আকাশের ক্যানভাসে তুলোর মতো মেঘেদের ভেলা 📸

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

1000091425.jpg

আমার অনেক দিনের পুরোনো অভ্যাস, সকালে ঘুম থেকে উঠেই জানালার পর্দাটা সরিয়ে বাইরের আকাশটাকে এক ঝলক দেখে নেওয়া। এই অভ্যাসটা যেন আরও বেশি করে জেগে ওঠে যখন আমি আমার সিরাজগঞ্জের বাসায় থাকি। শহরের কোলাহলের মাজেই, এখানের পরিবেশটা বেশ শান্ত আর স্নিগ্ধ। বাসার জানালা দিয়ে তাকালেই চোখে পড়ে দিগন্ত বিস্তৃত সবুজ প্রকৃতি আর তার উপরে থাকা সুবিশাল আকাশ। এই দুটো জিনিসের মেলবন্ধন আমার মনে যে কী পরিমাণ শান্তি এনে দেয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিদিনের এই আকাশ দেখার অভ্যাসটা আমার কাছে এক ধরনের ধ্যানের মতো, যা আমাকে দিনের শুরুর শক্তি জোগান দেয়।তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আকাশের ক্যানভাসে তুলোর মতো মেঘেদের ভেলা দারুন কিছু ফটোগ্রাফি, যা আমার বাসার ছাদ থেকে তুলেছি।আশা করছি আপনারা সবাই মিলে ফটোগ্রাফি গুলো উপভোগ করবেন।

20250725_122509.jpg

20250725_122503.jpg

অন্যান্য দিনের মতোই সেদিনও ঘুম ভাঙার পর আলতো পায়ে এগিয়ে গেলাম জানালার দিকে। পর্দাটা সরাতেই এক অসাধারণ দৃশ্যে আমার চোখ আটকে গেল। বাইরে তখন ঝলমলে রোদ, আর পুরো আকাশটা যেন এক নীল রঙের ক্যানভাসে পরিণত হয়েছে। সেই নীল ক্যানভাসের বুকে কেউ যেন যত্ন করে সাদা তুলোর বড় বড় স্তূপ সাজিয়ে রেখেছে। মেঘগুলো এত সাদা আর এত তুলতুলে দেখাচ্ছিল যে, মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। ছোট-বড় নানা আকারের মেঘেরা দল বেঁধে ভেসে বেড়াচ্ছিল। তাদের কোনো তাড়া নেই, নেই কোনো গন্তব্যের চিন্তা। কেবলই ভেসে চলা, বাতাসের তালে তালে নিজেদের আকার পরিবর্তন করা। এই অনন্য সুন্দর দৃশ্য দেখে আমি আর এক মুহূর্তও ঘরের ভেতর থাকতে পারলাম না। মনে হলো, এই সৌন্দর্যকে এত কাছ থেকে উপভোগ করলে চলবে না, একে আরও কাছ থেকে, আরও মন ভরে অনুভব করতে হবে।

20250725_122428.jpg

সেই ভাবনা থেকেই এক দৌড়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে পা রাখার সাথে সাথেই মনে হলো, আমি যেন এক অন্য জগতে প্রবেশ করেছি। আমার মাথার উপরে তখন কোনো ছাদ নেই, আছে কেবল বিশাল, উদার এক আকাশ। চারদিকে যত দূর চোখ যায়, কেবল মেঘ আর মেঘ। তুলোর মতো সেই সাদা মেঘগুলো আমার এত কাছে চলে এসেছিল যে, মনে হচ্ছিল একটু হাত বাড়ালেই বুঝি ছুঁয়ে ফেলতে পারব। বাতাসের মৃদু ছোঁয়ায় মেঘগুলো ধীরে ধীরে সরে যাচ্ছিল, আর তাদের ফাঁক দিয়ে বেরিয়ে আসা উজ্জ্বল নীল আকাশ দৃশ্যটাকে আরও বেশি মায়াবী করে তুলেছিল। আমার কাছে আকাশের সৌন্দর্য উপভোগ করাটা একটা নেশার মতো। যখনই আমি এমন মেঘে ঢাকা সুন্দর আকাশ দেখি, আমার ভেতরের সব অস্থিরতা, সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে যায়। মনে এক অনাবিল প্রশান্তি এসে ভর করে।

20250725_122431.jpg

ছাদের কিনারে দাঁড়িয়ে আমি চারপাশের দৃশ্য দেখছিলাম। নিচে সারি সারি গাছপালা, সবুজ পাতার সমারোহ। তার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দালানকোঠা। আর এই সবকিছুর উপরে ছাতা হয়ে ছিল ওই মেঘেদের রাজ্য। ওই মুহূর্তে আমার নিজেকে পৃথিবীর একজন সুখী মানুষ বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল, আমি কোনো বাসার ছাদে দাঁড়িয়ে নেই, বরং দাঁড়িয়ে আছি কোনো এক উঁচু পাহাড়ের চূড়ায়। যেখান থেকে পুরো পৃথিবীটাকে দেখা যায়, আর আকাশটাকে মনে হয় একেবারে নিজের। মেঘগুলো এত জীবন্ত ছিল যে, তাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি নানা রকম আকৃতি কল্পনা করছিলাম। কোনোটা দেখতে বিশাল এক হাতির মতো, কোনোটা আবার দৌড়ে পালানো খরগোশের মতো, আবার কোনোটা যেন এক ঘুমন্ত দৈত্য। এই মেঘেদের খেলা দেখতে দেখতে কত সময় যে পার হয়ে গেল, তার কোনো হিসাবই ছিল না।

20250725_122435.jpg

আমাদের যান্ত্রিক জীবনে আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি। সাফল্য, অর্থ আর খ্যাতির পেছনে ছুটতে ছুটতে আমরা প্রকৃতির এই ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতেই ভুলে যাই। অথচ প্রকৃতি তার অপার সৌন্দর্য নিয়ে সবসময় আমাদের চারপাশে অপেক্ষা করে থাকে। আমাদের শুধু একটু সময় বের করে তার দিকে তাকানোর অপেক্ষা। সেদিনের ওই সকালটা আমাকে আরও একবার মনে করিয়ে দিল যে, জীবনের আসল সুখ আর প্রশান্তি এই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। এর জন্য কোনো টাকা খরচ করতে হয় না, প্রয়োজন হয় শুধু সুন্দর একটি মনের, যা প্রকৃতির এই সৌন্দর্যকে অনুভব করতে পারে।

20250725_122459.jpg

অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকার পর আমি নিচে নেমে এলাম, কিন্তু আমার মনটা ওই আকাশেই পড়ে রইল। সারাদিন আমার চোখের সামনে সেই তুলোর মতো মেঘগুলো ভাসতে থাকল। এই স্মৃতিটা আমার মনের গভীরে এমনভাবে গেঁথে গেছে যে,এখনো যখন আমি চোখ বন্ধ করি, তখন ওই দিনের আকাশটাকেই দেখতে পাই। প্রকৃতির এই অসাধারণ উপহার আমার জীবনের অন্যতম সেরা একটি সকাল হয়ে থাকবে। যে সকালে আমি মাটির পৃথিবীতে দাঁড়িয়েও মেঘেদের সঙ্গে ভেসে বেড়ানোর সুখ অনুভব করেছিলাম।যাইহোক আজ আর কথা বাড়াবো না,আশা করছি আপনারাও এক মুহূর্তের জন্য মেঘেদের রাজ্যে চলে গিয়েছিলেন।


প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Samsung A33 (5G)

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"আকাশের ক্যানভাসে তুলোর মতো মেঘেদের ভেলা"
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Posted using SteemX

Sort:  
 2 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg