DIY || "এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ || 🔑🔑 গ্লিটার পেপার দিয়ে চাবির রিং তৈরি 🔑🔑 ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আজকে আপনাদেরকে সুন্দর একটা চাবির রিং তৈরির করে দেখাবো। এই চাবির রিং তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। গ্লিটার পেপার দিয়ে তৈরি করার কারণে দেখতে আরো অনেক সুন্দর দেখাচ্ছিল। তাই আজকে আপনাদেরকে ক্রিসমাস উপলক্ষ্যে সুন্দরী চাবির রিংটা তৈরি করে দেখালাম।আশা করব আমার বানানো গ্লিটার পেপারের দিয়ে বানানো সুন্দর এই চাবির রিং আপনাদের সকলের খুবই পছন্দ হবে।

20211230_093843.png

উপকরণ :

✓ গ্লিটার পেপার
✓ কার্ডবোর্ড
✓ কাঁচি
✓ ব্লেড
✓ পেন্সিল
✓ ঘাম
✓ ছোট পুঁথি
✓ চাবির রিং

IMG_20211227_130122_mfnr.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর কার্ডবোর্ডের উপরে গোল একটা বৃত্ত পেন্সিল দিয়ে এঁকে নিলাম। তারপর বল গোল বৃত্তটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিলাম।

20211229_204010.png

ধাপ ২ :

তারপর গোল কার্ডবোর্ডের বৃত্তটার মাপে গ্লিটার পেপার একটা সুন্দর ভাবে কেটে নিলাম। কার্ডবোর্ডের গোল গ্লিটার পেপার এর মাঝখানে খালি রেখে দিলাম।

IMG_20211227_131808_mfnr.jpg

IMG_20211227_132620_mfnr.jpg

IMG_20211227_133136_mfnr.jpg

ধাপ ৩ :

তারপর একটা সাদা কাগজ নিয়ে নিলাম। তারপর সেই সাদা কাগজের উপরে কলম দিয়ে লাল সুন্দর একটা লাভ রং করে নিলাম।

IMG_20211227_133931_mfnr.jpg

IMG_20211227_133940_mfnr.jpg

ধাপ ৪ :

তারপর সেই কার্ডবোর্ডের ওপরে ঘাম লাগিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ড টাকে লাল রংয়ের লাভের মাঝখানে সুন্দর করে লাগিয়ে নিলাম।

IMG_20211227_134121_mfnr.jpg

IMG_20211227_134137_mfnr.jpg

IMG_20211227_134242_mfnr.jpg

ধাপ ৫ :

তারপর সেই কার্ডবোর্ডের মাঝখানে ছোট ছোট রংবেরঙের ফুল গুলো রেখে দিলাম।

IMG_20211227_134722_mfnr.jpg

ধাপ ৬ :

তারপর পুঁথিগুলো উপরে সাদা একটা গ্লাস প্লাস্টিক লাগিয়ে নিলাম। তারপর সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG_20211227_134937_mfnr.jpg

IMG_20211227_135119_mfnr.jpg

IMG_20211227_135438_mfnr.jpg

ধাপ ৭ :

তারপর সেই গোল গ্লিটার পেপার টা কে গাম দিয়ে কার্ডবোর্ডের উপরের সুন্দর করে লাগিয়ে নিলাম।

IMG_20211227_135505_mfnr.jpg

IMG_20211227_135606_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর লম্বা করে আরও একটা গ্লিটার পেপার কেটে নিলাম। তারপর কার্ডবোর্ডের চারপাশে সুন্দর করে লাগিয়ে নিলাম।

IMG_20211227_141855_mfnr.jpg

IMG_20211227_141951_mfnr.jpg

ধাপ ৯ :

তারপর প্লাস্টিক গ্লাস এর উপরে চিকন একটা চেন সুন্দর করে গাম দিয়ে লাগিয়ে নিলাম। তখন চাবির রিং টা আরো অনেক সুন্দর দেখায়।

IMG_20211227_142456_mfnr.jpg

IMG_20211227_142806_mfnr.jpg

ধাপ ১০ :

তারপর গ্লিটার পেপার এর উপরে চাবির রিং টাকে সুন্দর করে লাগিয়ে নিলাম। তখন অনেক সুন্দর একটা চাবির রিং তৈরি হয়ে যায়।

IMG_20211227_142856_mfnr.jpg

IMG_20211227_142942_mfnr.jpg

IMG_20211227_143349_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে অনেক সুন্দর একটা চাবির রিং তৈরি করে নিলাম। আশাকরি আপনাদের সকলের খুব পছন্দ হবে আমার এই চাবির রিং।

IMG-20211230-WA0005.jpg

IMG-20211230-WA0002.jpg

IMG-20211230-WA0000.jpg

IMG-20211230-WA0003.jpg

চাবির রিং সহ আমার একটি ছবি

IMG-20211230-WA0006.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ওয়াও খুবই সুন্দর একটি চাবির রিং তৈরি করেছেন। দেখতে অনেক অসাধারণ লাগছে। চাবির রিংকটা দেখতে ছোট হলেও খুব সুন্দর ভাবে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন, এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর একটি চাবির রিং তৈরি করেছেন। আমার খুবই পছন্দ হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজেই এটি তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

খুবই দারুন একটা চাবিড় রিং তৈরী করছেন তবে আপু অনেক ধৈর্য্যর পরিচয় দিছেন কাজ দেখেই বুজা গেছে।আপনার এই কাজের গুন আরো বৃদ্ধি পাক এই কামনা করি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার চাবির রিং টি বানানো। খুব সহজে আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা দেখেদেখে যে কেউ খুব সহজে এটি বানাতে পারবে। ধন্যবাদ আপনাকে চাবির রিং বানানো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

বরাবরের মত আরেকটি সুন্দর প্রেজেনটেশন। আপনার তৈরি চাবির রিংটি অনেক সুন্দর হয়েছে। পারলে আমার মোটরসাইকেলের জন্য রিংটি কিনে নিতাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
আপনি চাইলে এরকম সুন্দর একটা চাবির রিং তৈরি করে নিতে পারেন

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি চাবির রিং তৈরি করেছেন গ্লিটার পেপারের মাধ্যমে। আর ধাপগুলো খুবই গুছিয়ে বর্ণনা করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

এত সুন্দর লাগছে চাবির রিং টা , দোকানেও এমন খুঁজে পাওয়া যাবে না হয়তো । খুব খুব খুব পছন্দ হয়েছে। এত যত্ন নিয়ে কাজ করলে ভালো না লেগে উপায় আছে কোন !

শুভেচ্ছা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে

 3 years ago 

গ্লিটার পেপার দিয়ে চাবির রিং তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। চাবির রিং দেখতে খুবই সুন্দর লাগছে। গ্লিটার পেপার দিয়ে চাবির রিং তৈরির দারুন একটি আইডিয়া শিখলাম আজকে। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

|গ্লিটার পেপার দিয়ে আপনি খুব সুন্দর একটি চাবির রিং তৈরি করেছেন ।আমার খুব ভাল লেগেছে আপনার এই চাবির রিং। আপনার প্রতিটি ডাই পোস্ট আমাকে মুগ্ধ করে । আপনি প্রতিটি কাজ অনেক নিখুঁত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন এ বিষয়টি আমার খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রতিনিয়ত এত এত সুন্দর সুন্দর কাজ আমাদের বাজার শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য