ডাই||ক্লে দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250206_221542.jpg

আজ আবারো চলে এলাম দারুন একটা পোস্ট নিয়ে।যেটা ছবিতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে ক্লে দিয়ে বর্তমান সময়ে অনেক অনেক ডাই প্রজেক্ট করা হয়। যেগুলো দেখতে খুবই ভালো লাগে। অনেকদিন ইচ্ছে হয়েছিল যে ক্লে দিয়ে কিছু ডাই তৈরি করব। কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হিসেবে করা হয়ে ওঠে না।যাই হোক গত পরশুদিন সন্ধ্যাবেলায় বসে এই ডাই এর কাজ করেছিলাম। ক্লে দিয়ে কাজ করতে বরাবরই ভালো লাগে। কারণ নরম তুলতে ক্লেগুলো হাতের মাঝে যখন নেয়া হয় তখন যেন নিজের মনের মাঝেই বাচ্চামি চলে আসে, হাহাহা।আসলে এগুলো তৈরি করা হয়েছে মূলত বাচ্চাদের খেলনা হিসেবে। তাছাড়া এই ক্লেগুলো দিয়ে বর্তমানে বড়রা অনেক দারুন দারুন কিছু তৈরি করছে যেটা ইউটিউব ঘাটাঘাটি করলেই দেখা যায়।

20250206_221336.jpg

20250206_221738.jpg

আর আমার বাংলা ব্লগে প্রতিদিনই কেউ না কেউ ক্লে এর কাজ করে যাচ্ছে, যেটা প্রতিনিয়তই চোখের সামনে পড়ে। আর দেখতেও ভালো লাগে। আর সেই ভাবনা থেকে আজকে আমি খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করলাম সূর্যমুখী ফুলের। দেখতে কিন্তু দারুন লাগছিল। তৈরি করতে যদিও বেশ খানিকটা সময় লেগেছে। কারণ ছোট ছোট বলগুলো তৈরি করতে অনেক সময় ব্যয় হয়েছে। তবুও তৈরি করার পর এত সুন্দর লাগছে দেখেই তো ভালো লাগছে। এটা তৈরি করার পর আমি আমার রুমের সুইচবোর্ড এর পাশে এটা লাগিয়ে দিয়েছি। আমার ছেলে যদিও বেশ কয়েকবার ধরতে চেয়েছিল,কিন্তু পারে নি।পরে ধরতে না পেরে নিজেই বলে আম্মু এটা সুন্দর।যেমনটা শিয়ালের জন্য আঙ্গুর ফল টক,হাহাহা।ধরতে না পারলে একটা দিয়ে বুঝিয়ে দিলেই হলো।যাইহোক মজা করলাম,চলুন তাহলে আজকের এই ওয়ালমেটটি দেখে আসুন সবাই।

উপকরণসমূহ

  • ক্লে
  • হার্ডবোর্ড
  • আঠা

20250206_203812.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে খয়েরী রঙের ক্লে নিয়ে ছোট ছোট চারটা বল তৈরি করে নিলাম। তারপর বলগুলো এক এক করে এই হার্ডবোর্ডের মধ্যে বসিয়ে দিলাম ।

20250206_203951.jpg

20250206_204048.jpg

দ্বিতীয় ধাপ

এখন প্রতিটি বলের মাঝ বরাবর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে গোল চ্যাপ্টা করে নিলাম। তারপর ক্লে এর সাথে সাহায্যে এগুলো কিছুটা ডিজাইন করে নিলাম।

20250206_204138.jpg20250206_204223.jpg
20250206_204305.jpg20250206_204403.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে হলুদ রঙের ক্লে থেকে ছোট গোল গোল বল তৈরি করে এই খয়রি রঙের বৃত্তের চারপাশে বসিয়ে দিলাম।

20250206_204528.jpg20250206_204534.jpg
20250206_204639.jpg20250206_204947.jpg

চতুর্থ ধাপ

ক্লে এর নাইফ দিয়ে এই ফুলগুলোর মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিলাম। এভাবে সবগুলো ফুলের পাপড়ি তৈরি করে নিলাম।

20250206_204712.jpg20250206_205113.jpg

20250206_210103.jpg

পঞ্চম ধাপ

সবুজ রং থেকে কয়েকটা লতা তৈরি করে নিলাম। তারপর এগুলো সূর্যমুখী ফুলের ডাটা হিসেবে লাগিয়ে দিলাম।

20250206_210247.jpg20250206_210413.jpg

20250206_210532.jpg

ষষ্ঠ ধাপ

এখন সবুজ রং থেকে ছোট ছোট কয়েকটা পাতা তৈরি করে নিলাম। সেগুলো আবার সূর্যমুখী ফুলের ডালের মাঝে বসিয়ে দিলাম। তারপর চারপাশে গোলাপি রঙের ছোট ছোট বল তৈরি করে দিয়ে এগুলো কেউ আবার পাপড়ির মতো করে কেটে তৈরি করে নিলাম।

20250206_210554.jpg20250206_210846.jpg
20250206_211114.jpg20250206_221434.jpg

ফাইনাল আউটলুক

ব্যাস এভাবেই শেষ করে নিলাম আমার সম্পূর্ণ কাজ এবং তৈরি হয়ে গেল সুন্দর একটা সূর্যমুখী ফুলের ওয়ালমেট। যেটা দেয়ালে লাগানোর পর দারুন একটা লুক এসেছে।

20250206_221549.jpg

20250206_221738.jpg

20250206_221542.jpg

20250206_221535.jpg

20250206_221336.jpg

20250206_221303.jpg

20250206_221300.jpg

20250206_212106.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

সূর্যমুখী আমার খুব পছন্দের একটা ফুল। আপনি সূর্যমুখী ফুলের খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। ফুলগুলো খুবই কিউট লাগছে দেখতে। ক্লে ব্যবহার করে খুব সুন্দর ভাবে এটা তৈরি করেছেন। দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

সূর্যমুখী ফুলের কারনে কালার কম্বিনেশন এর বিষয়টা দারুণ এসেছে ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Screenshot_20250208-092459_Chrome.jpg
..

Screenshot_20250208-092400_Chrome.jpg

 2 months ago 

ভাইরে এই ক্রিটিভিটি দেখেই তো মাথা ঘুরে যায়। সব সময় আপনাদের এত সুন্দর কাজ দেখে প্রশংসা না করে পারা যায় না। অসম্ভব সুন্দর লাগছে আজ আপনার ক্লে দিয়ে বানানো সূর্যমুখী ফুলের ড্রাই ওয়াল হ্যাংগিংটি। ডিজাইন ও কালার কম্বিনেশন পুরোটাই অসাধারণ হয়েছে।

 2 months ago 

ক্লে এর কাজ করতে বেশ ভালো লাগে আপু। তাইতো শেয়ার করলাম এত সুন্দর একটা ওয়ালমেট। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জাস্ট অসাধারণ ছিলো আপনার তৈরি করা ক্লে দিয়ে বানানো সূর্যমুখী ফুলের ওয়ালমেট। এরকম জিনিস গুলো দেখলে বাচ্চারা খেলা করার চেষ্টা করে এগুলো জিনিস নিয়ে। যেমনটা আপনার ছেলে করতে চেয়েছিলো। যাই হোক চমৎকার একটি ওয়ালমেট বানানো প্রসেস শিখে গেলাম আপনার পোস্ট থেকে। খুবই সুন্দর ছিলো আপনার তৈরি করা ওয়ালমেট টি।

 2 months ago 

জি ভাইয়া, যদিও সে ধরতে চেয়েছিল কিন্তু আমি এটা উপরের দিকে লাগিয়েছিলাম তাই আর ধরতে পারেনি। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

ক্লে দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা সূর্যমুখী ফুলের ওয়ালমেটটি দারুন হয়েছে। আপনি সূর্যমুখী ফুল তৈরি করে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনি পর্যায়ক্রমে শেয়ার করেছেন দেখে তো আমি ও শিখে ফেললাম। ধন্যবাদ আপু আপনাকে

 2 months ago 

একটু সময় নিয়ে করলে যে কোন কাজ খুব সুন্দর ভাবেই শেয়ার করা যায় ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভালো লাগলো মন্তব্য দেখে।

 2 months ago 

ক্লে ব্যবহার করে দারুন ওয়ালমেট তৈরি করেছেন আপু। সূর্যমুখী ফুলগুলো দেখতে অসম্ভব ভালো লাগছে। যেকোনো ধরনের ওয়ালমেট তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তবে এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু। যখন সুইচ বোর্ডের পাশে এটা লাগিয়েছি তখন দেখতে বেশ সুন্দর লাগছিল।

 2 months ago 

ঠিক বলেছেন আপু , নরম তুলতুলে ক্লে হাতে নিলেই বাচ্চা ভাব চলে আসে। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে ক্লে দিয়ে তৈরি করা অনেক ধরনের জিনিস দেখতে পায়। সত্যি সেগুলো দেখতে অনেক ভালো লাগে। আজ আপনি ক্লে দিয়ে সুন্দর সূর্যমুখী ফুলের একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে চমৎকার হয়েছে আপু। সুন্দর ওয়ালমেট তৈরি করা সম্পূর্ণ প্রসেস আপনি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করেছেন। আপনার ওয়ালমেট টি দেখে খুব ভালো লাগলো।

 2 months ago 

ক্লে এর কাজ আমার বাংলা ব্লগে ছড়াছড়ি লেগে থাকে সব সময়। দারুন লাগে এগুলো দেখতে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

দারুন ক্রেয়েটিভ একটি পোস্ট দেখলাম। যা দেখে কিনা মনটাই ভরে গেল । আপনি বেশ দারুন করে ক্লে দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে কিনা মুগ্ধ হয়ে গেলাম। এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

ক্লে দিয়ে এই ফুলের ওয়ালমেটটা বানাতে বেশ ভালোই সময় লেগেছিল আপু। তবুও তৈরি করার পর খুবই সুন্দর লাগছিল দেখতে ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সন্ধ্যাবেলায় বসে দেখছি আপনি অনেক সুন্দর সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি করেছেন ।যেটি দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে ।এমন ধরনের ওয়ালমেট তৈরি করে ঘরে রাখলে দেখতে অনেক ভালো লাগে ধন্যবাদ শুভকামনা রইল।

 2 months ago 

সন্ধ্যাবেলায় একটু সময় পেয়েছিলাম তাই বসে বসে এই সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি করে ফেলেছিলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।