স্বরচিত কবিতা "অনন্ত রহস্য"র নাম মা" ||
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। গত কয়েকদিন যাবত ইন্টারনেট না থাকায় পোস্ট করতে পারিনি। আজকেও নেট অনেক সমস্যা দেখা দিচ্ছে তবুও পোস্ট করার চেষ্টা করলাম। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "অনন্ত রহস্য"র নাম মা"।
বন্ধুরা আসুন এখন কবিতাটি সম্পর্কে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি।
এই গদ্য কবিতার মূলভাব হচ্ছে মাতৃস্নেহের অসীম গভীরতা এবং এর অন্তর্নিহিত শক্তি। মা একজন জাদুকরের মতো, যিনি নিজের সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তে তার তত্ত্বাবধান করেন এবং সবকিছু সহজ এবং সুন্দর করে তোলেন। মা-র কাজ, যেমন রান্নাঘরে কাজ করা, সন্তানের যত্ন নেওয়া, এবং প্রতিদিনের ছোট ছোট সমস্যার সমাধান করা, সবকিছুতেই রয়েছে অসীম ধৈর্য ও ভালোবাসার ছোঁয়া। তিনি নিঃস্বার্থভাবে নিজের দুঃখগুলো গোপন রেখে সন্তানকে সব সময় হাসিখুশি রাখার চেষ্টা করেন এবং তাকে সাহস ও শক্তি যোগান।
মা শুধু একজন অভিভাবক নন; তিনি সন্তানের জীবনের প্রতিটি ধাপে পথপ্রদর্শক এবং আশ্রয়দাতা। তার মমতা শুধু দৈনন্দিন কাজে সীমাবদ্ধ নয়; বরং তার প্রতিটি কাজের মাধ্যমে প্রকাশিত হয় গভীর ভালোবাসা, যা সন্তানের মনোজগতকে গড়ে তুলতে সাহায্য করে। মা-র এই ত্যাগের মাঝেও লুকিয়ে থাকে আনন্দ, কারণ সন্তানের সুখই তার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
এভাবে মা-র স্নেহময়তার প্রতিটি ক্ষুদ্র অংশ জুড়ে থাকে তার নিঃস্বার্থ ত্যাগ এবং স্নেহময়তার প্রভাব, যা সন্তানের জীবনে এক অপরিসীম গুরুত্ব বহন করে। মা-র এই নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন, এবং দৃঢ়তাই সন্তানকে জীবনের কঠিন পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তাই, মা-র উপস্থিতি একটি নির্ভরতার প্রতীক, যার সান্নিধ্যে সন্তান সবসময় সুরক্ষিত এবং সুখী বোধ করে।
"অনন্ত রহস্য"র নাম মা"
মা, তুমি যেন এক অনন্ত রহস্যের নাম। ছোটবেলায় আমি ভেবেছিলাম তুমি সব কিছু জানো, তোমার কাছে কোনো কিছুই গোপন নয়। আমিও যেমন করে ভাবতাম, তুমি বুঝি এক বিশেষ শক্তির অধিকারী, যিনি এক নিমিষেই বুঝে ফেলো আমার ছোট্ট মনোভাব। আমার খেলার সময় তুমি এত সাবলীল ভাবে আমার ভুলগুলো ধরতে পারো—এ যেন তোমার আরেকটা খেলা! আমার জীবনের প্রতিটি ছোট-বড় মুহূর্তে তোমার হস্তক্ষেপ এতটাই সুনিপুণ যে, মাঝে মাঝে মনে হয়, তুমি বুঝি একজন জাদুকর!
তুমি যখন রান্নাঘরে কাজ করো, মনে হয় যেন এক মায়াবী নৃত্য; পেঁয়াজ কাটা, মশলা মাখানো, চুলায় হাঁড়ি বসানো—সব কিছুতেই তোমার হাতের সুনিপুণতা। আমার জন্য কতোশতবার তুমি কাঁচা আম থেকে চমৎকার টক-মিষ্টি আচারের জাদু বানিয়েছো, অথচ আমি জানতাম না, সেই আচারে তোমার এত যত্ন আর ভালোবাসা। তুমি বলো, "কী হয়েছে? কিছু না, সব কিছু সহজ!" আমি বুঝি, এই সহজ কথাগুলোর পেছনে লুকিয়ে থাকে তোমার দিনের পর দিন, রাতের পর রাতের কষ্টের গল্প।
আমার পরীক্ষার আগের রাতগুলোতে তুমি কতবার বলেছো, "চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।" কিন্তু আমি জানি, তুমি রাত জেগে আমার জন্য দোয়া করেছো, আমার জন্য পরম যত্নে আমার বইপত্র গুছিয়েছো। এই ছোট ছোট ভালবাসাগুলোই আমাকে গড়ে তুলেছে, আমাকে দিয়েছে সাহস।
মা, তুমি কি জানো? তোমার সেই মিষ্টি হাসির আড়ালে তুমি যে কখনও নিজের দুঃখগুলো ঢেকে রাখো, আমি সেটা বুঝতে পারি। তুমি বলো, "সব ঠিক আছে," কিন্তু আমি জানি, তোমার চোখের কোণে লুকিয়ে থাকা জলগুলো কত কথা বলে। তবুও, তুমি আমাকে সবসময় শেখাতে, কিভাবে কঠিন সময়ে হাসতে হয়, কিভাবে সব সমস্যার মাঝেও পথ খুঁজে নিতে হয়।
মা, তোমার এই মজার জীবনের ভেতরে লুকিয়ে থাকে অনন্ত ভালোবাসা, আদর আর মমতা। তুমি সত্যি এক আশ্চর্য মা, যার মধ্যে লুকিয়ে আছে এক পৃথিবী আনন্দ আর রহস্য।
তুমি আমার জীবনের সেই জাদুকর, যিনি সব কিছু সহজেই সুন্দর করে তুলতে পারেন। তোমার মমতার পরশে পৃথিবীটা যেন সব সময় মিষ্টি আর হাস্যোজ্জ্বল থাকে।
আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলেই রহস্যময় ঘেরা এই মায়ের মমতার মধ্যে, আপনার কবিতা আমার ভালো লেগেছে।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
খুবই চমৎকার আবেগপ্রবণ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে, দারুন এক অনুভূতির সৃষ্টি করেছ। তোমার এই কবিতাটি আমি পৃথিবীর সকল মায়ের জন্য উৎসর্গ করলাম। আর তোমার জন্য থাকলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
তোমার জন্য অনেক ভালোবাসা আম্মু।