ডাই পোস্ট: ক্লে দিয়ে তৈরি করলাম কিউট একজোড়া মৌমাছি
🌿আমি মো: আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
হ্যালো বন্ধুরা.............
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরা ক্লে দিয়ে নানা রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। তাদের তৈরি জিনিস গুলা দেখতে আমার কাছে বেশ দারুন লাগে। তবে আমিও মাঝে মধ্যে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে ক্লে দিয়ে মৌমাছি তৈরি করে শেয়ার করবো। জানি খুব একটা সুন্দর করতে পারি নাই তবে চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার। আশা করি আমার তৈরি করা মৌমাছির ডাই পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে । চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
ক্লে |
কালো কলম |
নারিকেলর শলা |
প্রথমে আমি হলুদ রঙের ক্লে দিয়ে চারটি গোলাকার বল তৈরি করে নিয়েছি। এরপর দুইটি বল হাতের সাহায্যে একটু লম্বা করে তৈরি করে নিয়েছি।
এবার আমি চারটি অংশ কালো ক্লে হাতের দ্বারা লম্বা ও পাতলা করে বেলে নিয়েছি।
কালো ক্লে দিয়ে বেলে নেওয়া পাতলা জিনিস গুলা আগের তৈরি করে রাখা মৌমাছির দেহের ওপরে লাগিয়ে দিয়েছি। যেমনটা আপনারা ছবিতে দেখতে পারছেন।
এরপর লাল রঙের ক্লে দিয়ে দুইটি ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর সেগুলা মৌমাছির মাথার সাথে লাগিয়ে দিয়েছি। এটা দ্বারা মাছের মুখ তৈরি করা হলো। এরপর একটি কালো কলম মুখের উপর দুটি চোখ আঁকিয়ে নিয়েছি।
এবার আমি গোলাপি রঙের ক্লে দিয়ে প্রথমে চারটি গোল বল তৈরি করেছি৷ এরপর হাতের আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে সেগুলোকে ডানার মতো করে তৈরি করে নিয়েছি।
তৈরি করে নেওয়া চারটি ডানা দুটি দুটি করে মৌমাছির দেহের সাথে লাগিয়ে দিয়েছি। ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন।
এবার দুইটি দুইটি করে চারটি নারিকেলের শলা একই মাপে কেটে নিয়েছি। লাল রঙের ক্লে দিয়ে দুইটি দুইটি করে চারটি ছোট ছোট গোল বল তৈরি করেছি।
এবার শলা গুলা মৌমাছি মাথা ঠিক মাঝখান বরাবর ঢুকিয়ে দিয়েছি। এরপর ক্লে দিয়ে তৈরি করা লাল বল গুলো সেই কাঠির মাথায় ঢুকিয়ে দিয়েছি।
আর এভাবেই আমি ক্লে দিয়ে কিউট একজোড়া মৌমাছি তৈরি করেছি।
পোস্টের ধরন | ডাই পোস্ট |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
ধন্যবাদ
আপনি তো দেখছি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আর ক্লে ব্যবহার করে অনেক কিউট দেখতে একজোড়া মৌমাছি তৈরি করেছেন। আপনার তৈরি করা মৌমাছি গুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। বাহিরের প্রকৃতির মাঝে রেখে এই মৌমাছি গুলোর ছবি তোলা হলে দেখতে একেবারে বাস্তবিক মনে হবে। ভালো লাগলো আপনার তৈরি করা মৌমাছি দেখতে।
খুব সুন্দর একজোড়া মৌমাছি তৈরি করে আমাদের দেখিয়েছেন আপনি। আপনার এত সুন্দর দক্ষতার প্রশংসা করা প্রয়োজন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনার সুন্দর এ দক্ষতা সম্পন্ন একটি ডাই পোস্ট তৈরি করতে দেখে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার তৈরি করা মৌমাছি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভালো থাকবেন।
বাহ ভাই আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ক্লে দিয়ে কিউট এক জোড়া মৌমাছি তৈরি করেছেন। আপনার এক জোড়া মৌমাছি দেখতে খুব সুন্দর লাগছে। এতো অসাধারণ ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার তৈরি করা এক জোড়া মৌমাছি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। অনেক অনেক শুকরিয়া ভাই ভালো থাকবেন।
ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আসলে ভাইয়া আপনার প্রজাপতি দুটি চমৎকার হয়েছে। কালার টা দারুন হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপনাকে।
আপনার মত আমারও ক্লে দিয়ে তৈরি করা জিনিস অনেক ভালো লাগে। শুকরিয়া আপু অনেক সুন্দর করে আমার পোস্টে প্রশংসনীয় মতামত শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া এই ব্লগে সবাই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ক্লে দিয়ে। তা দেখে আপনিও আজকে চমৎকার মৌমাছির জোড়া তৈরি করেছেন খুবই কিউট লাগছে দেখতে। কালার কম্বিনেশন পারফেক্টভাবে দিতে পেরেছেন যার কারণে এত ভালো লাগছে দেখতে।
আপনার প্রশংসনীয় মতামত পড়ে নিজের কাছে অনেক ভালো লাগছে আপু। ভালো কিছু করতে পেরেছি জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু
ক্লে দিয়ে তৈরি করলাম কিউট একজোড়া মৌমাছি তৈরি করার সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার হাতের কাজ দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক দক্ষতার সাথে এই জিনিসটা তৈরি করেছেন।
আমার তৈরি করা মৌমাছি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশংসনীয় মতামত শেয়ার করার জন্য।
এত কিউট দেখতে একজোড়া মৌমাছি তৈরি করে নিলেন ক্লে ব্যবহার করে, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। মৌমাছিগুলো যেভাবে ডানা মেলে রয়েছে, দেখে তো মনে হচ্ছে এখনই উড়ে চলে যাবে কোনো ফুলের উপর। আপনার হাতের এই নিখুঁত কাজটা ছিল খুবই সুন্দর। দেখতেও খুব ভালো লাগছিল।
আপনার আইডিয়া কিন্তু অসাধারণ। আপনি ক্লে দিয়ে খুব চমৎকারভাবে একজোড়া মৌমাছি তৈরি করেছেন। আপনার মৌমাছি গুলো দেখতে বাস্তবে মৌমাছির মত মনে হচ্ছে। আর ক্লে দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে একজোড়া মৌমাছি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে খুব সুন্দর এবং কিউট মৌমাছি তৈরি করেছেন। মৌমাছি জোড়াকে সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। ক্লে দিয়ে যেখানে তৈরি করলে খুবই চমৎকার লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
সত্যি অনেক কিউট হয়েছে আপনার ক্নে দিয়ে বানানো মৌমাছি দুটো।জ্যান্ত মৌমাছি মনে হচ্ছে। ধাপে ধাপে মৌমাছি বানানো পদ্ধতি চমৎকার করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মৌমাছি দুটো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনাদের মাঝে সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে পারি এটাই আমার সার্থকতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।