রঙিন গ্লিটার দিয়ে ক্রিসমাস অর্নামেন্টস তৈরি
আমি @rahimakhatun
from Bangladesh
১৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ ।
৩১ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ ।
|
---|
made by-@rahimakhatun
Device- Galaxy A13
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস অর্নামেন্টস তৈরি করার ব্লগ নিয়ে হাজির হয়েছি। সেই দুপুরের থেকে ভাবছিলাম ,গ্লিটার পেপার দিয়ে কিছু তৈরি করবো। আসলে আমার বাবুর জন্য এই ধরণের কাজ করতে ভালো লাগে না,ও খুব বিরক্ত করে। তাই মনে মনে চিন্তা করলাম দুপুরে ঘুম পাড়িয়ে তারপর কাজ শুরু করবো। ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর যখন সন্ধ্যায় বসলাম কাজে ,তখন গ্লিটার পেপার দেখে আমাকে বলছে আম্মু আমি তো অবাক হয়েছি,তোমার এমন পেপার দেখে। যাই হোক তারপর কোনো ঝামেলা ছাড়াই তৈরি করতে পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
|
---|
গ্লিটার পেপারের দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার খুব ভালো লাগে। কিন্তু তৈরি করতে একটাই ঝামেলা গ্লুগান টা ব্যবহার করতে আমার খুব বিরক্ত লাগে। আমার মনে হয় আমি প্রপারলি ব্যবহার করতে জানি না। যাই হোক আমি আজকে দুই কালারের গ্লিটার পেপার ব্যবহার করে এই অর্নামেন্টস টা তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ |
---|
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ
২য় ধাপ
৩য় ধাপ
৪র্থ ধাপ
৫ম ধাপ
৬ষ্ঠ ধাপ
৭ম ধাপ
৮ম ধাপ
৯ম ধাপ
তারপর লাগিয়ে দিলেই হয়ে যাবে। হয়ে গেলো রঙিন গ্লিটার পেপার দিয়ে অর্নামেন্টস । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
photograpy | papers cutting |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাবুকে ঘুম পাড়িয়ে খুব কষ্ট করে বানিয়েছেন আপু। আসলে এরকম রংবেরঙের জিনিসের প্রতি তারা খুব তাড়াতাড়ি আকর্ষিত হয় যার কারণে নেওয়ার জন্য হয়তো বিরক্ত করে। তবে আপনার ডাই প্রজেক্টটি সত্যিই ভাল ছিল আপু। গ্লিটার পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে অনেক সুন্দর লাগে। ক্রিসমাসের সময়ে এগুলো দিয়ে ডেকোরেশন করলে বেশ ভালোই লাগবে।
বানানোর আগেই ওকে দিতে হবে আমাকে কন্ডিশন দেওয়ায়,যতই বলি তোকে দিব,ঘরে তো আর কেউ নেই নেওয়ার জন্য,তারপর তার ধারনা তাকে যদি না দেওয়া হয়,হা হা।ধন্যবাদ আপনাকে
বাচ্চাদের নিয়ে এ ধরনের ডাইগুলো তৈরি করতে আসলেই খুব কষ্টকর। কারণ অনেক জিনিস নিয়ে একসঙ্গে বসতে হয়। তাছাড়া গ্লু গানের ব্যবহারটা একটু ঝামেলার লাগে আমার কাছেও। কিন্তু গ্লিটার আর্ট পেপারের জিনিস বানানোর পর যে সুন্দর লাগে দেখতে তখন সকল কষ্টটাই সার্থক হয়ে যায়। আপনার আজকের ক্রিসমাস অর্নামেন্টসটি খুব সুন্দর হয়েছে। কোথাও ঝুলিয়ে ছবি তুললে দেখতে আরো ভালো লাগতো। ধন্যবাদ আপু।
আমার ছেলে এই দিক দিয়ে একবার নিয়ে যায়,ঐ দিক দিয়ে একবার নিয়ে, যার জন্য খুব বিরক্ত লাগে। গ্লু গানটা কেমন জানি।যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।
একদম ঠিক বলেছেন বাবু থাকলে বাবুর জন্য আর্ট এবং ডাই পোস্টগুলো করতে অনেক বেশি সমস্যা হয়।আর রঙিন গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস অর্নামেন্টস তৈরি করেছেন, যেটা প্রশংসার দাবিদার।
আপনাদের তো সমস্যা হয় না,সব সমস্যা তো মায়েদের হয় 🤣।যাই হোক প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ
কে বলছে আপনাকে আমাদের সমস্যা হয় না 🤔একটু কান্না করতেই কোলে উঠিয়ে দেয় সমস্যা হবে না মানে অবশ্যই সমস্যা 😭😭কাজ করতে পারি না।
সত্যি বলেছেন আপু বাচ্চাদের নিয়ে আর পারা যায় না। আমি ও আপনার মতো ভাবি বাচ্চাদের অগোচরে কিভাবে জিনিস তৈরি করা যায়। তাই তো মাঝে মাঝে স্কুলে গেলে কিছু তৈরি করি।রঙিন গ্লিটার দিয়ে ক্রিসমাস অর্নামেন্টস তৈরি করেছেন।দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে এধরণের কাজ করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনারটা দেখে শিখে নিলাম। আমি ও একদিন তৈরি করব। আপনার জন্য শুভকামনা রইল।
স্কুলের সময় সংসারের অনেক কাজ থাকে সেগুলো করা হয়।তাছাড়া রান্না তো আছেই।আমার বেশি ধৈর্য্য নাই, তাই তো তেমন কিছুই পারি না।ধন্যবাদ আপু
আর বলিয়েন না সব গুলো নিয়ে বসলে টেবিল পুরাটা সব দিয়ে ভরে যায়,তারপর আর কি তখন আমি হাত রাখাই জায়গা পাই না🤣।ধন্যবাদ আপনাকে
সত্যিই আপু ছোট বাচ্চা নিয়ে এই ধরনের কাজ করা বেশ কঠিন। আপনার বাবু যেহেতু ছোট তাইতো বিরক্ত করে। তবে আপনি আপনার অবসর সময় কাজে লাগিয়ে রঙিন গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস অর্নামেন্টস তৈরি করেছেন দেখে সত্যি ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপু।
শুধু বিরক্ত, আমি কাজে বসলে ওর ক্ষুধা লাগে,ওর পটি ধরে আরো কত কি🤣🤣।জীবনাটা বেদনা করে দিয়েছে।😆
রঙিন গ্লিটার দিয়ে ক্রিসমাস অর্নামেন্টস তৈরি খুবই সুন্দর হয়েছে, সত্যিই অসাধারণ দক্ষতা দিয়ে আপনি এটি তৈরি করলেন। ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ খুবই ভালো লেগেছে।
অনেক কষ্ট করে বানিয়েছেন দেখছি, বাচ্চাকাচ্চাদের নিয়ে এসব প্রজেক্ট তৈরি করা সত্যিই অনেক কষ্ট কর। তারপরও আপনি অনেক চমৎকার ভাবে তৈরি করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
আপু আপনি তো বেঁচে গেছেন,আপনার বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে🤣🤣।উল্টা এরা আপনাকে বানিয়ে দিবে।হা হা,মজা করলাম। আপু আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামতা দিয়ে পাশে থাকার জন্য
ওম্মা! কি সুন্দর হয়েছে দিদি। ক্রিসমাসের সময়ে এগুলো দিয়ে ঘর সাজালে দেখতে বেশ ভালোই লাগবে। আর চারিদিকে আলো থাকবে এই গ্লিটারের উপর আলো পড়লে আরো ঝলমল করবে। খুব ভালো লাগলো বিষয় টা। আর আপনি এতই সহজ ভাবে দেখিয়েছেন যে সবাই বানাতে পারবে একটু চেষ্টা করলে।আমি ভাবছি একবার ট্রাই করব।
একদম ঠিক আপু,এমন অর্নামেন্টস বানিয়ে, ঘরে ঝুলিয়ে লাইটিং করলে দেখতে বেশ ভালো লাগবে। ভালো বুদ্ধি দিয়েছেন।আমি চেষ্টা করবো তো।ধন্যবাদ
আপনিতো সত্যিকার অর্থেই একজন কর্মব্যস্ত মানুষ। আর সামনে ক্রিসমাসকে সামনে রেখে এই আইডিয়া টাও ভালোই হয়েছে। বাচ্চা সামলিয়ে আপনার এতকিছু কিভাবে করেন আল্লাই জানে।
আমার মাঝে মাঝে মনে হয় ২৪ ঘন্টায় না হয়ে ৪৮ ঘন্টা হলে ভালো হতো🤣।তাহলে আরো কিছু করতে পারতাম।