
ইমেজ সোর্স
প্রথম পর্বের লিংক
অচেনা মানুষকে চেনার পরে সেই মানুষ আবার অচেনা হয়ে যাওয়ার যে একটা দুঃখ ভয় থাকে মনের ভিতর। কিছু বিশ্বাসযোগ্য অচেনা মানুষ জীবনে এসে আরেকবার অচেনা মানুষকে বিশ্বাস করার সুযোগ করে দেয় এবং অনেকটাই আপন হয়ে যায়। অচেনা মানুষ মনের অজান্তে যখন খুব চেনা এবং আপন হয়ে যায় তখন সেই মুহূর্তগুলো খুবই সুন্দর মনে হলেও হঠাৎ করে যখন সেই সুন্দর মুহূর্তের চেনা মানুষটি অচেনা হয়ে যায়। তখন ওপর পক্ষের আরেকজন মানুষকে ভীষণ কষ্ট দেয় এবং কাঁদায়। সে চেনা মানুষটির সাথে অচেনা থেকে চেনা হওয়া পর্যন্ত যত স্মৃতি, ভালো লাগা ,খারাপ লাগা, তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এই সবকিছু যখন মনে পড়ে তখন চেনা মানুষটির সাথে বর্তমান অচেনা মানুষটির করা আচার-আচরণ ব্যবহার সবকিছু মেলাতে গেলে যে মনের ভিতরে কি যন্ত্রণা অনুভব হয়। সেটা যেই মানুষ এই পরিস্থিতির শিকার সে হয়তো ভালো বুঝতে পারে। মানুষ যে কেন হঠাৎ করে এভাবে বদলে যায় তা বোঝা বড় দায়। পৃথিবীতে যত চেনা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো চিরকাল চেনাই থাক। কখনোই যেন সেই সম্পর্কগুলো চেনা থেকে আবার অচেনা মানুষের ভিড়ে হারিয়ে না যায়। যাইহোক, একটা অচেনা মানুষ চেনা হলে পরক্ষণে আবার সেই মানুষটি যখন অচেনা হয়ে যায় অপর পক্ষের মানুষটির জন্য এটি যে কতটা যন্ত্রণা দায়ক সেটি তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ব্লগে।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং |
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.