DIY (এসো নিজে করি) রঙ্গিন পেপার আর কার্ডবোর্ড এবং পুঁথি দিয়ে কানের দুল তৈরি ১০%@shy-fox
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের কাজ। রঙিন পেপার আর কার্ডবোর্ড দিয়ে সুন্দর একজোড়া কানের ঝুমকো বানিয়ে দেখাবো। এই ঝুমকো গুলো তৈরি করতে অনেক সময় লেগে গেছে। তাই আপনাদের সাথে আমার এই হাতে তৈরি কানের ঝুমকো গুলো ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।
উপকরণ :
• রঙ্গিন পেপার
• কার্ডবোর্ড
• কাঁচি
• জলরং
• তুলি
• পেন্সিল
• রাবার
• পুঁথি
বিবরণ :
ধাপ ১ :
প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে একটা গোল বৃত্ত এঁকে নিলাম। তারপর সেই বৃত্তটার সাথে সমানভাবে আরও একটা বৃত্ত এঁকে নিলাম। এভাবে দুটো বৃত্ত এঁকে নিলাম।
ধাপ ২ :
তারপর কাঁচি দিয়ে সুন্দর ভাবে সেই বৃত্ত গুলোকে কাটতে থাকি। এইভাবে দুটো বৃত্ত সুন্দর ভাবে কেটে নিলাম। একই সমান বৃত্ত দুটো দেখতে অনেক সুন্দর দেখা যায়।
ধাপ ৩ :
তারপর সেই গোল কাট বোর্ডগুলোর পিছনে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই গোল কার্ডবোর্ড গুলোর উপরে কালার পেপার লাগিয়ে নিলাম। তারপর কার্ডবোর্ড দুটোকে কালার পেপারের উপরে বসিয়ে নিলাম।
ধাপ ৪ :
তারপর কালার পেপার গুলোকে কার্ডবোর্ডের সমান কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপর দুটো গোল করে কেটে নেওয়ার পরে। কালার পেপার গুলো কে ছোট ছোট করে কেটে নিলাম। যাতে ঘাম লাগিয়ে পিছনে আটকাতে পারি।
ধাপ ৫ :
তারপর সেই কার্ডবোর্ডের উপরে গাম লাগিয়ে নিলাম। তারপর আর্ট পেপার গুলোকে কার্ডবোর্ডের সাথে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তখন কার্ডবোর্ড গুলো দেখতে কালো মনে হয়। দেখতে অনেক সুন্দর দেখা যায়।
ধাপ ৬ :
তারপর সেই কালো কার্ডবোর্ডের উপরে সুচ দিয়ে একটা ছোট বৃত্ত করে নিলাম। তারপর সেই বৃদ্ধ তার মাঝখানে কানের দুলের মাথাগুলো লাগিয়ে নিলাম। যত ছোট একজোড়া কানের দুল বানাতে পারি।
ধাপ ৭ :
তারপর দুটো কার্ডবোর্ডের সাথে কানের দুলের লরকা টা লাগিয়ে নিলাম। এভাবে কানের দুলের লারকা টা দেখতে অনেক সুন্দর দেখা যায়। এভাবে দুটো লারকা তৈরী করে নিলাম।
ধাপ ৮ :
তারপর কাল গোল কার্ডবোর্ডের উপরে সাদা পোস্টার রং সুন্দর ভাবে আমার বাংলা ব্লগ লিখতে থাকি। এভাবে সাদা রং দিয়ে ধীরে ধীরে সুন্দর করে আমার বাংলা ব্লগ লিখে নিলাম।
ধাপ ৯ :
এভাবে দুটো কানের ঝুমকো মধ্যে সুন্দরভাবে আমার বাংলা ব্লগ লিখে নিলাম। তখন কানের ঝুমকো গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। মনে হয় কানে পড়লে অনেক সুন্দর দেখা যাবে।
ধাপ ১০ :
তারপর কানের ঝুমকো গুলোর নিচের দিকে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের উপরে সাদা পুঁথি বসিয়ে নিলাম। তখন কানের ঝুমকো গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।
শেষ ধাপ :
এইভাবে অনেক সুন্দর একজোড়া কানের ঝুমকা তৈরি করে নিলাম। এই ঝুমকো গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। আশা করি আপনাদের সকলের আমার হাতে তৈরি এই কানের ঝুমকো গুলো খুব ভালো লাগবে।
প্রথমেই বলবো কানের দুলটি খুব দারুণ হয়েছে।বিশেষ করে বসন্ত, নববর্ষ এমন ধরণের উৎসব এ এসব কানের দুল শাড়ির সাথে দারুণ মানাবে।আর বুঝাও যাচ্ছেনা যে কাগজের তৈরি।বৃষ্টি না থাকলে এই কানের দুল জাস্ট অস্থির লাগবে।
ধন্যবাদ আপু
আমি সব সময় চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু তৈরি করে দেখানোর জন্য। তাতে আমার কাজগুলো আপনাদের খুব ভাল লাগে
আপনার পোস্ট টি অনেক সুন্দর হয়েছে। আমি প্রথমে মনে করেছিলাম কার্ডবোর্ড দিয়ে আপনি আমার বাংলা ব্লগ এর লোগো বানিয়েছেন। পরে পোস্টটি পড়ে ও দেখে বুঝলাম এটি কানের দুল।
অনেক ধন্যবাদ ভাইয়া
আমি চেষ্টা করলাম কার্ডবোর্ড দিয়ে নতুন কিছু করার দেখানোর জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল
আমার বাংলা ব্লগের কানের দুল আসলেই বিষয়টা ইন্টারেস্টিং। আপনার নতুন নতুন ধারনার পোস্ট গুলো অনেক সুন্দর লাগে। কানের দুলের নিচে পুঁতি দেওয়ায় সৌন্দর্য বেশি ফুটে উঠেছে। অনেক অনেক ধন্যবাদ আপু 💚
অনেক ধন্যবাদ ভাইয়া
এটা ভেবে খুব ভালো লাগতেছে যে আমার প্রতিটা পোস্ট আপনার কাছে খুব ভালো লাগে
চমৎকার আপু কানের দুল আমার বাংলাব্লগ লিখে বানিয়েছেন এতে বোজা যাচ্ছে কতো খাই ভালোবাসেন আমার বাংলা ব্লগকে ।নতুন নতুন বানানো জিনিসই চায় এই সাইটে ।যাতে কিছু ভিন্ন ধর্মী অবস্থা হয় এই ব্লগে ।সুন্দর ছিলো ধাপ গুলি ।ধন্যবাদ আপনাকে আপু।
সত্যি কথা বলছেন ভাইয়া এই প্লাটফর্মে নতুন কিছু করতে পারলেও নিজের কাছে খুব ভালো লাগে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আমার বাংলা ব্লগিংয়ের প্রতি কতটা ভালোবাসা প্রকাশ করার জন্য আপনি এটি তৈরি করেছেন আসলে সেটি না দেখলে বোঝার মত নয়। অসাধারণ সৃজনশীল চিন্তাধারা প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে আপনার। যেটি সত্যিই অনেক পছন্দের একটি বিষয়।
প্রতিনিয়তঃ সুন্দর সুন্দর সৃজনশীল চিন্তা ধারা গুলোকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ রইল।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
আমি সবসময় চেষ্টা করব আমার বাংলা ব্লকের নতুন কিছু করে দেখাবার জন্য। আর প্রতিনিয়ত এটা চেষ্টা করে যাবো
আপনার পোস্টটি অসাধারণ হয়েছে। শুরুতেই আমি মনে করেছিলাম আপনি আমার বাংলা ব্লগ লেখা টি সুই সুতা দিয়ে তৈরি করেছেন। কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে যখন দেখলাম তখন অবাক হয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে আপনার এই কার্ডবোর্ড পুতি দিয়ে দুল তৈরি।
এত সুন্দর একটি ইভেন্ট তৈরি করে তাদের কাছে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে
আমার বাংলা ব্লগ কমিউনিটির উপর ভালোবাসা থাকলে যা হয় আর কি।সুন্দর চিন্তা ভাবনা করেই কার্নের দুলটি করা হয়েছে যা আমাকে মুগ্ধ করেছে। সৃজনশীল মনোভাব শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। ❤️❤️
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ভাবে আমার পোস্টটা দেখে কমেন্ট করার জন্য
অসাধারণ হয়েছে আপু আপনার কানের দুল গুলো বানানো। আমিতো প্রথমে দেখে ভেবেছি যে এটা আপনি কিনে এনেছেন। পরে লক্ষ্য করে দেখলাম যে না এটা আপনি কার্ড বোর্ড কেটে বানিয়েছেন। পুঁথিগুলো লাগানো আরো বেশি সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ আপু কানের দুল গুলো বানানো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু
আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে
আমি এরকম ভাবে চেষ্টা করে যাবো আপনাদের কি নতুন কিছু দেওয়ার জন্য
ওয়াও আপু, রঙিন কাগজ পুঁথি দিয়ে আপনি অসাধারণ সুন্দর কানের দুল তৈরি করেছেন। আমি আপনার কানের দুল গুলো দেখে একদম অবাক হয়ে গেলাম।আপু, সত্যি কথা বলতে কি আপনি প্রতিটা কাজই খুব দক্ষতার সাথে করে থাকেন আজকেও তার ব্যাতিক্রম হয়নি। খুবই সুন্দর হয়েছে কানের দুল।কানের দুল তৈরি করা প্রতিটি ধাপ আপনি বর্ণনাসহ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
আমি সবসময় চেষ্টা করি আপনাদের সবাইকে নতুন কিছু করে দেখানোর জন্য
আর যতদিন পারব চেষ্টা করে যাবো
ধন্যবাদ আপু
এককথায় অনবদ্য একটি চিন্তা ভাবনা ♥️ আপনার সৃজনশীলতায় আমি মুগ্ধ। আপনার প্রতিটি অংকন এবং হাতের কাজ ভীষণ সুন্দর। আজকের কাজটাও একদম অনন্য হয়েছে। লেগে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে 💜
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
খুবই ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে