DIY"এসো নিজে করি" রঙিন কাগজ দিয়ে রেকের অরিগামি ||১০% বেনিফিসিয়ারি shy-fox ও ৫% বেনিফিসিয়ারি abb-school

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই?নিশ্চয় ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।

PhotoEditorPro_1654444093724.jpg

বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।ডাই পোস্টগুলি করতে আমার কাছে খুবই ভালো লাগে ।একটু সময় বেশি লাগে আরকি। তাই মাঝে মাঝেই ডাই পোস্টগুলো নিয়ে হাজির হয়ে যাই। আজও তেমনি রঙিন কাগজ কেটে একটি রেক তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে আমার রঙিন কাগজের রেকটি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়া একটি রেক তৈরি।

🥣 প্রয়োজনীয় উপকরণ🥣

PhotoEditorPro_1654429771964.jpg
১|রঙিন কাগজ
২|কাঁচি
৩| আঠা
৪| টেপ

🥣প্রস্তত প্রাণালি 🥣

🥣ধাপ-১🥣

20220605_170704.jpg

প্রথমে আমি হলুদ ও লাল কাগজ কেটে নিয়েছি।

🥣ধাপ-২ 🥣

PhotoEditorPro_1654429817583.jpg

এখন কাগজ গুলো মাঝ খান বরাবর দুবার ভাজ করে নিয়েছি।

🥣ধাপ-৩ 🥣

PhotoEditorPro_1654429959238.jpg

এখন আগের ভাজ খুলে চিএের মতো ভাজ করে নিয়েছি।

🥣ধাপ-৪ 🥣

PhotoEditorPro_1654430004652.jpg

এখন এক পাশ ভাজ খুলে চিএের মতো লম্বা করে ভাজ দিয়ে নিয়েছি।

🥣ধাপ-৫🥣

PhotoEditorPro_1654430072781.jpg

দুপাশ এভাবে ভেঙে রেক বানিয়ে নেব।

🥣ধাপ-৬🥣

PhotoEditorPro_1654430114958.jpg

এভাবে আমি সব রেকের ঝুড়ি তৈরি করে নিয়েছি।

🥣ধাপ-৭🥣

PhotoEditorPro_1654430353558.jpg

এখন আমি নীল ও লাল কাগজ চিএের মতো করে আাঠা লাগিয়ে রেকের ডাটি বানিয়ে নিয়েছি। ডাটি গুলো মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

🥣ধাপ-৮🥣

20220605_174708.jpg

এখন আমি ডাটি গুলো টেপ দিয়ে ঝুড়ির সাথে লাগিয়ে দিয়েছি ও পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছি।

🥣শেষ ধাপ🥣

PhotoEditorPro_1654430408988.jpg

আর এভাবেই শেষ করলাম আমার রঙিন কাগজের তৈরি একটি রেকের অরিগামি।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন,সুস্হ্য থাকুন,আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

পোষ্টেরবিবরণ
শ্রেণিডাই
ডিভাইসLGK30
ফটোগ্রাফার@parul19
লোকেশনফরিদপুর

আমার পরিচয়ঃ

আমি পারুল। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি ফরিদপুরে বসবাস করি। আমার দুটি মেয়ে আছে। আমি বাংলায় লিখতে ও পড়তে ভালোবাসি। এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে আমি নিজেকে ধন্যমনে করি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি দারুন একটি রেকের অরিগম বানিয়েছেন খুবই সুন্দর লাগছে দেখতে এবং গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

আমার কাছে ভীষণ ভালো লাগলো রঙ্গিন কাগজ ব্যবহার করে রেকের অরিগামি। এটা দারুন ছিল। দুর্দান্ত ভাবে সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

দারুন চমৎকার রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি রেক তৈরি করে ফেলেছেন। এটি অনায়াসেই পড়ার টেবিলের একপাশে রেখে দেয়া যায় যা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

বাহ আপু আপনার দক্ষতা তো দেখছি অনেক ভালো। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে একটি রেক তৈরি করে ফেললেন ।আমি প্রথমে উপরের ছবিটি দেখে বুঝতে পারিনি এটা রঙিন কাগজে তৈরি করার। অনেক সুন্দর ও নিখুঁত ভাবে তৈরি করেছেন আপনি ধন্যবাদ।

 3 years ago 

আপু মনি আপনি তো বেশ চমৎকার একটি প্রজেক্ট তৈরি করেছেন, আপনি রঙিন কাগজ দিয়ে রেকের অরিগামি আমার খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর করে আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এতো সুন্দর আর্থিক শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু মনি।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে একটি রেক এর অরিগামি তৈরি করেছেন আপনি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল আপু। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে কত কিছুনা তৈরি করা যায়। আমিও আগে অনেক কিছু তৈরি করতাম, এগুলোতে ধৈর্য এবং পরিশ্রম দুটি লাগে। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর রেক তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে রেকের অরিগামি করেছেন অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস দেখতে অসাধারণ লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে রেকের অরিগামি দেখতে বেশ দারুন লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইল আপনার জন্য