে ক্লে দিয়ে অনেক চমৎকার পুকুরের ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। প্রতিটি ধাপ আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

জি ভাইয়া অনেক বিরক্ত করে। আর এজন্যই মূলত কাজগুলো সুন্দর করে করা হয়ে ওঠে না।

 2 months ago 

যে কোন কাজের মধ্যে সুন্দর ব্যবহারগুলো খুব ভালো লাগে আমার কাছে। কারণ কাজের প্রত্যেকটি ধাপ এক এক করে গুছিয়ে শেয়ার করা যায়। ঠিক তেমনই আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি পুকুর তৈরি করলেন। কুকুরের মধ্যে আবার হাঁস গুলো তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। আসলেই ক্লে দিয়ে যে কোন জিনিস খুব সহজেই তৈরি করা যায়।

 2 months ago 

খুব সুন্দর একটা মন্তব্য করেছেন আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে পুকুরের জায়গায় কুকুর উঠেছে এটা একটু দেখবেন।

 2 months ago 

ক্লে দিয়ে পুকুর তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি এই ডাই পোস্ট তৈরি করেছেন আমার কাছে দারুন লেগেছে।

 2 months ago 

ক্লে দিয়ে এরকম নতুন নতুন ডাইগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলো মন্তব্য দেখে, ধন্যবাদ।

 2 months ago 

ক্লে দিয়ে খুব সুন্দর একটা পুকুর তৈরি করেছেন। এরকম একটা ডাই প্রজেক্ট অনেক আগে তৈরি করেছিলাম। ছোট ছোট হাঁস গুলো খুবই কিউট লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আপনি পুরো জিনিসটা তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু ছোট এই হাঁস গুলো দেখতে খুবই সুন্দর লেগেছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মতামত দেয়ার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে তৈরি আপনার এই ছোট্ট পুকুরটি সত্যিই অসাধারণ।এত নিখুঁতভাবে প্রতিটি অংশ ফুটিয়ে তুলেছেন, যা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এমন কাজ করতে ধৈর্য আর যত্ন দুটোরই প্রয়োজন, আর আপনার কাজে সেটার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে দারুণ সৃজনশীলতা! অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি শিল্পকর্ম শেয়ার করার জন্য।

 2 months ago 

অবশ্যই ধৈর্য লাগে এসব কাজ করতে, না হলেই সুন্দরভাবে করা সম্ভব হয় না।