বিতর্ক প্রতিযোগিতায় একদিন!

in আমার বাংলা ব্লগ7 days ago

12-07-2025

২৮ আষাঢ় , ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ! তো আজকে আমাদের ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার আমার অভিজ্ঞতা শেয়ার করবো। আসলে সেই ছোটবেলা থেকেই আমি বিটিভিতে অনেক বিতর্ক প্রতিযোগিতা দেখতাম। পক্ষদল ও বিপক্ষদলের যুক্তিতর্কের লড়াই দেখতেও ভালো লাগতো। আসলে বিতর্ক প্রতিযোগিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্তি দাড়ঁ করানো। কোনো একটা সমসাময়িক বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল যুক্তির লড়াই! যুক্তিগুলো অবশ্য যৌক্তিক হওয়া চাই। নয়তো সে যুক্তি কোনো কাজে আসবে না! তো আজকে আমাদের ইইই ডিপার্টমেন্ট বনাম মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর মধ্যকার ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

IMG20250712100642.jpg

IMG20250712100610.jpg

উক্ত প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অতিথি আসে। যার জন্য অনুষ্ঠানটা আরও ঝাক ঝমক হয়। ইইই ডিপার্টমেন্ট আগের তিনটা ডিপার্টমেন্ট কে হারিয়ে ফাইনাল রাউন্ডে এসেছিল। ঠিক একইভাবে মেকানিক্যাল ডিপার্টমেন্ট ও তিনটি ডিপার্টমেন্টকে হারিয়ে ফাইনাল রাউন্ডে এসেছিল। তো সেদিক বিবেচনা করলে দুদলই সেরা। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় যে জাতীয় নির্বাচন আগে দিতে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে! যেহেতু সমসাময়িক বিষয় এটা এর উপর ভিত্তি করে বিষয়টা নির্ধারণ করা হয়। আমাদের ইইই ডিপার্টমেন্ট সরকারে পক্ষে কথা বলে। সরকার চাই আগে জাতীয় নির্বাচন তারপর স্থানীয় সরকার নির্বাচন।

আমাদের ডিপার্টমেন্ট থেকে পার্টিসিপেট করে হাদি, জুবায়েদ ও মেহেদী! তো বিতর্কের কিছু বিষয় থাকে। প্রথম পাচঁমিনিট করে তিনজন বক্তা বক্তব্য দিতে পারবে। তারপর যুক্তিখণ্ডনের জন্য আরও দুমিনিট দেয়া হবে। তো বক্তব্যের শুরুতে জুবায়েদ তার মতামত উপস্থাপন করে। মোটামোটি তথ্যবহুল যুক্তিউপস্থাপন করেছিল সে। তারপর বিপক্ষ দলের টিমের প্রধান বক্তৃতা প্রধান করে। মোটামোটি বিতর্ক প্রতিযোগিতা জমে গিয়েছিল। দুদলই যুক্তি দিয়ে বুঝানোর চেষ্টা করেছিল কেন জাতীয় নির্বাচন আগে আর কেনইবা স্থানীয় নির্বাচন আগে। তো আমাদের ইইই ডিপার্টমেন্ট এর মেহেদীর যুক্তি উপস্থাপনা ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছিল। আর বাকি দুজনের উপস্থাপনা এভারেইজ ছিল। আর বিপক্ষ দলের তিনজনও চমৎকারভাবে তাদের যুক্তি উপস্থাপন করেছিল।

IMG20250712102327.jpg

IMG20250712101440.jpg

মোটামোটি দুদলই ভালো করেছিল। তবে ইইই টিমের দুজনের পারফরর্মেন্স ভালো হলে আমাদের পক্ষেই রেজাল্ট টা আসতো। আসলে বিতর্কে রেজাল্ট কোনো ফ্যাক্ট না! কি শিখতে পেরেছে সেটাই হলো মূল বিষয়। এটা নিয়ে প্রফেসর উৎপল কুমার স্যার কথা বলেন। তিনি বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তো বিতর্ক শেষে যখন ফলাফল আসে তখন স্যর এনাউন্স করেন কোন টিম জিতেছে। আমরা যারা ইইই ডিপার্টমেন্ট এর দর্শক সারিতে বসা ছিলাম তারা আন্দাজ করতে পারছিলাম যে ইইই এবার হারবে! তো বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তারপর বিজয়ী ও রানার্স আপদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া। বিতর্ক শেষে আমরা যারা উপস্থিত ছিলাম তাদেরকে টিশার্ট দেয়া হয় ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সবমিলিয়ে ভালো একটা সময় অতিবাহিত করেছিলাম।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationDUET,Joydebpur, Gazipur

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 7 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.