রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি মাছের অরিগামি তৈরি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি মাছের অরিগামি তৈরি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে কাগজের তৈরি ওয়ালমেট এবং অরিগ্যামি খুবই দুর্দান্ত হয়ে থাকে। কাগজ দিয়ে তৈরি করা বিভিন্ন রকম ফুল দেখতে বেশ সুন্দর দেখায়। কাগজ দিয়ে ওয়ালমেট এবং অরিগ্যামি সুন্দর ভাবে তৈরি করতে পারলে সবাই নজর কাড়ে।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১ - রঙ্গিন কাগজ
২ - গাম
৩ - কাঁচি ইত্যাদি।
আমি যেভাবে তৈরি করেছি তার বিবরণ :-
↘️ধাপ :- ১↙️
- প্রথমে একটি গোলাপি রঙ্গিন কাগজ নিলাম। কাগজটি কোণাকুণি ভাঁজ করে নিলাম। তারপর কাগজের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নিলাম।
↘️ধাপ :- ২↙️
- এখন আমি কাগজের দুই পাশে কোণাকুণি ভাঁজ করে নিলাম।
↘️ধাপ :- ৩↙️
- এই ধাপে আমি কাগজ দুই পাশে কোণাকুণি ভাঁজ করে নেওয়া পর ভাঁজ অনুযায়ী মাঝখানে চিকন চিকন করে কাঁচি দিয়ে কেটে নিলাম।
↘️ধাপ :- ৪↙️
- এখন আমি মাছ তৈরি করার জন্য কাগজের নিচে অংশ গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
↘️ধাপ :- ৫↙️
- এই পর্যায়ে আমি মাছের মুখ তৈরি করার জন্য একটি কাগজ গোল করে কেটে নিলাম। তারপর কাগজটি মাছের ভিতরের নিচের অংশে গাম দিয়ে লাগিয়ে নিলাম।
↘️ধাপ :- ৬↙️
- এই পর্যায়ে আমি একটি রঙিন কাগজ কেটে মাছের দুই পাশে পাখনা গাম দিয়ে লাগিয়ে নিলাম।
↘️ধাপ :- ৭ ↙️
- এখন আমি কাগজ কেটে মাছের লেজ তৈরি করে নিলাম।
↘️সর্বশেষ ধাপ :- ↙️
- পরিশেষে আমি মাছের চোখ দুটি গাম দিয়ে লাগিয়ে দিলাম।
আশা করি আমার কাঙ্খিত রঙ্গিন কাগজ দিয়ে মাছ তৈরি সম্পূর্ণ হয়েছে। এই ভাবে আমি মাছ টি তৈরি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।
আমি কিছু আলোকচিত্র করে নিলাম।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | ডাই |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কাগজ দিয়ে তৈরি ডাই পোস্ট আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1924884417836941474?t=GXdZkTEzwhJS3gZC7powxg&s=19
https://x.com/MdAgim17/status/1924839772390097409?t=AkWp4_VMoECmStFjoovHxg&s=19
রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি মাছের অরিগামি তৈরি করেছেন।দারুণ সৃষ্টি! মাছটা দেখতে সত্যিই সুন্দর হয়েছে।অসাধারণ কাজ! মাছের রংটা খুবই আকর্ষণীয়।বাহ! আপনার অরিগামি মাছটা দেখে মন ভালো হয়ে গেল। এই ধরনের সৃজনশীল কাজগুলো দেখতে দারুণ লাগে।
ধন্যবাদ আপনাকে ভাই, ডাই পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/MdAgim17/status/1924883538480169123?t=So55tZLbWEpjSnSKAghXQw&s=19
https://x.com/MdAgim17/status/1924884796221882448?t=rQTNr7S7T5C9me0c-vcbrw&s=19
https://x.com/MdAgim17/status/1924885079043801465?t=jEpkLafHT5nFp2EjUAQAhw&s=19
https://x.com/MdAgim17/status/1924885455662887375?t=ojAe0DBqeonsco7wZAwXLQ&s=19