দারাজ থেকে নতুন ল্যাপটপ ব্যাগ কেনা

in আমার বাংলা ব্লগ4 years ago

অনেকদিন থেকেই ছোট্ট একটা ব্যাগের অভাব বোধ করছিলাম।বেশিদিন আর প্রয়োজনকে উপেক্ষা না করে এবার একটা ব্যাগ নিয়েই নিয়েছি।গত ২৪ তারিখ দারাজ থেকে একটি ব্যাগ অর্ডার করেছিলাম।অনলাইন থেকে জিনিস খুব একটা কিনিনা।বলা চলে,এবার লোভের বশবর্তী হয়েই কিনেছি।৭৮০ টাকার ব্যাগ ছাড়ে পেয়েছি মাত্র‍ ১৩৯ টাকায়।আর ডেলিভারি ফি সহ মোট লেগেছে ১৭৫ টাকা।
IMG20210830170902.jpg
অর্ডার করার পর একটু ভয়েই ছিলাম।দাম এতো কম নিচ্ছে,জিনিস ভালো পাবো তো?আলহামদুলিল্লাহ, যেমন অর্ডার করেছিলাম তেমনই পাইছি।
তবে একটা জায়গায় গিয়ে তীব্র ব্যাথা পাইছি বুকে।অর্ডারের দুইদিন পর ফেসবুক ঘাটাঘাটি করতে গিয়ে দেখি আরেক সাইটে ওই ব্যাগ আরো ছাড় দিয়ে ৯৯ টাকায় বিক্রি করতেছে।দেখার পর মনে হয় আমার বুকের ভেতোর দুইটা বুলেট ঢুকে গেছিল। যেগুলো ছিল আফসোসের তৈরি।
যাইহোক,আজ ৩০ তারিখ।দুপুরবেলা রেডেক্স থেকে ফোন করে বললো আপনার পার্সেলটি ৫ টার ভেতোর ডেলিভারি দেয়া হবে।বেশ উৎসুক ছিলাম। সময় মতো তাদের বলা জায়গায় গিয়ে পার্সেলটি নিয়ে এসেছি।বাসায় আসতে আসতেও ভাবছিলাম কিযে আছে ভেতোরে আল্লাহ জানে।আলহামদুলিল্লাহ,বাসায় এসে দেখি যেমন অর্ডার তেমনই জিনিস।
IMG20210830170444.jpg

IMG20210830165648.jpg

IMG20210830170723.jpg

একটা তিক্ত অভিজ্ঞতা আগে থেকেই ছিল।তাই,ব্যাগটা নিয়ে ভয়েই ছিলাম যে ভালো পাবো কিনা।তো এখন যখন ভালো পেয়েই গেছি তো এটা বলতে পারি যে,মন চাইলে আপনারাও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.30/08/21

Sort:  
 4 years ago 

দারাজ মাঝে মাঝে অনেক ভারো পন্য দেয় আবার মাঝে মাঝে খারাপ টা দেয়, আমি ২ বার নিয়েছি ২ বার ই খারাপ পেয়েছি,হয়তো আমার ভাগ্য টা খারাপ😭

শুভ কামনা আপনার জন্য

 4 years ago 

একবার আমিও ছেড়া কাপড় পেয়েছিলাম জন্য তিক্ত অভিজ্ঞতার কথা বলেছি।তবে পরবর্তীতে কোনো খারাপ প্রোডাক্ট পাইনি।

 4 years ago 

দারাজের সার্ভিস ভালো। তবে এইরকম ছাড়ের পণ‍্যে ওরা অনেক দূর্নিতি করে। আমি একাধিক বার এদের প্রতারণার শিকার হয়েছি। এজন্য এখন অনলাইনে কেনাকাটার উপর থেকে বিশ্বাস উঠে গেছে।

 4 years ago 

আমার ক্যানজানি বিশ্বাসটা দৃঢ় হতে শুরু করেছে😁🤕

 4 years ago 

🙂🙂🙂

আপনার পণ্যটি সুন্দর হয়েছে। তবে দারাজে পণ্য অর্ডার করলে ভয় থাকতে হয়। কারণ তারা অনেক সময় ভালো পণ্য না দেয় না। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

একদম ঠিকই বলেছেন।

 4 years ago 

বাহ,আপনি তো ভালোই সস্তাই ব্যাগ কিনেছেন।ব্যাগটি ভালোই ছিল।ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ব্যাগটি আসলেই ভালো।কিন্তু কষ্ট একটা জায়গাতেই🥺,,৯৯ টাকার নোটিফিকেশনটা আমার কাছে অর্ডারের দুদিন পর এসেছিল😭