বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।।
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
প্রিয় বন্ধুরা গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কলেজের আন্ত বিভাগ ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এর কর্মশালার বিভিন্ন কথা। হ্যাঁ গতকালকে আমাদের কলেজে বিতর্ক পরিষদ থেকে একটি কর্মশালা ডাকা হয়েছিল যেখানে বিতর্কের প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের কলেজের শীর্ষস্থানীয় বিতর্কিকরা। প্রত্যেকের কথাগুলোই সুন্দর এবং সমীচীন ছিল। সেই সাথে আমাদের প্রতিযোগিতাটি কোন ধরনের প্রতিযোগিতা হতে যাচ্ছে সেই বিষয়েও জানিয়েছিল আমাদের। আমাদের বিতর্ক প্রতিযোগিতা ছিল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। সেই সাথে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার প্রত্যেকটি বিষয়কে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট এর স্টুডেন্টদের বুঝিয়ে দিচ্ছিলেন তারা। আমি যেহেতু আগেও সংসদীয় বিতর্কে অংশ নিয়েছিলাম সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা বিষয়কে বুঝতে তেমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি।
বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন সেগমেন্ট রয়েছে তার মধ্যে সনাতনী বিতর্ক প্রতিযোগিতা মোটামুটি সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করা যায় কিন্তু তুলনামূলকভাবে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা একটু কঠিন হয়। কেননা এখানে বিভিন্ন যুক্তি এবং উক্তি দিয়ে যুক্তিখন্ডন এবং নিজের উক্তি দিয়ে নিজের কথাগুলোকে সরকার দলীয় বক্তাদের বিরুদ্ধে স্থাপন করা। সেই সাথে কেন আমার বিরোধীদল সরকার দলের বিপক্ষে জিতবে সেই বিষয়গুলোর প্রতিও আলোকপাত করা। সেই সাথে কোন কোন বিষয়গুলি সরকার পক্ষের বক্তারা বলতে পারেনি সেগুলোকেও আলোকপাত করে যাবে। এই যে বিষয়গুলো বললাম এগুলো কেবলমাত্র উভয় দলের সাংসদ সদস্য খুব সংজ্ঞায়িত করবেন। আমার দায়িত্ব ছিল সংসদ সদস্যের। আর আমরা ছিলাম বিরোধী দলীয়। বিতর্কে টপিক ছিল প্রচলিত উচ্চ শিক্ষা বেকারত্বের মূল কারণ যা আপনাদের মাঝে আগের পর্বেও শেয়ার করেছি।
গতকালকে ছিল আমাদের বিতর্কিতদের মতবিনিময় একটি সভা বলা চলে। আর আজকে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো। আমাদের বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুর বারোটার মধ্যেই। অবাঞ্চনীয় কিছু কারণের জন্য আমাদের বিতর্ক টাইম চলে যায় বিকেল দুইটার দিক। তারপরেও যথাসময়েই আমরা আমাদের প্রিপারেশন নিয়ে মঞ্চে উঠে গেলাম। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বিতর্ক পরিষদের ঢোকার পর মোবাইল দিয়ে পিকচার উঠাতে পারিনি কারণ ওই সময় বিভিন্ন যুক্তি এবং উক্তির কথায় চিন্তা করছিলাম শুধু। অবশেষে আমাদের বিতর্কের সময় চলে আসে। একে একে সরকার দলের বক্তাগণ এবং বিরোধী দলীয় বক্তাগণ বিভিন্ন যুক্তি এবং মুক্তির মধ্য দিয়ে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছিল।বেশ জাঁকজমক এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা চলছিল। শেষ পর্যায়ে আসে আমার কথা বলার সময়। আমিও আমার কথাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি এবং বিভিন্ন চুক্তি আর উক্তি দিয়ে আমার টিম কেন জিতবে বিতর্ক প্রতিযোগিতায় সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করি। এই বিতর্ক প্রতিযোগিতায় বরাবরের ন্যায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হই আমি। একদিনে যেহেতু অনেক কয়েকটি ডিপার্টমেন্টের বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল তাই বিচারক বৃন্দ আগামীকালকে এর পয়েন্ট তালিকা প্রকাশ করবে।
পরিশেষে এটাই বলব বিতর্ক প্রতিযোগিতা এমন একটি প্রতিযোগিতা এখানে শুধুমাত্র মন গড়া কথা বললেই হয় না এখানে বিভিন্ন তথ্যকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে স্থাপন করতে হয়। কথা বলা টিও একটি শিল্প। যার শৈল্পিক চর্চা যত সুন্দর হবে তার কথা স্পিকারের বেশি দৃষ্টি আকর্ষণীয় হবে। যাই হোক আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন একদিন আপনারাও ভালো বিতার্কিক হতে পারবেন। সকলের জন্য শুভকামনা রইল।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1866158891408781773?t=kLB9KAg_ufKT9SiQaqApsg&s=19
ডেইলি টাস্ক প্রুফ:
|
|
|
|
|
অনেক ভালো লাগলো ভাইয়া আপনাদের বিতর্কিত অনুষ্ঠানের মত বিনিময় সম্পর্কে জানতে পেরে। গতকালকে আমি আপনার সেই পোস্ট দেখেছিলাম। আজকে আবারো সুন্দরভাবে উপস্থাপন করেছেন দ্বিতীয়বার লাস্ট পর্ব। এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে বিতর্কের বিষয় নিয়ে ঐদিন আমাদের বিতর্ক টিমের মধ্যে অনেক আলোচনা হয়েছিলো। ঐ সময়টা আমার কাছেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলো। পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে । যেটা বাস্তবতাকে বিতর্কের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়ে থাকে। একদম ঠিক বলেছেন সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা খুবই কঠিন। যাইহোক, শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন জেনে ভালো লাগলো তাহলে তো ভালই বক্তৃতা দিয়েছেন।
এই নিয়ে আমার জীবনে তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছিলাম। সংসদীয় বিতর্ক জটিল হলেও কঠিন বিষয় গুলি সহজভাবে তুলে ধরা যায়। যাই হোক আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।