১ম পর্ব || CGHS এক্স স্টুডেন্ট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫

in আমার বাংলা ব্লগ3 days ago

04-04-2025

২১ চৈত্র , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকাটাই হলো সবচেয়ে বড় বিষয়। গত কয়েকদিন ধরে গরমের তাপদাহ বলতে গেলে ভালোই টের পাওয়া যাচ্ছে। ঈদ চলে গেল। কর্মজীবী অনেক মানুষ এখনও দেখছি ঈদের ছুটিতে বাড়িতে আসছে। তো ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করে নেয়ার মজাটাই অন্যরকম! তো ঈদ উপলক্ষে গতবারের ন্যায় এবারো চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। তো আগের বারও অনেক ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট এ অংশগ্রহণ করে। তো তারই ধারাবাহিকতায় এবারো ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।

IMG20250401123703.jpg

IMG20250401123714.jpg

IMG20250401123653.jpg

এবারের টুর্নামেন্ট আয়োজন করেছে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৭ ব্যাচ! তারই প্রেক্ষিতে বেশ কিছু টিম সাড়া দিয়ে। এবার দুটি ক্যাটাগরিতে খেলার আয়োজন করা হয়েছে। মোস্ট সিনিয়র ক্যাটাগরিতে ২০০০-২০১২ সাল অবধি ব্যাচ এবং মোস্ট জুনিয়র ব্যাচে ২০১৩-২০২৪ সাল অবধি। মানে হচ্ছে দুইটা ফাইনাল অনুষ্ঠিত হবে। তো গতবারে আমাদের এস এস সি ১৮ ব্যাচ তেমন ভালো পারফর্ম করতে পারেনি। দুটি ম্যাচে হেরে আমরা ১ম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলাম। এবার আমাদের একটু ভিন্ন প্লেন ছিল। আসলে বয়স বাড়ার বাড়া সাথে সবাই খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। সবাই নিজের পড়াশোনা ও কর্মজীবন নিয়ে ব্যস্তসময় পার করে। এই ঈদকে কেন্দ্রকে এমন একটি টুর্নামেন্ট আসলে সবার সাথে গেট টুগেদার হয়ে যায়। চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে জীবনের বেস্ট সময়টা পার করেছি বলতে গেলে।

IMG20250401124603.jpg

IMG20250401124608.jpg

তো রোজার শেষের দিকে ১৮ ব্যাচের কিছু প্লেয়ার যারা আগেরবার টুর্নামেন্ট এ অংশগ্রহণ করেছিল তারা প্র্যাকটিস শুরু করে দেয়। আমরা সবাই তাদেরকে উৎসাহ দেয়। ঈদের আগে আমাদের ১৮ ব্যাচ এর জার্সি বানানোর জন্য দেয়া হয়েছিল। এবার সবচেয়ে বেশি সাড়া পাওয়া গিয়েছে জার্সি বানানোতে। প্রায় ১০০ জনের মতো জার্সি বানিয়েছিল। আগেরবার ৫০ জনও হয়নি। এবার আমাদের টার্গেট শিরোপা জয় করার। এজন্য সবাই খেলা নিয়ে সিরিয়াস। যারা নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকে তাদেরকে খেলায় অগ্রাধিকার দেয়া হবে বেশি। তো ঈদের পরদিন যেহেতু খেলা তাই ২৫ রমজানের পর থেকেইযারা নান্দাইলে ছিল তারা প্র্যাকটিস শুরু করে দেয়।

IMG20250401115053.jpg

IMG20250401132358.jpg

তো আমাদের প্রথম ম্যাচ ছিল ২০১৫ ব্যাচের সাথে। সকাল ১১ টায় আমাদের ম্যাচ ছিল। সেজন্য আমরা ১৮ ব্যচের সবাই ১১ টার আগেই চলে আসি মাঠে। তো দশ ওভারে ম্যাচ। যেহেতু শর্ট পিচের খেলা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ভালো না হলে খেলায় নিশ্চিত হার! আমাদের ১৮ ব্যাচেট পক্ষ থেকে ক্যাপ্টেন করা হয় লিয়নকে। লিয়ন আগেরবারও আমাদের ১৮ ব্যাচের ক্যাপ্টেন ছিল। তো টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধ্যান্ত নেয় ১৮ ব্যাচ। ওপেনিং এ নামে লিয়ন ও ফাহিম। প্রথম ওভারেই দুজন আউট হয়ে যায়। তারপর লিয়ন ও রিয়ন মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করে। শেষ অবধি ১০ ওভারে ১৮ ব্যচ ৫৭ রান সংগ্রহ করতে সমর্থ হয়। সেটা শর্ট পিচের মতো ম্যাচে খুবই কম বলতে গেলে!

চলবে,,,,,

DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w

10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.