জেনারেল রাইটিং - আমাদের অসচেতনতা।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে সচেতনতা।


figure-3956569_1280.jpg

Photo Source

বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে ১২০০ মানুষের বেশি বসবাস করে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই বারোশো মানুষের মধ্যে ১২ জন মানুষও সচেতন নয়। অসচেতনতা আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে, যেন মনে হয় এটাই আমাদের সংস্কৃতি। আমরাও সেই সংস্কৃতি লালন পালন করছি খুবই নিখুঁতভাবে।

মহাসড়কের দেদারসে চলছে তিন চাকার ইজিবাইক। কতটা ভয়ানক একটি কাজ, কত ভয়ানক ফলাফল আনতে পারে এই ইজিবাইক মহাসড়কে, এ বিষয়ে কারো ধারণাই নেই। সিলিন্ডার ভর্তি বিউটেন গ্যাস, যেখানে সেখানে মজুদ করা হচ্ছে। ট্রাক থেকে এমন ভাবে ফেলা হচ্ছে যেন এটি কোন টিস্যু পেপার। তাদের ধারণাও নেই, পাঁচতলা একটি বিল্ডিং মুহূর্তে ধ্বসিয়ে দিতে পারে এই মজুদকৃত বিউটেন গ্যাস।

রাস্তার পাশে মাইকিং করে বিক্রি হচ্ছে অপরিশোধিত, পরীক্ষা-নিরীক্ষাহীন ভাবে প্রস্তুতকৃত নানা ধরনের ঔষধ। যাকে তারা প্রাকৃতিক গুণাবলী সম্পন্ন ঔষধ বলে বিক্রি করে থাকে। জোর গলায় বলে, এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষও সেগুলো কিনছে কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই।

কিছুদিন আগে দেখলাম, ফেসবুকে কয়েকজন কেক বিক্রেতা ভাইরাল হয়েছে। তারা তাদের বানানো কেকের একটি স্লাইস বিক্রি করে থাকে ১০০ টাকা দামে। মানুষ সেগুলো সেই দামেই খাচ্ছে। প্রতিটি কেকে আটটি স্লাইস হয়। পুরো কেকটির দামওই বড়জোর চারশ টাকা হতে পারে। কিন্তু মানুষ সেগুলো দ্বিগুণ দামেই খাচ্ছে। ভাবটা এমন, যে ভাইরাল কেক বলে সেগুলো বেশি দাম দিয়ে খেতে হবে। খাবারের মান যাচাই করে যথার্থ দাম দিয়ে কেনার যে সচেতনতা, সেটি মানুষের বিলুপ্ত হয়ে গেছে।

এমন আরও হাজার রকমের উদাহরণ, প্রমাণ দেয়া যাবে আমাদের সমাজে বিদ্যমান অসচেতনতার। এগুলোর ন্যুনতম প্রতিকার নেই। সচেতন করার উদ্যোগ নেই। বরং কেউ এসব নিয়ে উদ্যোগ নিলে হাজার রকমের অযুহাত, টালবাহানা শুরু হয়। এসব আমাদের মজ্জাগত হয়ে গেছে। উত্তরণের কোন উপায় যেন নেই।

এজন্য, একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের এগিয়ে আসতে হবে। নিজে সচেতন থাকার পাশাপাশি, মানুষকে সচেতন করার দায়িত্ব নিতে হবে। তবেই আমরা একটি সচেতন সমাজ পেতে পারি।


PUSSFi_NFT22.png