ডাই-:ক্লে দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগlast month

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250301_210045.jpg

আজ প্রথম রমজান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। সুস্থভাবেই রমজানের দিনগুলো পালন করে যাওয়ার জন্য আল্লাহ তায়ালা যেন তৌফিক দান করে সেটাই কামনা করি। প্রতি সপ্তাহের মত আজকে আবারো হাজির হয়ে গেলাম একটা ক্রাফট নিয়ে। যে ক্রাফটা ক্লে দিয়ে তৈরি করেছি। আসলে ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করতে ভীষণ ভালো লাগে। হাতের স্পর্শে নরম নরম এই ক্লে গুলো দিয়ে যেকোনো কাজ খুব সুন্দর ভাবে করা যায়। ডেকোরেশন এর ক্ষেত্রে এটা ভীষণ কাজের একটা জিনিস। আমরা অনেকেই কিন্তু ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করে থাকি। আর আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত ক্লের কাজগুলো ছড়াছড়ি হয়ে রয়েছে। যাই হোক আজকে আমি খুব সুন্দর একটা ফুলের ওয়ালমেট তৈরি করব। যদিও বেশ অনেকটা সময় লেগেছে, গতকাল রাতে বসে এটা করেছিলাম।

যাইহোক কথা আর না বাড়িয়ে আজকের এই ক্লে এর ওয়ালমেট তৈরির পুরো কাজটা শেয়ার করে নেই।

উপকরণসমূহ

  • ক্লে
  • কার্ডবোর্ড
  • কাঁচি

20250301_200433.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পাতলা কার্ডবোর্ড থেকে গোল আকৃতিতে একটা শেপ কেটে নিলাম। তারপর এর মাঝে কিছু দাগ টেনে নিলাম।

20250301_201346.jpg

20250301_202120.jpg

দ্বিতীয় ধাপ

এখন ক্রিম কালারের ক্লে নিয়ে চ্যাপ্টা করে তৈরি করলাম। তারপর হলুদ রং থেকে কুঁড়ির মতো করে তৈরি করে মাঝ বারবার বসিয়ে নিচের দিকে চাপ দিয়ে ফুল তৈরি করে নিলাম।

20250301_202157.jpg20250301_202228.jpg
20250301_202241.jpg20250301_202259.jpg

তৃতীয় ধাপ

এখন কার্ডবোর্ডে যে দাগ টেনেছিলাম তার উপরিভাগে এটা বসিয়ে দিলাম। তারপর আরেকটা কালার নিয়ে একই ভাবে ফুল তৈরি করে এটা পাশে বসিয়ে দিলাম।

20250301_202314.jpg20250301_202408.jpg
20250301_202614.jpg20250301_202615.jpg

চতুর্থ ধাপ

এভাবে দুই কালারের মধ্যে বাকি ফুলগুলো তৈরি করে এক এক করে বসিয়ে দিয়েছি।

20250301_202926.jpg

20250301_203317.jpg

পঞ্চম ধাপ

এখন সবুজ রঙ থেকে কয়েকটা লম্বা করে লতা তৈরি করে নিলাম এবং এগুলো ফুলের নিচে ডাটা হিসেবে ব্যবহার করলাম।

20250301_203511.jpg20250301_203720.jpg

20250301_204142.jpg

ষষ্ঠ ধাপ

এখন বড় বড় কিছু পাতা তৈরি করে নিলাম এবং সেই লতা গুলোর নিচে বসিয়ে দিলাম। ছোট ছোট পাতা তৈরি করে ফুলের নিচে দিয়ে দিলাম। হালকা করে কিছু পাতার ডিজাইন করে নিলাম।

20250301_204208.jpg20250301_204233.jpg

20250301_204512.jpg

ফাইনাল আউটলুক

অবশেষে তৈরি করে ফেললাম ক্লে দিয়ে খুব সুন্দর একটা ফুলের ওয়ালমেট। যে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে।

20250301_210045.jpg

20250301_210131.jpg

20250301_210144.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 last month 

ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। আর এগুলো তৈরি করলে দেখতেও খুব ভালো লাগে। আপনার তৈরি করা ফুলের ওয়ালমেট কিন্তু খুবই চমৎকার ছিল। ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে, যদি আপনি এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগান। ক্লের কালার অনেক সুন্দর ছিল। যার কারণে ওয়ালমেট দেখতে আরো বেশী সুন্দর লাগছে।

 last month 

এটা তৈরি করার পর দেয়ালে লাগিয়ে দিয়েছি। সৌন্দর্য অনেক গুন বৃদ্ধি পেয়েছে, ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বাহ দুর্দান্ত হয়েছে আপনার আজকের ওয়ালমেট টি। এরকম ওয়ালমেটগুলি রুমের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু দারুন দেখায়। ঠিক বলেছেন আপনি ক্লে বর্তমান সময়ে ডেকোরেশনের জন্য দারুন কাজে লাগে। ক্লে দিয়ে তৈরি করা এই ডাইটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী এরকম কোনো ডাই পোস্ট দেখার জন্য।

 last month 

জি ভাইয়া আমি প্রতিটি ওয়ালমেট তৈরি করার পর রুমের দেয়ালে লাগিয়ে রাখি। যাতে করে সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।

 last month 

মন ভরে যাওয়ার মত একটা ডাই প্রজেক্ট তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই ডাই প্রজেক্টটা। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালার চয়েজ করলে ডাই গুলোর কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।

 last month 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

ক্লে দিয়ে দারুন একটি তৈরি করেছেন আপু। এই ওয়ালমেট আমি কিছুদিন আগে ইউটিউবে দেখছিলাম। আপনি খুবই সুন্দর ভাবে ক্লে দিয়ে তৈরি করেছেন। ফুল সহ পাতা দিয়ে দারুন এই ওয়ালমেট টি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু

 last month 

এটা অনেকদিন ধরে তৈরি করার ইচ্ছে ছিল। কিন্তু সময় পাইনি তাই তৈরি করা হয়নি। ধন্যবাদ আপু।

 last month 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ওয়ালমেট টি তৈরি সম্পন্ন করেছেন।

 last month 

আসলে ক্লে দিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। তাই তো এরকম ওয়ালমেট তৈরি করা, ধন্যবাদ ভাইয়া।

 last month 

বাহ্ আপু ক্লে দিয়ে চমৎকার একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপু আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এত সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে ভীষণ ভালো লাগে আপু। তাই তো চেষ্টা করি ওয়ালমেট তৈরি করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ! ক্লে দিয়ে দেখছি চমৎকার ওয়ালমেট বানিয়ে ফেলেছেন আপু। বিশেষ করে ক্লে দিয়ে বানানো ফুলটি দেখতে বেশ চমৎকার লাগছে। আমার কাছে ওয়ালনেটটি দারুণ লাগছে।

 last month 

জ্বী ভাইয়া ফুল গুলো আমার কাছেও বেশ ভালো লেগেছিল, ধন্যবাদ।

 last month 

আপু ক্লের তৈরি জিনিস গুলো দেখতে অসাধারণ। আপনার ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে।ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো সব সময়ই সুন্দর হয় আপু। ধন্যবাদ আপনাকে ভালো লাগলো মন্তব্য দেখে।