ডাই পোস্ট: ডিমের খোলা, রঙ ও ক্লে দিয়ে বেগুন তৈরি।

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২৪ আগষ্ট ২০২৪ ইং: রোজ শনিবার ।

বাংলায় ১০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।

আরবি ১৯ সফর ১৪৪৫ হি:।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করে প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন কিছু শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ডিমের খোলা দিয়ে কিভাবে বেগুন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। ক্লে দিয়ে দারুন দারুন জিনিস তৈরি করা সম্ভব যদি একটু চিন্তা ভাবনা করা যায় তাহলে নানা রকম আইডিয়া মাথায় চলে আসে। আমার মাথায় এই জিনিসটা এসেছিলো যার কারনে আমি এটাই তৈরি করেছি। তাহলে চলুন শেয়ার করে ফেলি কিভাবে আমি ডিমের খোলা দিয়ে বেগুন তৈরি করলাম।


ফাইনাল লুক

1000002787.jpg

1000002782.jpg

1000002779.jpg

প্রয়োজনীয় উপকরণ
ডিমের খোলা
রঙ
তুলি
ক্লে
আটা


1000002763.jpg

প্রথম ধাপ

1000002766.jpg

1000002768.jpg

প্রথমে আমি ডিমের খোলা দুইটি সবুজ রঙ দিয়ে সুন্দর করে বেগুনের আকারে রঙ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

1000002769.jpg

1000002772.jpg

এবার আমি সবুজ রঙের দুই টুকরো ক্লে নিয়ে গোল করে নিয়েছি। এরপর গোল করে নেওয়া ক্লের টুকরো দুটোকে হাত দিয়ে চেপে চেপে রুটির মত আকার করে নিয়েছি।

তৃতীয় ধাপ

1000002775.jpg

এবার আমি ডিমের ভাঙা অংশটুকু ক্লে দিয়ে মুখ মেরে দিয়েছি। যেমনটা ছবিতে আপনারা দেখতে পারছেন।

চতুর্থ ধাপ

1000002771.jpg

এবার আমি আরও একটু ক্লে দিয়ে দুইটি লম্বা বোটার মতো করে তৈরি করে নিয়েছি।

পঞ্চম ধাপ

1000002778.jpg

এনার আমি ডিমের যে অংশের ক্লে লাগিয়েছিলাম ঠিক সেই অংশের মাঝ বরাবর বোটার ন্যায় তৈরি করা টুকরোটি লাগিয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

1000002786.jpg

1000002780.jpg

আর এভাবেই আমি ডিমের খোলা,রঙ আর ক্লে দিলে বেগুন তৈরি করেছি।


পোস্টের ধরনডাই পোস্ট
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

Sort:  
 8 months ago 

ডিমের খোসা ও ক্লে দিয়ে খুবই চমৎকার ভাবে বেগুন তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা ডাই টি দেখতে সত্যি কারের বেগুনের মতো লাগছে।দেখে বোঝা যাচ্ছে না এটি তৈরি করা কোন জিনিস।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

আমি যে সত্যিকারের বেগুনের মত করে তৈরি করতে পেরেছি বিষয়টা জেনে অনেক ভাল লাগলো। আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করছে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

ডিমের খোলায় বেগুন! আমি ডিমের খোলাকে অনেক রকম ভাবে সাজিয়েছি৷ কিন্তু বেগুনের কথা ভাবিইনি৷ দারুণ হয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে৷

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত ভাবে অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য ।

 8 months ago 

প্রথমে আমি একদম বাস্তব বেগুন ভেবেছিলাম।বেশ দারুন হয়েছে আপনার করা ক্লে দিয়ে এই ডাই প্রজেক্ট টা। ধন্যবাদ প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

প্রথম ছবিটা দেখে মনে হচ্ছিল সত্যিকারের বেগুন। আপনি খুব সুন্দর ভাবে ডিমের খোসা দিয়ে বেগুন তৈরি করেছেন। ভালো লাগলো আপনার তৈরি এই দুটি বেগুন দেখে। ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু প্রশংসা মুখরিত মতামত আমার পোস্ট শেয়ার করার জন্য। আমার পোস্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা কথা খুঁজে পাই।

 8 months ago 

ডিমের খোসা রং আর ক্লে দিয়ে খুব সুন্দর বেগুন তৈরি করেছেন । আমি তো হঠাৎ করে দেখে সত্যিকারে বেগুন মনে করেছিলাম । আর ডিমের খোসার উপরে কোন কিছু করতে গেলে অনেক সাবধানে করতে হয় । আপনি সেই কাজটা খুব নিখুঁতভাবে করেছেন ভালই লাগলো ।

 8 months ago 

সত্যিকারের বেগুন মনে করে যে ভেজে খেয়ে ফেলেন নি তাও ভালো। 😁 আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর করে প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন

 8 months ago 

ভাইয়া আমি তো আপনার বেগুন দুটো দেখে মনে করলাম বাস্তবে কোন বেগুনের ফটোগ্রাফি হবে। আপনি দেখতেছি ডিমের খোলা এবং ক্লে দিয়ে চমৎকার বেগুন বানিয়েছেন। তবে রং করার কারণে বেগুনগুলো বাস্তবে বেগুনের মত মনে হচ্ছে। এবং এই বেগুনগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালই লাগবে। চমৎকারভাবে বেগুন বানিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর করে প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।

 8 months ago 

কি দারুণ বানিয়েছেন ভাইয়া ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো ডিমের খোসা ও ক্লে দিয়ে বেগুন। একদমই মনে হচ্ছে অরিজিনাল বেগুন। হঠাৎ দেখে কোন ভাবেই বোঝার উপায় নাই যে এগুলো বেগুন নয়।ডিমের খোসা রং করে ক্লে দিয়ে বেগুন তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এর সুন্দর মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

প্রথমে দেখে সত্যি সত্যি বেগুন ভেবেছিলাম ভাইয়া। দেখতে একেবারে সত্যিকারের বেগুনের মতোই লাগছে। আপনি কিন্তু দারুন বুদ্ধি কাজে লাগিয়েছেন। সত্যি ভাইয়া আপনার হাতের কাজ দেখে অনেক ভালো লেগেছে। একেবারে নতুন কিছু দেখতাম।

 7 months ago 

জানি না আপু আমি এতটা প্রশংসা পাওয়ার যোগ্য কি না। তবে আপনার মতামত পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এই ধরনের মন্তব্য গুলা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।