ডাই-: ক্লে দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250215_202830.jpg

বর্তমান সময়ে ক্লে দিয়ে এত সুন্দর কিছু কাজ করা যায় যেটা হয়তোবা আমার বাংলা ব্লগ না থাকলে বোঝাই যেতনা। কারণ এগুলো যেহেতু বাচ্চাদের খেলনা হিসেবেই তৈরি করা হয়েছে তাই এগুলো দিয়ে বাচ্চারা খেলবে এটাই স্বাভাবিক। বিষয় কিন্তু এখন আমার বাংলা ব্লগে আমরা বড়রা সবাই মিলে যেভাবে ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করে যাচ্ছি তা দেখেই বোঝা যাচ্ছে ক্লেগুলো শুধুমাত্র বড়দের জন্যই তৈরি করা হয়েছে, হাহাহা। ক্লে একদম সফট হওয়ার কারণে এর মাধ্যমে যেকোন ধরনের ডিজাইন তৈরি করে নেয়া যায় খুব সহজেই। একটু সময় নিয়ে বসলে অনেক সুন্দর কিছু তৈরি করে ফেলা যায়। যেমনটা আজকে তৈরি করেছি একটা সুন্দর ওয়ালমেট। আসলে সকালবেলা একটা আর্ট পোস্ট শেয়ার করেছিলাম। যেটা গতকালকে বসে করেছিলাম। আজকের ওয়ালমেটটাও আমি গতকাল রাতে বসে শেষ করেছিলাম।

হাতে কিছুটা সময় ছিল তাই ভাবলাম দুটো কাজ একসাথে সেরে ফেলি। আজকের এই ওয়ালমেট একটু বড় সাইজেই তৈরি করেছি। ছবিতে দেখতে হয়তোবা ছোট বোঝা যাচ্ছে। যাই হোক কথা আর বেশি না বাড়িয়ে কাজের চলে যাই।

উপকরণসমূহ

  • ক্লে
  • হার্ডবোর্ড
  • মার্কার

20250215_195432.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে হার্ডবোর্ড এর উপরে পেন্সিলের সাহায্যে কয়েকটা ডালপালা এঁকে নিলাম। তারপর সেটার উপরে মার্কার দিয়ে কালার করে নিলাম।

20250215_195559.jpg20250215_195643.jpg

20250215_195704.jpg

দ্বিতীয় ধাপ

এখন বেগুনি রঙের ক্লে থেকে ছোট ছোট বল তৈরি করে একসাথে লাগিয়ে একটা ফুল তৈরি করে নিলাম । ফুলটাকে ডালের মাঝ বরাবর লাগিয়ে দিলাম।

20250215_195757.jpg20250215_195845.jpg
20250215_195904.jpg20250215_195916.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে ক্লের কিটের কোনার অংশ দিয়ে ফুলের মাঝ বরাবর চাপ দিয়ে পাপড়ি তৈরি করে নিলাম। একটা হলুদ রঙের ক্লে দিয়ে বল তৈরি করে ফুলের মাঝখানে বসিয়ে ছোট ছোট ডট দিয়ে দিলাম।

20250215_195942.jpg20250215_200016.jpg
20250215_200020.jpg20250215_200052.jpg

চতুর্থ ধাপ

বেগুনি রংয়ের ক্লে দিয়ে পূর্বের মতো করে কয়েকটা ফুল তৈরি করে ডালের মাঝ বরাবর বসিয়ে দিলাম।এভাবে গোলাপি রঙের ফুল তৈরি করে ডালে বসিয়ে দিলাম ।

20250215_200151.jpg20250215_200257.jpg
20250215_200453.jpg20250215_200457.jpg

পঞ্চম ধাপ

গোলাপি রঙের ফুলগুলো কয়েকটা বসিয়ে দেয়ার পর পাপড়িগুলো কোনা দিয়ে চাপ দিয়ে তৈরি করে নিলাম। মাঝখানে হলুদ রঙের কুঁড়ি বসিয়ে দিলাম।শেষের দিকে মার্কার দিয়ে কয়েকটা ডালপালার শাখা-প্রশাখা বের করে নিলাম।

20250215_200516.jpg20250215_200543.jpg
20250215_200724.jpg20250215_200935.jpg

ষষ্ঠ ধাপ

এখন বেগুনি এবং গোলাপি রঙ থেকে ছোট ছোট কয়টা বল তৈরি করে ডালপালার শাখা প্রশাখা গুলোর কয়েকটা জায়গায় বসিয়ে দিলাম । এগুলোর মাঝ বরাবর চাপ দিয়ে পাপড়ির মতো তৈরি করলাম।

20250215_201021.jpg20250215_201229.jpg
20250215_201250.jpg20250215_201317.jpg

সপ্তম ধাপ

এখন সবুজ রঙের ক্লে থেকে ছোট ছোট কয়েকটা বল তৈরি করে পাতার মতো করে বসিয়ে দিলাম বিভিন্ন জায়গায়। তারপরও একটা কিট দিয়ে চাপ দিয়ে পাতার শেপ দিয়ে দিলাম। এভাবে পুরো পাতার কাজ শেষ করে নিলাম।

20250215_201347.jpg20250215_201746.jpg
20250215_201940.jpg20250215_202623.jpg

ফাইনাল আউটলুক

ব্যাস এভাবেই তৈরি করে নিলাম ক্লে দিয়ে দারুন একটা ফুলের ওয়ালমেট। যেটা আমার টেবিলের উপরে সুইচ বোর্ডের পাশে লাগিয়ে দিয়েছিলাম। দেখতে দারুন লাগছে। আসলে এরকম কাজগুলো যখন একটু সময় নিয়ে করা হয়ে থাকে তখন দেখতে বেশ ভালো লাগে।

20250215_202520.jpg

20250215_202515.jpg

20250215_202607.jpg

20250215_202618.jpg

20250215_202710.jpg

20250215_202830.jpg

20250215_203023.jpg

20250215_202833.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

ক্লে দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন।ঠিক বলেছেন আপু ক্লে সফট হওয়ার জন্য যেভাবে খুশি সেভাবে তৈরি করা যায়।ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনি ক্লে দিয়ে চমৎকার একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

জি ভাইয়া,ক্লে একদম সফট হওয়ায় এটা দিয়ে তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন রকম শেপ দেয়া যায়।

 2 months ago 

Screenshot_20250216-111945_Chrome.jpg
,,
Screenshot_20250216-111836_Chrome.jpg

 2 months ago 

ক্লে দিয়ে অসাধারণ একটি ফুলের ওয়ালমেট তৈরি করছেন আপু। ক্লে দিয়ে বানানো ওয়ালমেট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। এই ওয়ালমেট টি ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।যাইহোক এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

জি ভাইয়া এটা তৈরি করার পর আমি দেয়ালে লাগিয়ে দিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ধন্যবাদ আপনাকে

 2 months ago 

ঠিক বলেছেন আপু ক্লে সফট হওয়ার জন্য যেভাবে খুশি সেভাবে তৈরি করা যায়। আর একটু সময় নিয়ে করলে সত্যি অনেক ভালো লাগে। আপনার ওয়ালমেট চমৎকার হয়েছে। ধাপগুলি অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

এটা তৈরি করার পর দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমার ছেলে তো এসে বারবার বলছিল তাকে দিয়ে দেয়ার জন্য। পরে এটা দেয়ালে লাগিয়ে দিয়েছি।

 2 months ago 

দারুন ওয়ালমেট বানিয়েছেন আপু। যদিওবা গতকালকে বানানো ছিলো,দেখতে কিন্তু দারুন দেখাচ্ছে। আসল কথা হলো এটাই, ক্লে দিয়ে নিজের মনের মতো করে বিভিন্ন ডিজাইনের জিনিস তৈরি করা যায়। দেখতে চমৎকার দেখায়। যেমন আপনার ওয়ালমেটটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 2 months ago 

জি ভাইয়া আগে থেকে তৈরি করে রাখলে পোস্ট করার ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ঠিক বলেছেন আপু ক্লে খুবই সফট হওয়ার কারণে এটা দিয়ে যেকোনো ধরনের জিনিস খুব সহজেই তৈরি করা যায়। আর এগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে আমার ভীষণ ভালো লাগে। চমৎকার একটি ওয়ালমেট আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 2 months ago 

ছোটদের খেলনা হলেও এগুলো দিয়ে বড়রা কাজ করে। দারুন দারুন কিছু তৈরি করে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

ক্লে দিয়ে চমৎকার ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আপু আপনি। ফুলের ওয়ালমেটটি আমার অনেক পছন্দ হয়েছে।এই সুন্দর ফুলের ওয়ালমেট দিয়ে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর লাগবে।ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি । সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

জি আপু এরকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। আমি আমার রুমের দেয়ালে এটা লাগিয়ে ফেলেছি।

 2 months ago 

ক্লে দিয়ে তৈরি ফুলের ওয়ালমেটটি বেশ দারুন হয়েছে। এ ধরনের ওয়ালমেট আমার খুব ভালো লাগে। বিশেষ করে কালার কম্বিনেশন খুব দারুণ ফুটে উঠেছে। ধন্যবাদ সবার মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 months ago 

কালার কম্বিনেশন থেকে শুরু করে ফুলের ডিজাইন সবকিছুই বেশ সুন্দর লাগছিল দেখতে। সরাসরি দেখতে তো আরো ভালো লাগছিল।

 2 months ago 

ক্লে ব্যবহার করে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করলেন। এটা আমার কাছে দেখেই খুব ভালো লেগেছে। ক্লে দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে কিন্তু অনেক দারুন লাগে। ভিন্ন ভিন্ন কালারের ক্লে ব্যবহার করে এগুলো তৈরি করায় দেখতে বেশি সুন্দর লাগছে। এই ওয়ালমেট যদি আপনি ঘরের দেয়ালে লাগান তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে।

 2 months ago 

ভিন্ন কালার এর ক্লে দিয়ে এটা তৈরি করলে দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।