চেনা থেকে অচেনা (পর্ব -০১)
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই পৃথিবীতে এমন অনেক মানুষ এবং অনেক সম্পর্ক রয়েছে যা চেনা থেকে হঠাৎ করেই মুহূর্তের মধ্যে অচেনা হয়ে যায়। আজ তাই নিয়ে কিছু কথা শেয়ার করব। আমাদের যখন একটা অচেনা মানুষের সাথে হঠাৎ করে একটা চেনা সম্পর্ক হয় তখন সবকিছুই অসম্ভব সুন্দর ও ভালো লাগে। জীবনে অন্যান্য অধ্যায়ের পাশাপাশি একটা নতুন অধ্যায় শুরু হয় নতুন মানুষটির সাথে। সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা ব্যাপার অনুভব হয়। কিন্তু হঠাৎ করে যখন সেই চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় এর থেকে কষ্টদায়ক হয়তো এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। চেনা মানুষগুলো যখন প্রতি মুহূর্তে অচেনা মানুষের রূপ ধারণ করে এবং আস্তে আস্তে যখন পুরোপুরি অচেনা হয়ে যায়। তখন মনে হয় আর কোন অচেনা মানুষের সাথে চেনা সম্পর্কে কোনোদিন জড়ানো উচিত নয়। পৃথিবীতে কোন অচেনা মানুষের সন্নিকটে জড়ানো উচিত নয়। একটা মানুষের সাথে অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা যতটাই না সুন্দর। চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা ততটাই ভয়ঙ্কর ও কষ্টদায়ক। তবে হ্যাঁ এটাও সত্যি যে পৃথিবীতে সব অচেনা মানুষ চেনা হওয়ার পরে আর অচেনা হয়ে যায় না। কিন্তু সেই সঠিক মানুষটা খুঁজে পাওয়াও বেশ কঠিন। আর কেউ যদি সেই মানুষটাকে খুঁজে পেয়ে থাকে তাহলে সেই মানুষটিকে তার কোনদিনও হারানো উচিত নয়। যে অচেনা মানুষগুলো চেনা হওয়ার পরে সারা জীবনই চেনা থেকে যায় তাদের স্নেহ ভালবাসা দিয়ে আপন করে নেয়।
চলবে..
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.