ডাই পোস্ট: ডিমের খোলা, রঙ ও ক্লে দিয়ে বেগুন তৈরি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করে প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন কিছু শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ডিমের খোলা দিয়ে কিভাবে বেগুন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। ক্লে দিয়ে দারুন দারুন জিনিস তৈরি করা সম্ভব যদি একটু চিন্তা ভাবনা করা যায় তাহলে নানা রকম আইডিয়া মাথায় চলে আসে। আমার মাথায় এই জিনিসটা এসেছিলো যার কারনে আমি এটাই তৈরি করেছি। তাহলে চলুন শেয়ার করে ফেলি কিভাবে আমি ডিমের খোলা দিয়ে বেগুন তৈরি করলাম।
প্রয়োজনীয় উপকরণ |
---|
ডিমের খোলা |
রঙ |
তুলি |
ক্লে |
আটা |
প্রথমে আমি ডিমের খোলা দুইটি সবুজ রঙ দিয়ে সুন্দর করে বেগুনের আকারে রঙ করে নিয়েছি।
এবার আমি সবুজ রঙের দুই টুকরো ক্লে নিয়ে গোল করে নিয়েছি। এরপর গোল করে নেওয়া ক্লের টুকরো দুটোকে হাত দিয়ে চেপে চেপে রুটির মত আকার করে নিয়েছি।
এবার আমি ডিমের ভাঙা অংশটুকু ক্লে দিয়ে মুখ মেরে দিয়েছি। যেমনটা ছবিতে আপনারা দেখতে পারছেন।
এবার আমি আরও একটু ক্লে দিয়ে দুইটি লম্বা বোটার মতো করে তৈরি করে নিয়েছি।
এনার আমি ডিমের যে অংশের ক্লে লাগিয়েছিলাম ঠিক সেই অংশের মাঝ বরাবর বোটার ন্যায় তৈরি করা টুকরোটি লাগিয়ে নিয়েছি।
আর এভাবেই আমি ডিমের খোলা,রঙ আর ক্লে দিলে বেগুন তৈরি করেছি।
পোস্টের ধরন | ডাই পোস্ট |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
ডিমের খোসা ও ক্লে দিয়ে খুবই চমৎকার ভাবে বেগুন তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা ডাই টি দেখতে সত্যি কারের বেগুনের মতো লাগছে।দেখে বোঝা যাচ্ছে না এটি তৈরি করা কোন জিনিস।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি যে সত্যিকারের বেগুনের মত করে তৈরি করতে পেরেছি বিষয়টা জেনে অনেক ভাল লাগলো। আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করছে। ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডিমের খোলায় বেগুন! আমি ডিমের খোলাকে অনেক রকম ভাবে সাজিয়েছি৷ কিন্তু বেগুনের কথা ভাবিইনি৷ দারুণ হয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত ভাবে অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য ।
প্রথমে আমি একদম বাস্তব বেগুন ভেবেছিলাম।বেশ দারুন হয়েছে আপনার করা ক্লে দিয়ে এই ডাই প্রজেক্ট টা। ধন্যবাদ প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথম ছবিটা দেখে মনে হচ্ছিল সত্যিকারের বেগুন। আপনি খুব সুন্দর ভাবে ডিমের খোসা দিয়ে বেগুন তৈরি করেছেন। ভালো লাগলো আপনার তৈরি এই দুটি বেগুন দেখে। ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু প্রশংসা মুখরিত মতামত আমার পোস্ট শেয়ার করার জন্য। আমার পোস্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা কথা খুঁজে পাই।
ডিমের খোসা রং আর ক্লে দিয়ে খুব সুন্দর বেগুন তৈরি করেছেন । আমি তো হঠাৎ করে দেখে সত্যিকারে বেগুন মনে করেছিলাম । আর ডিমের খোসার উপরে কোন কিছু করতে গেলে অনেক সাবধানে করতে হয় । আপনি সেই কাজটা খুব নিখুঁতভাবে করেছেন ভালই লাগলো ।
সত্যিকারের বেগুন মনে করে যে ভেজে খেয়ে ফেলেন নি তাও ভালো। 😁 আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর করে প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন
ভাইয়া আমি তো আপনার বেগুন দুটো দেখে মনে করলাম বাস্তবে কোন বেগুনের ফটোগ্রাফি হবে। আপনি দেখতেছি ডিমের খোলা এবং ক্লে দিয়ে চমৎকার বেগুন বানিয়েছেন। তবে রং করার কারণে বেগুনগুলো বাস্তবে বেগুনের মত মনে হচ্ছে। এবং এই বেগুনগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালই লাগবে। চমৎকারভাবে বেগুন বানিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর করে প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।
কি দারুণ বানিয়েছেন ভাইয়া ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো ডিমের খোসা ও ক্লে দিয়ে বেগুন। একদমই মনে হচ্ছে অরিজিনাল বেগুন। হঠাৎ দেখে কোন ভাবেই বোঝার উপায় নাই যে এগুলো বেগুন নয়।ডিমের খোসা রং করে ক্লে দিয়ে বেগুন তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এর সুন্দর মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
প্রথমে দেখে সত্যি সত্যি বেগুন ভেবেছিলাম ভাইয়া। দেখতে একেবারে সত্যিকারের বেগুনের মতোই লাগছে। আপনি কিন্তু দারুন বুদ্ধি কাজে লাগিয়েছেন। সত্যি ভাইয়া আপনার হাতের কাজ দেখে অনেক ভালো লেগেছে। একেবারে নতুন কিছু দেখতাম।
জানি না আপু আমি এতটা প্রশংসা পাওয়ার যোগ্য কি না। তবে আপনার মতামত পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এই ধরনের মন্তব্য গুলা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।