কাগজের ঝুড়ি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। কিছু দিন হলো কেনো জানি না আমার থাকার রুমটাকে বড়ই এলোমেলো মনে হচ্ছে।তাই সিদ্ধান্ত নিয়েছি রুমটি সুন্দর করে সাজাবার।আগে বাসায় থাকতে প্রায়ই এই কাজ করতাম।এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা-সেটা বানিয়ে সাজিয়ে রাখা!মেসে আসার পর থেকে অবশ্য তেমন কিছু করার সুযোগ পাইনি।কিন্তু আজকে হাতে একটুখানি ফাকা সময় ছিলো,তাই ভাবলাম টুকটাক কিছু বানিয়ে ফেলি চটজলদি। প্রথমেই শুরু করছি কাগজের ঝুরি দিয়ে।

প্রয়োজনীয় উপকরণ

১।একটি করে A-4 সাইজ সাদা ও নীল কাগজ।
২।কাঁচি।
৩।গ্লু।
৪।পেন্সিল কম্পাস।

IMG_20230916_010419.jpg

১ম ধাপ

প্রথমেই নীল কাগজটিকে ১৫×১৫ সে.মি. করে কেটে কোনাকুনি করে ভাজ দেই।

IMG_20230916_010256.jpg

২য় ধাপ

আবার ২য় বার কাগজটিকে কোনাকুনি ভাজ দিই।

IMG_20230916_010223.jpg

৩য় ধাপ

এরপর শেষ আরেকটি ভাজ দিয়ে ত্রিভুজ আকৃতির কাগজটির মাঝ বরাবর একটি অর্ধবৃত্ত আঁকি।

IMG_20230916_010053.jpg

৪র্থ ধাপ

অর্ধবৃত্ত দাগ বরাবর কেটে নিই।

IMG_20230916_005942.jpg

৫ ম ধাপ

ত্রিকোনা কাগজটির সরু অংশ হতে মাঝ বরাবর ভাজ দিই।
IMG_20230916_005918.jpg

৬ষ্ঠধাপ

এবার প্রথম ভাজ খুলে মাঝ বরাবর দাগ পর্যন্ত কাঁচি দিয়ে কেটে নিই।

IMG_20230916_005756.jpg

৭ ম ধাপ

২য় ভাজ খুলে আবার নিচের দাগ পর্যন্ত কেটে নিই।

IMG_20230916_005704.jpg

৮ম ধাপ

এবার পুরো ভাজটি খুলে প্রতিটি পাপড়ির মতো অংশ একটির সাথে আরেকটি গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিলেই তৈরি হয়ে যায় ঝুরির নিচের অংশ।

IMG_20230916_005454.jpg

৯ ম ধাপ

এবার আগে থেকে ১×১৮ সে.মি. করে কেটে রাখা সাদা কাগজটির দুই প্রান্ত ঝুরির নিচের অংশের সাথে জোড়া লাগালে তৈরি হয় এর উপরের রিমটি।

IMG_20230916_005223.jpg

১০ ম ধাপ

সবশেষে একটি সুন্দর কাগজের ফুল রিমের সাথে লাগিয়ে দিলেই শেষ হয় ঝুরি তৈরির প্রক্রিয়াটি।

IMG_20230916_004743.jpg
এইতো আজ এ পর্যন্তই। আরো অনেক কিছুই বানানোর চিন্তা-ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। দেখি কত দূর এগোতে পারি! সেগুলো না হয় অন্য কোনো দিন শেয়ার করবো আপনাদের সাথে।ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি কাগজের ঝুড়ি তৈরি করেছেন আপু। ঝুড়িটি দেখতে খুবই সুন্দর লাগছে। ধাপ গুলো বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু।এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য! 😊

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি চমৎকার একটি ঝুরি বানিয়েছেন অনেক সুন্দর লাগছে দেখতে প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার ভালো লাগা শেয়ারের জন্য! 😊

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুরি তৈরি করেছেন। এই ঝুড়ি তৈরির প্রত্যেকটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জ্বী ভাইয়া,আপনাকেও ধন্যবাদ। আমিও একমত আপনার সাথে, রঙিন কাগজের তৈরি জিনিসপত্র দেখতে সত্যিই ভালো লাগে।

 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি বানিয়েছেন। আপনার এই ঝুড়ি আমার কাছে অনেক ভালো লেগেছে। ঝুড়ির কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু। এগুলো জিনিস আমারও ভীষণ পছন্দ!

 2 years ago (edited)

আপনার টাইটেলে ঝুড়ি বানান ভুল হয়েছে ।

আসলে রঙ্গিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙ্গিন কাগজ দিয়ে জুড়ি তৈরি করেছেন। কাগজের ঝুড়ি দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজের ঝুড়ি তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর ঝুরি তৈরি করে ফেলেছেন আপনি। এই ঝুড়ি তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ এরকম ঝুরি দেখতে পেরে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

 2 years ago 

অল্প পরিমাণে যে ফাঁকা সময় পেয়েছেন সেটাকে ভালোভাবেই ব্যবহার করতে পেরেছেন। এই ফাঁকা সময়টাকে কাজে লাগিয়ে খুবই চমৎকার রঙিন কাগজের ঝুড়ি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন। এটা অনেকটা সত্যিকারের ঝুড়ির মতো হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, একটুখানি চেষ্টা করেছি আরকি!

 2 years ago 

রঙিন কাগজ দিয়েছে কোন জিনিস তৈরি করলে দেখতে বেশ সুন্দর লাগে। নীল রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ও কিউট একটি ঝুড়ি তৈরি করেছেন আপনি। তৈরি করার পদ্ধতি সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।