ক্রেপ মার্টল ফুলের চমৎকার ভিডিওগ্রাফী।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছিক্রেপ মার্টল ফুলের ভিডিওগ্রাফি।ক্রেপ মার্টল ফুল একধরনের মনোরম সৌন্দর্যের বাহক গাছ, যাকে অনেক সময় "গ্রীষ্মের রানি" নামেও ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম Lagerstroemia indica। এই গাছটি প্রধানত দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আমেরিকার উষ্ণ ও উপ-উষ্ণ অঞ্চলে বেশি দেখা যায়। গ্রীষ্মকালে যখন চারপাশের অনেক ফুল ঝরে যায়, তখন ক্রেপ মার্টল তার রঙিন সৌন্দর্যে পরিবেশকে ভরে তোলে।
এর ফুলগুলো ছোট ছোট গুচ্ছ আকারে জন্মায় এবং সাধারণত গোলাপি, সাদা, লাল, বেগুনি কিংবা হালকা নীল রঙে ফুটে। প্রতিটি পাপড়ি কুঁচকানো কাপড়ের মতো দেখতে, যার কারণে এর নামকরণ করা হয়েছে "ক্রেপ" মার্টল। এই ফুলের বিশেষত্ব হলো, এটি দীর্ঘ সময় ধরে গাছে টিকে থাকে। সাধারণত গ্রীষ্ম থেকে শরৎ পর্যন্ত এর ফুল দেখা যায়।
ক্রেপ মার্টল গাছের আরেকটি বৈশিষ্ট্য হলো এর মসৃণ বাকল। শীতকালে গাছের পাতা ঝরে পড়লেও এর বাকলের সৌন্দর্য বাগানকে আকর্ষণীয় করে রাখে। গাছের উচ্চতা সাধারণত ৬ থেকে ২৫ ফুট পর্যন্ত হতে পারে, যা ছোট বাগান বা বড়ো উদ্যান—দুই জায়গাতেই মানানসই।ফুলের সৌন্দর্য ছাড়াও ক্রেপ মার্টল গাছ সহজে চাষযোগ্য। এটি খুব বেশি যত্ন ছাড়াই বাড়তে পারে এবং খরার সময়েও ভালোভাবে টিকে থাকে। শহরের রাস্তার পাশে, পার্ক কিংবা বাড়ির আঙিনায় এই গাছ লাগানো হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য।
সর্বোপরি, ক্রেপ মার্টল ফুল প্রকৃতির এক অপূর্ব উপহার। এর দীর্ঘস্থায়ী রঙিন সৌন্দর্য শুধু পরিবেশকে নয়, মানুষের মনকেও আনন্দে ভরিয়ে দেয়। তাহলে চলুন বন্ধুরা আমার ভিডিওগ্রাফিটি দেখে নেওয়া যাক।
🔗ভিডিও লিংক:🔗
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 👇
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1961815607692955895?t=SoVEoEavJQjzNCZwrcMmSQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1961807873329250655?t=AOXYvGEHTPN7_LykjNZ-lg&s=19
https://x.com/mdetshahidislam/status/1961596559847780395?t=BNNOYATmZZ7nBOUjRNETbA&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1961958443700629979?t=_uRrmOXGgT4r48mFRnIitg&s=19
ভালো লাগলো আপনার মার্টল ফুলের ভিডিওগ্রাফি দেখে। তবে এই ফুল গুলো সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর এই ফুল গাছগুলো আমাদের এদিকে কমবেশি দেখা যায়। ফুল গাছগুলো রোপন করলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। ধৈর্য ধরে মার্টল ফুলের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।