নিউ ওয়ালেট ফ্রম দারাজ(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন দোকানই বলেন বা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানই বলেন,সেটাই হলো দারাজ।২০১২ সালে রকেট ইন্টারনেট কতৃক এটি পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়।এরপর ধীরে ধীরে বাংলাদেশ,শ্রীলঙ্কা ও নেপালে বিস্তার ঘটায়।বর্তমানে বাংলাদেশে এর জনপ্রিয়তা বেশ ভালোই।
বছর তিন বা চার আগে যখন দারাজ সম্পর্কে জানি তখন বেশিরভাগের কাছেই শুনেছি যে,যেমন অর্ডার করা হয় তেমন ওরা পাঠায় না।আবার তেমন পাঠালেও হয়তো তাতে ডিফেক্ট থাকে।মোদ্দা কথা,পজিটিভ কথা খুব কমই শুনেছিলাম।তো,স্বাভাবিকভাবেই আমারো উচিৎ ছিল সেখান থেকে পণ্য অর্ডার না করা।আমি করিওনি।এসব অনলাইন প্রতিষ্ঠাগুলোর মধ্যে সর্বপ্রথম আমি রকমারির সাথে লেনদেন করেছিলাম।গনিতের জেমস বন্ড নামের একটা বই নিয়েছিলাম ওখান থেকে।তো সেখানে যখন ঠকিনি,তাই সাহস করে দারাজেও অর্ডার করেই ফেলেছিলাম একদিন।যেহেতু,একটু ভয় ছিল তাই বেশি দামী কিছু অর্ডার করেছিলাম না।ডেলিভারি চার্জ সহ ১৬৫ টাকার একটা টি-শার্ট অর্ডার করেছিলাম।ভয় কাটিয়ে দিয়ে তিনদিন পর দেখি যেমন চেয়েছিলাম দারাজ থেকে ঠিক তেমনই পাঠিয়েছে।এভাবে প্রথম দুই তিন অর্ডার শেষে পুরোপুরি বিশ্বাস এসেছে আমার।তবে,প্রোডাক্ট নেওয়ার আগে রেটিংস আর কমেন্টস দেখে নিতে হয়।
দারাজে ঢুকিনি অনেকদিন হলো।সেদিন হঠাৎ করে নোটিফিকেশন এলো,২৫% ডিস্কাউন্ট এর।বাহ,ভালোই তো।এপসে ঢুকে এটা সেটা দেখা শুরু করলাম।পরক্ষণেই একটা ওয়ালেট চোখের সামনে পরলো,দেখে ভালোই লাগলো।ছাড় পেয়ে দেখলাম ডেলিভারিসহ টোটাল চার্জ আসে ১১৪ টাকা।আবার,রেটিংস আর কমেন্টও পজিটিভ ছিল।আর ভাবাভাবি না করে ওটাই অর্ডার দিয়েছিলাম।বগুড়া আসার পর এটাই আমার ফার্স্ট অর্ডার ছিল।বাসায় অর্ডার করলে আমাকে সেটা নেওয়ার জন্য ১০ টাকা রিক্সা ভাড়া দিয়ে যেতে হতো তবে এখানে একদম বাসার গেটে এসে দিয়ে গেছে।
টাকা পরিশোধ করে ব্যাগটা হাতে নিয়ে এসে আগে খুললাম।তো দেখলাম যে,এতো কম দামে এর থেকে ভালো ওয়ালেট আশা করাও পাপ।
সামান্য একটু ডিফেক্ট ছিল,তবে তা ধরার মতো না।এছাড়া সব একদম ঠিকঠাক ছিল।নিয়ে বেরাচ্ছি,কেউ এখনো এর দাম নিয়ে কথা বলতে পারেনি😅।সবমিলিয়ে ভালোই ছিল।চাইলে বিশ্বাস রাখতে পারেন ওদের উপর।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.06/06/22
আপনার পোস্ট পড়ে মনে হল আপনি যথেষ্ট স্যাটিস্ফাইড কারণ এখন পর্যন্ত আপনি ভাল মানের পণ্য পেয়েছেন। তবে আমার অভিজ্ঞতা এ ক্ষেত্রে খুব খারাপ। সে কথা না হয় অন্য একদিন বলব। যাইহোক অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
হুম ভাই আসলেই স্যাটিসফাইড😊
ভালোবাসা রইলো আপনার জন্য 🤎💙
আমিও দারাজ থেকে অনেক কিচুই কিনেছি সব কিছু ঠিকঠাক ছিলো। আসলে ভাই কি হয় একজনে যদি সামন্য কোনো দোষ পায় সেইটাকে অনেক বড় করে উপস্থাপন করে এই জন্য সবাই ভয় পায়। আসলে তেমন কিছুই না। ধন্যবাদ আপনার অনুভূতি আমাদের জনানোর জন্য।
অনেক মানুষের মুদ্রাদোষই ওইটা।
ভালোবাসা নিয়েন 💙🤎
দারাজ থেকে আমিও অনেক কিছুই অর্ডার করেছিলাম। মোটামুটি সবকিছু ভালই আছে মাঝেমধ্যে একটু কালার কম্বিনেশন চেঞ্জ হয়। আপনি ভয়ে ভয়ে অর্ডার করতে না দেখে আস্তে আস্তে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এখন অনেক কিছুই অর্ডার করি প্রায় সময়।
এখন বিশ্বাস এসে গেছে🤎ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্যের জন্য 💙
ঠিক বলেছেন ভাইয়া দারাজ থেকে অর্ডার করার আগে অবশ্যই রেটিং এবং রিভিউ দেখে নেয়া উচিত। রিভিউ অনেক বেশি থাকলে সেই সব প্রোডাক্ট ভালো পাওয়া যায়। আমিও মাঝে মাঝে দারাজ থেকে বিভিন্ন জিনিস অর্ডার করি। এখন পর্যন্ত মোটামুটি ভালই পেয়েছি। আপনার মানিব্যাগ টি দাম আন্দাজে ভালোই হয়েছে মনে হচ্ছে।
হুম,দামের তুলনায় বেশিই ভালো বলা চলে😊
ভালোবাসা নিবেন ভাই 🥰
ভাই আসলে দারাজ থেকে পণ্য কিনলে খুব কম সময়ে পণ্য পাওয়া যায়। তবে এরা খারাপ জিনিস খুবই কম দেয়। হয়তো দুই একটা নসিবের কারণে খারাপ পড়তে পারে। কারণ আমি নিজেই আপনার মত একটা আনিয়েছি দারাজ থেকে। এটি বরাবর পেয়েছি কোন সমস্যা হয়নি ধন্যবাদ আপনাকে।
দেখে ভালো লাগলো ভাই যে আপনিও নিয়েছেন😊
ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য 😍
সামান্য একটু ডিফেক্ট ছিল জেনে প্রথমে একটু খারাপ লেগেছিল। এছাড়া সব ঠিকঠাক রয়েছে এটি দেখে খুবই ভালো লেগেছে। অনলাইন থেকে অর্ডার দিলে ভালো কিছু আসে না এজন্য বর্তমানে অর্ডার দিতে ভালো লাগে না। আমি কয়েকবার কয়েকটি জামা সহ কয়েকটি জিনিসপত্র অর্ডার করেছিলাম কিন্তু ভালোবাসা নাই। সব মিলিয়ে ভালো লেগেছে আপনার পোস্ট
এরপর যদি দেন তাহলে আমার সাজেশন হবে রেটিংস আর রিভিউ দেখে নেওয়ার জন্য🥰
আমিও মাঝেমধ্যে দারাজ এর মাধ্যমে কেনাকাটা করেছি, তেমন কোনো প্রবলেমে পড়িনি। আসলে @sikakon ভাই ঠিকই বলেছেন কিছু কিছু মানুষ সামান্য একটু ভুল হয়ে গেলে সেটাকে অনেক বড় আকারে পাবলিকের মাঝে শেয়ার করে যার কারণে আসলে সবাই একটু ভয়ে থাকে। ধন্যবাদ ভাই আপনার দারাজ থেকে মানি ওয়ালেট কিনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ইনশাল্লাহ সেসকল ভয় কেটে গেছে এখন😊
ভালোবাসা নিয়েন
এভাবে অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করলে সেগুলো অনেক সময় ভালো হয়না। তবে আপনার এই ওয়ালেট টি ভালো হয়েছে শুনে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এই অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
রেটিং আর রিভিউ দেখে নিই তো এখন,সেসজন্য খুব বেশি ঠকিনা ইদানীং।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য 🤎
দারাজ সবসময় চেষ্টা করে ভালো প্রোডাক্ট তার গ্রাহকদের দেওয়ার চেষ্টা করে। আসলে অন্যান্য ওয়েব সাইটে এই ধরনের ঝুঁকি থাকে। আমি মনে করি দারাজে এরকম কোনো ঝুঁকি নেই ।যাইহোক, আপনার নিউ ওয়ালেট কেনার অভিজ্ঞতার গল্প পড়ে ভালই লাগলো।
দারাজ থেকে আপনি কম দামে একটি ভালো ওয়ালেট কিনতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো। দারাজ থেকে আমিও এর আগে অর্ডার করেছিলাম। ওরা বেশ ভালই সার্ভিস দেয়। যাইহোক আপনার ওয়ালেট কেনার গল্পটি জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।