আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আরও একটি ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। এখানে আপনারা দেখতে পাবেন আমার একটি ক্রাফট এর কাজ। রঙিন কাগজের সাহায্যে আমি খুব সুন্দর একটি ফুল তৈরি করেছি। যেটি দেয়ালে লাগালে অনেক বেশি সুন্দর লাগে। স্বাভাবিকভাবে রঙিন কাগজের সাহায্যে অনেক কিছু তৈরি করা যায়। তাই ভিন্নভাবে ভিন্ন ভিন্ন কিছু তৈরি করতে ভালো লাগে। এই রঙিন কাগজ দিয়ে ফুলটি আমি অনেক আগেই তৈরি করেছিলাম আমাদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন। কিন্তু শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। যাই হোক কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আমার আজকের ক্রাফট প্রজেক্টটি।
গোল কার্ডবোর্ড
রঙিন কাগজ
আঠা
কাঁচি

প্রথম ধাপে আমি একটি হলুদ রঙের বর্গাকার কাগজ নিয়ে পাতার আকারে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপে গোলাপি রঙের একটি কাগজ থেকে একইভাবে একটু বড় আকারে পাতার আকারে কেটে নিয়েছি। হলুদ এবং গোলাপী দুই ধরনের পাতাগুলো থেকে নির্দিষ্ট করে সমান মাপ নিয়ে অনেকগুলো পাতা কেটে নিলাম।

এই ধাপে গোলাপি রঙের পাতার মধ্যে আঠা লাগিয়ে হলুদ রঙের কাগজের উপরে বসিয়ে দিলাম। এক এক করে আমি সবগুলো হলুদ রঙের কাগজের উপরে গোলাপি রঙের পাতা বসিয়ে দিলাম।

দেড় ইঞ্চি পরিমাণ এর একটি হলুদ রঙের কাগজ লম্বালম্বি ভাবে কেটে নিলাম। মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম। তারপর মাঝখানে চিকন চিকন করে অনেকগুলো কেটে নিলাম, অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি।

এখানে আমি সেই কাঁটা অংশটার নিচের খালি অংশে আঠা লাগিয়ে ভাঁজ করে করে গোল একটি গাঁদা ফুলের মতো তৈরি করে নিলাম।

হলুদ রঙের আরো একটি অংশ চিকন করে অনেকগুলো কেটে নিলাম। তারপর সে হলুদ গাঁদা ফুলের পাশে আবার আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। একইভাবে গোলাপি রঙের আরেকটি কাগজ কেটে সে হলুদ রঙের নিচের অংশে জোড়া লাগিয়ে দিলাম।

তারপর সেই জোড়া লাগানো পাপড়িগুলোর এক কোনায় একটুখানি আঠা লাগিয়ে দুইপাশ থেকে চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এভাবে কয়েকটা তৈরি করে নিলাম। তারপর সেই গোল কার্ডবোর্ড এর উপরে আবার আঠা লাগিয়ে এক এক করে এই পাপড়ি গুলো গোল রাউন্ড করে জোড়া লাগালাম।

গোল করে একধাপ জোড়া লাগানোর পর পরবর্তী ধাপে আবারো মাঝখান দিয়ে আঠা লাগিয়ে রাউন্ড করে জোড়া লাগালাম সবগুলো।

এখন মাঝখান বরাবর আঠা লাগিয়ে সেই গাঁদা ফুলটি বসিয়ে দিলাম।

ছোট্ট একটা কার্ডবোর্ডের টুকরোর মধ্যে আঠা লাগিয়ে একটা সুতা লাগিয়ে দিলাম। তারপর এটি সেই তৈরি করা ফুলের পিছনের কার্ডবোর্ডের অংশে লাগিয়ে দিলাম। শুকানোর জন্য অপেক্ষা করলাম যাতে দেয়ালে লাগানো যায়।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

রঙিন কাগজের দেয়াল ফুল দেখে এত বেশি ভালো লাগলো যে আপনাকে বলে বুঝাতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে যেনো একটি পাতা বাহার গাছের ফুল। হলুদ আর লাল রঙের রঙিন কাগজ এর জন্য চমৎকার দেখতে লাগতেছে। ধন্যবাদ আপনাকে আপু।
জি ভাইয়া হলুদ আর লাল রঙের রঙিন কাগজ এর জন্য চমৎকার দেখতে লাগতেছে।
রঙিন কাগজ দিয়ে তৈরি দেওয়াল ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছে আপু।এধরনের ফুল তৈরি করতে বেশ সময় লাগে।তাছাড়া একটু ভুল হলে সব শেষ এক নিমিষে যা কষ্ট করা হয়।আপনি অত্যন্ত নিখুঁতভাবে ফুলটি তৈরি করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
জি আপু চেষ্টা করেছি নিখুঁতভাবে ফুলটি তৈরি করতে।
রঙিন কাগজের সাহায্যে কার্ড বোর্ড বানিয়ে তাতে নকঁশা আর্ট ৷ এসব আর্ট করা ডিজাইন ঘরের দেয়ালে বেশ সুন্দর মানাবে বলা যায় ঘরের বাড়তি সৌন্দর্য বহন করবে ৷ বেশ সুন্দর হয়েছে আপু ৷ সবমিলে একটা ইউনিক আর্ট উপহার দিলেন ৷ অসংখ্য ধন্যবাদ আপু ৷
জি ভাইয়া এসব ডিজাইন ঘরের দেয়ালে বেশ সুন্দর মানাবে বলা যায় ঘরের বাড়তি সৌন্দর্য বহন করবে।
রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো কিছু অনেক বেশি আকর্ষণীয় হয়।আপনার তৈরি ফুলের diy টিও বেশ সুন্দর হয়েছে।আসলে লাল ও হলুদ রঙের কম্বিনেশন দারুণ ফুটে উঠেছে।দেওয়ালে লাগালে সুন্দর দেখতে লাগবে,ধন্যবাদ আপু।
জি আপু লাল ও হলুদ রঙের কম্বিনেশন দারুণ ফুটে উঠেছে।
রঙিন কাগজের তৈরি ফুলগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখায়। রঙিন কাগজের তৈরি ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
জি আপু রঙিন কাগজের তৈরি ফুলগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখায়।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা দেয়াল ফুল তৈরি করেছেন তো। রঙিন কাগজ ব্যবহার করে এভাবে যে কোন জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটি হয়তো এমনিতে পাতা বাহার ফুল আপনি ফটোগ্রাফি করেছেন। পরে দেখি এটি আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।
আমারও রঙিন কাগজ ব্যবহার করে এভাবে যে কোন জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনি অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন। এসব ফুল তৈরি করে দেয়ালে টানিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। অনেক সুন্দর করে এই ফুল তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ঠিক আপু এসব ফুল তৈরি করে দেয়ালে টানিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি দেয়াল ফুল তৈরি করেছেন। দেয়াল ফুল টা দেখতে অনেক ভালো লাগছে। কালার সিলেকশনটা অনেক ভালো হয়েছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
জি আপু রঙ্গিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে ভীষণ ভালো লাগে। এই কাজগুলো করার পর তা ঘরে সাজিয়ে রাখলে আরো ভালো লাগে। যাইহোক আপনার এই ওয়ালমেট ও অসাধারণ হয়েছে
জি আপু এই কাজগুলো করার পর তা ঘরে সাজিয়ে রাখলে আরো ভালো লাগে।
খুব সুন্দর ভাবে কাগজ কেটে রঙিন ফুল প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন এবং কাগজের ভাস দেয়া অসাধারণ হয়েছে।।
সুন্দর ও সুগঠিত মন্তব্য করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।।