জেনারেল রাইটিং- লোভ ও প্রতারণা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সামনে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে লোভ এবং প্রতারণা।

বাংলায় একটা প্রবাদ আছে।
লোভে পাপ, পাপে মৃত্যু।
আমরা আমাদের চারপাশে খেয়াল করলে এই বিষয়টির সত্যতা উপলব্ধি করতে পারি। যারাই লোড করেছে, তারাই পতিত হয়েছে। অনেকেই লোভের কারণে প্রতারণার শিকার হয়েছেন। বলা ভালো, যাদের মধ্যে লোভ রয়েছে তারাই প্রতারিত হয়েছে।
বাংলাদেশে এই যাবত পর্যন্ত যতগুলো অর্থনৈতিক প্রতারণা ঘটেছে, সবগুলোর মূলে রয়েছে মানুষের লোভ। ইভ্যালির কথাই ধরুন। তারা এক লক্ষ টাকার প্রোডাক্ট ৫০ হাজার টাকায় দিয়ে দিত। আর এই লোভে মানুষ এক লক্ষ টাকার জিনিস পঞ্চাশ হাজার টাকায় কেনার জন্য ইভ্যালিকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। আর ইভ্যালিও সেই টাকা মেরে খেয়ে ফেলেছে।
একটা সময় দেশে ডেসটিনি নিয়ে খুব হাউকাউ চলছিল। ডেসটিনি যে পরিমাণ টাকা নিবে, তার দ্বিগুণ পরিমাণ টাকা ফেরত দেবে। এমন কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। তারা স্বপ্ন দেখিয়েছিল ডান হাত বাম হাত, ডান হাতের ডান হাত, ডান হাতের বাম হাত, ডান হাতের ডান হাতের ডান হাত, ডান হাতের ডান হাতের বাম হাতের বাম হাত! এমন ডান হাত বাম হাত করতে করতে এক সময় মানুষের টাকা তারা কোন হাতে নিয়ে মেরে খেয়েছে তা কেউই টের পায়নি।
আসলে, এ ধরনের কোম্পানিগুলোকে দোষ দেওয়া মোটেও সমীচীন নয়। কারণ, আমাদের মধ্যে যদি লোভ কাজ না করতো, তাহলে এ ধরনের প্রতারণাকারীরা কোন কালেই প্রতারণা করার সুযোগ পেতনা। আমরা আসলে ভুলে যাই, উপার্জন করতে হলে পরিশ্রম করা লাগে। পরিশ্রম ছাড়া যে উপার্জন, সেটি হচ্ছে প্রতারণা। আর আমি যদি পরিশ্রম ছাড়াই উপার্জন করতে চাই, তাহলে আমি হয় প্রতারক হব, নয়তো প্রতারণার শিকার হব। এই বাস্তব, চিরন্তন সত্য কথাটি অনেক মানুষ মানতে চায় না, বুঝতে চায় না, শুনতে চায় না। ফলে তারা খুব সহজেই প্রতারিত হয়।
আমাদের বুঝতে হবে, কোন উপার্জনই বিনা পরিশ্রমে আসেনা। যখনই আপনি বিনা পরিশ্রমে উপার্জনের সুযোগ পাবেন, বুঝতে হবে এখানে কোন না কোন প্রতারণা রয়েছে। তাই আমাদেরকে অবশ্যই পরিশ্রমের মাধ্যমে উপার্জনের রাস্তা খুঁজে বের করতে হবে। আমাদেরকে অবশ্যই অর্থ লগ্নি করার সময়, আমরা কোথায় অর্থ লগ্নি করছি, তারা কি আমাদেরকে স্বাভাবিকের চেয়ে বেশি লাভের অফার দিচ্ছে কিনা, সে বিষয়ে অবশ্যই বিবেচনা করতে হবে। যদি আপনার কাছে মনে হয়, আপনি যে পরিমাণ ইনভেস্ট করছেন, তার চেয়ে অনেক বেশি প্রফিট অফার করা হচ্ছে, তাহলে অবশ্যই সাবধান থাকবেন। কারণ সেখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ধন্যবাদ সকলকে।
