Web2 থেকে Web3, আমার বন্ধুর সঙ্গে একটি বাস্তব অভিজ্ঞতা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ২৫ ই মে ২০২৫ ইং
বর্তমানে যেসব মানুষ প্রতিদিন Airdrop নিয়ে কাজ করছেন, Dapp ব্যবহার করছেন, বিভিন্ন ব্লকচেইন এক্সপ্লোর করছেন তারা কিন্তু মোটেও সাধারণ কেউ নন। এটা অনেকেই বুঝতে পারেন না, যতক্ষণ না তারা নিজেরা এই জগতে পা দেন।আমি সম্প্রতি এমনই একটি বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেখানে আমার Web2 জগতের এক ঘনিষ্ঠ বন্ধুকে ক্রিপ্টো শেখাতে গিয়ে বুঝতে পারলাম, আমরা যারা প্রতিদিন এই জগতে কাজ করি, তারা কতটা অভিজ্ঞতা অর্জন করেছি।আর সব জিনিস নিজে না করা অব্দি মানুষের কাছে থেকে শেখা খুবই কষ্টকর, এই বিষয়ে যারা অভিজ্ঞ সম্পন্ন তারা হয়তো সকলেই জানেন।
প্রথম ধাপ: CEX ট্রেডিং
আমার বন্ধু স্টক মার্কেটে অভ্যস্ত, তাই আমি যখন তাকে ক্রিপ্টোর সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ (CEX) নিয়ে বললাম, তখন সে খুব সহজেই বিষয়টি বুঝে ফেলল।সে আগে থেকেই (CEX) ট্রেডিং করে থাকে।আর সে তার ইনকামের কিছু পরিমাণ টাকা ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করে প্রতিনিয়ত।কিভাবে Binance বা অন্য CEX-এ ট্রেড করা যায় সেটা তার কাছে একদমই নতুন কিছু ছিল না।সে এসব বিষয়ে বেশ ভালোই অভিজ্ঞ।তাই এই বিষয় বোঝাতে আমার তেমন একটা কষ্ট হয়নি।
দ্বিতীয় ধাপ: Web3 Wallet এর জগৎ:
আমি বললাম, CEX-এ ফান্ড রাখা নিরাপদ নয় কারণ তারা যেকোনো সময় উইথড্র বন্ধ করে দিতে পারে।তাই আমি পরামর্শ দিলাম, একটা ক্রিপ্টো ওয়ালেট তৈরি করে সেখানে ফান্ড রাখার জন্য।এখান থেকেই শুরু হলো জটিলতা।আমি তাকে Binance onchain Transaction সম্পর্কে বুঝালাম, কিভাবে নিজের অ্যাকাউন্টে ক্রিপ্টো তুলে ওয়ালেটে পাঠানো যায়। কিভাবে এক ওয়ালেট থেকে অন্য আরেকটি ওয়ালেটের মধ্যে ক্রিপ্টো কারেন্সি ডিপোজিট করা যায়।সে এসব বিষয় বোঝার চেষ্টা করলো।
শেষে MetaMask আর Seed Phrase এ মাথা ঘুরে গেল।এরপর তাকে বুঝালাম MetaMask কী, কীভাবে কাজ করে এবং seed phrase হারালে ফান্ডও হারিয়ে যেতে পারে।সে অবাক হয়ে বলল: তুমি এমন একটা জিনিস সাজেস্ট করলে যেখানে কয়েকটা শব্দ হারালেই সব শেষ? আমার তখন বুঝতে বাকি রইল না Web3 একদম নতুন একজনের কাছে কতটা কঠিন মনে হয়।আর এসব কিছু নিজ হাতে না শিখলে পরের মাধ্যমে শিখলে একটু কঠিন মনে হবেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।
তৃতীয় ধাপ: এবার এলো গ্যাস ফি আর ব্লকচেইন
আমি Ethereum-এর গ্যাস ফি বোঝাতে গিয়ে বললাম, Arbitrum বা Base ব্যবহার করো, এগুলোর মধ্যে নেটওয়ার্ক ফি একদম সামান্য।সে আবারো থেমে গেল। প্রশ্ন করল, Ethereum এর ফি বেশি কেন? অন্যগুলোর কম কেন?সবকিছু তার কাছে একটা জাদুবিদ্যার মতো লাগছিল। কেননা সে এই পরিবেশের মধ্যে একদম নতুন।তাই তার কাছে এসব একদম কঠিন কঠিন মনে হচ্ছিল।
চতুর্থ ধাপ: ক্রিপ্টো কারেন্সি কমিউনিটি Airdrop
আমি বললাম, এই ক্রিপ্টো দুনিয়াতে ফ্রি টাকাও ইনকাম করা যায় , এটাকে বলে Airdrop।সে তো বিশ্বাসই করতে পারছিল না।বিনা খরচে টাকা পাওয়া যায় নাকি।আমি বললাম, হ্যাঁ এখন অনেক প্রজেক্ট থেকে $৫০ থেকে $২০০ পর্যন্ত Airdrop পাওয়া যায়, আর কিছু প্রজেক্টে যদি তুমি কিছু ক্যাপিটাল দিয়ে একটিভ থাকো, তাহলে আরও বেশি টাকা পেত পারো।সে তখন খুব আগ্রহী হয়ে গেল এবং বলল, আমিও শিখবো।
শেষ চেষ্টায় Defi, L1, L2
আমি তখন একটু গভীরভাবে বোঝাতে চাইলাম — Decentralized Finance (Defi), Layer 1, Layer 2 ব্লকচেইন ইত্যাদি।সবই তার মাথার ওপর দিয়ে গেল।শেষমেশ সে নিজেই বলল, তুমি যা করো সেটা অনেক কঠিন, আমার পক্ষে এটা সম্ভব না। আমি আপাতত Web2 ই ভালো আছি😁।
আসলে যারা ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে নতুন তারা প্রথম অবস্থায় এরকম হালচাল কোন কিছু সহজেই বুঝতে পারেন না।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1926541320627044478?t=-9xE_dQ3FvWUjpqXPaiVtQ&s=19