বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো শশা ফুলের ফটোগ্রাফি। আমার বাড়ির সামনে এই হলুদ কালারের ফুল গাছটি আমি দেখি। তবে গাছটি দেখে মনে হচ্ছিল কোন একটি সবজি গাছ। তবে আমি এটা বুঝতে পারছিলাম না যে এটি কোন সবজি গাছ এবং তার ফুল। তারপরে আমি আমার মাকে জিজ্ঞেস করি এবং তারপরে আমি জানতে পারি এটি শসা ফুল। শসা আমরা সবাই চিনে থাকবো। তবে শশা ফুলের সাথে আমরা সবাই খুব একটা পরিচিত নই। গ্রাম বাংলার দিকে অনেকেই শশাফুল চিনে থাকবে। কারণ এসবের চাষ করা হয়ে থাকে তাই সচরাচর দেখে থাকে এবং সেই থেকেই সহজেই চেনা সম্ভব। তবে শহর অঞ্চলে বড় হয়ে ওঠা বা জন্ম নেওয়া মানুষেরা কখনোই হয়তো এই শসার ফুল সহজে চিনতে পারবে না। আমার বাড়ির সামনে এই গাছ কি করে হয়েছে সেটা আমার ঠিক জানা নেই। গাছটা দেখি দেওয়াল বেয়ে অনেকটাই বড় হয়েছে এবং কিছু ফুল এসেছে। এই শশা ফুল খুবই ছোট একটি ফুল। হলুদ রং এবং সূক্ষ্ম পাপড়ি বিশিষ্ট এই ফুলগুলো যে কারোরই মন কেড়ে নেবে। শশা ফুল যেমন দেখতে অনেকটাই সুন্দর। তেমনি এই শসার অনেক উপকারিতা রয়েছে। যাইহোক, গতকালকে আমি বাইরে থেকে আসার পথে হঠাৎ করেই বাড়ির সামনে এই গাছটির উপরে আমার নজর পড়ে। তখন আমার এই হলুদ ফুল গুলো দেখে অনেক ভালো লেগেছিল। তাই আমি সেই সময় কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তারপরে এই ফুলগুলো ঠিক কিসের ফুল সেটা বুঝতে না পারায় আমি আমার মাকে দেখাই। তারপরে মা বলে এটি শসা গাছের ফুল। তাই গত কালকের তোলা সেই শশা ফুলের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করলাম।





🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
শসার ফুল এমন ছোট এবং হলুদ হয়। এটা জানাই ছিল না। দেখে বেশ চমৎকার লাগছে কিন্তু ভাই। শসার ফুলের ফটোগ্রাফি গুলো বেশ করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
শসা ফুল দেখেছি অনেক দেরি হয়েছে৷ অনেকদিন পর আপনার কাছ থেকে আজকের এই সুন্দর শসার ফুল দেখে খুব ভালো লাগছে। আজকের এই সুন্দর শসা ফুল এর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালোই লাগছে৷ একই সাথে এখানে এই ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে সুন্দর শসার ফুল দেখতে পেলাম৷ যা আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছে।৷ অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনি খুব সুন্দর করে শসা ফুলের ফটোগ্রাফি করেছেন।শসা ফুল ছোট হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই শসা গাছগুলো কম বেশি সব জায়গাতে দেখা যায়। যাইহোক আপনি খুব সুন্দর করে শসা ফুলের ফটোগ্রাফি করেছেন। এবং সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।