ক্রিয়েটিভ রাইটিং//পরিবারের অবহেলিত বড় ছেলে আকাশের গল্প//পর্ব -4
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বন্ধুরা গত পর্বে শেয়ার করেছিলাম যে আমার গল্পের আকাশ তার বাসার পাশের ধনী পরিবারের বাড়িতে ক্ষুধার তাড়নায় খেতে গিয়ে কিভাবে অপমানের শিকার হয়েছিলো। কিন্তু শেষে সেই আকাশের কাছেই ধনী পরিবারের লোক এসেছিল স্বয়ং নিজে। হ্যাঁ বন্ধুরা আকাশ যেহেতু তার এলাকার মধ্যে টিউশনি করা শুরু করেছিলো এবং সে ভালো স্টুডেন্ট ও ছিলো সেই সুবাদে ঐ ধনী পরিবারের সন্তানকে তারা আকাশের কাছে প্রাইভেট পড়ানোর জন্য নিয়ে এসেছিলো। কিন্তু আকাশের বাড়িতে তাদেরকে দেখে আকাশের বাড়ির লোক হঠাৎ চমকে ওঠে।
সেই ধনী পরিবারের লোকই আকাশের মা-বাবার সাথে নিজে সর্বপ্রথম কথা বলে। আর তিনি এটাও রিকোয়েস্ট করেন যে আকাশ যেন তাদের পরিবারের সন্তানকে টিউশনি করায়। তখন আকাশ লেখাপড়া করছিলো ক্লাস ফাইভে। আর সেই ধনী পরিবারের সন্তান লেখাপড়া করছিল ক্লাস টু তে। কিন্তু আকাশের মা-বাবাকে যখন তারা এই প্রস্তাব দিলো তখন আকাশের বাবা-মা রাজি হলেও আকাশের মনে রাজি না থাকার একটা প্রতিবিম্ব ফুটে উঠলো।
তারপরে আকাশের বাবা-মা আকাশকে বলে যাতে সে তাদের সন্তানকে টিউশনি করায়। তারপরেও যেনো আকাশের মনে না সূচক আভাসের সূচনা হচ্ছিলো। এক পর্যায়ে সেই ধনী পরিবারের লোক আকাশকে বলে বাবা আকাশ আমরা তো তোমার সাথে অন্যায় করেছি আমরা ভুল করছি, আমাদের বাচ্চাকে তুমি প্রাইভেট পড়াও। তখন পুনরায় আকাশের মা-বাবা আকাশকে পড়ানোর জন্য বলে। অবশেষে আকাশ রাজি হয়ে যায়। কিন্তু এখানে ঝামেলা ছিলো সেই ধনী পরিবারের সন্তান ছিলো দুজন, একজন ছেলে একজন মেয়ে। সবকিছু ভালোই চলছিলো।
এভাবেই চলতে থাকলো ক্লাস সিক্স পর্যন্ত। আকাশ ক্লাস ফাইভ এর পরীক্ষায় সেই সময়ে বৃত্তি পেয়েছিলো। আর এই খবরটা পুরা এলাকা শুনে আকাশকে বাহবা দিতে থাকে। আকাশ প্রচুর পরিশ্রম করতো। সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলের পড়া কমপ্লিট করতো, তারপরে বাবার সাথে মাঠে যেতো দু'ঘণ্টার মতো কাজ করার জন্য। এখান থেকে ফিরে এসে স্কুলে যেতো। তারপরে বিকেল পর্যন্ত বাসার কাজ করতো। বিকেলের পর টিউশনি করাতো। রাত হলে তবেই পড়তে বসতো। এভাবে চলতে চলতে আকাশের মা একদিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপরে........
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1915034113079386541?t=Ll2uFq8QpZ8NzmaO0LgLiQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1915064987795755442?t=hTLPSNMjW4fCK8LBQosUpA&s=19
https://x.com/mdetshahidislam/status/1915066616930537852?t=IPs983vHZzDfvutyPMns4Q&s=19
https://x.com/mdetshahidislam/status/1915070891182198890?t=Ah2MEG1wUi21dFK6W6GL4w&s=19
@shahid540, (https://pussteem.com/)-এ $PUSS ডিপোজিট না করলে কিন্তু এখন থেকে পোস্টে ভোট পড়বে না। না বুঝতে পারলে টিকিট কেটে মডারেটর দের কাছ থেকে হেল্প নিন।