পাতাসহ একটি শাপলা ফুলের ক্রাফট [10% beneficiary for shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমীট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা সবাই প্রতিনিয়ত আমাদের পোস্টে ভিন্নতা আনার জন্য বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করার পাশাপাশি ক্রাফট, চিত্রাঙ্কন এবং রেসিপি পোষ্ট লিখে থাকি। এতে করে সাধারণ ব্লগারদের আমাদের কনটেন্টগুলো পড়ার প্রতি একঘেয়েমি না এসে বরং আগ্রহ বেড়ে যায়। এউদ্দেশ্যে আজকে আমি সুন্দর একটি ক্রাফট সম্পন্ন করে আপনাদের সঙ্গে শেয়ার করব।


আমার সমগ্র পোস্টের বিষয়বস্তু:


received_5297514973643835.jpeg

image.png

প্রয়োজনীয় উপকরণ:

received_962823314597168.jpeg

image.png

১. রঙিন কাগজ। (গোলাপি ও সবুজ রংয়ের)
২. স্কেল।
৩. কাঁচি।
৪. আঠা।
৫.কলম।


প্রথম ধাপ:

received_745686553483678.jpeg

image.png

প্রথমে সবুজ রঙের একটি রঙিন কাগজ নিয়ে চতুর্ভুজাকৃতির বড় একটি অংশ সমান ভাবে কেটে নেই।

দ্বিতীয় ধাপ:

received_1839580899586078.jpeg

image.png

অপর একটি সাদা কাগজ কাঁচি দিয়ে চতুর্ভুজাকৃতির করে কেটে নেই। তবে এর বাহুগুলো সরলরেখা না করে বক্ররেখা আকৃতির করতে হবে।

তৃতীয় ধাপ:

received_450472830155977.jpeg

image.png

এ ধাপে দ্বিতীয় ধাপে কেটে নেয়ার সাদা কাগজ গুলোর মাপ আকারে সবুজ কাগজটি চারপাশ করে নেই এবং ছোট আকৃতির করে অনেকগুলো ভাজ করে নেই।

চতুর্থ ধাপ:

received_962791677685921.jpeg

image.png

এ ধাপে ছোট ছোট করে ভাজ করে নেয়া সবুজ কাগজটি মাঝখান দিয়ে আবার ভাজ করে নেই।

পঞ্চম ধাপ:

received_1376430412791642.jpeg

image.png

এ ধাপে আরো ভালোভাবে সবুজ কাগজ ভাঁজ করে নিয়ে লাভ আকৃতির অর্থাৎ শাপলা ফুলের পাতার নেই কাঠামো করে নেই।

ষষ্ঠ ধাপ:

এ ধাপে গোলাপি বর্ণের কাগজগুলো চারকোনা করে কেটে নিই।

সপ্তম ধাপ:

received_451985846719163.jpeg

image.png

গোলাপি বর্ণের কাগজগুলো বেশ কয়েকবার ভাজ করে নিয়ে শেষে কাঁচি দিয়ে কেটে ছোট ফুল তৈরি করে নিই

অষ্টম ধাপ:

received_279962860948396.jpeg

image.png

এ ধাপে আরো কিছু গোলাপি কাগজ কাঁচি দিয়ে চার কোনা করে কেটে নিয়ে সেগুলো প্যাঁচিয়ে নিয়ে লম্বা লাঠির মত তৈরী করে নিন।

নবম ধাপ:

received_944119209624403.jpegreceived_650026592914534.jpeg

image.png

কাগজের একটি লাঠির মধ্যে অনেকগুলো ফুল প্রবেশ করিয়ে বড় একটি শাপলা ফুল তৈরি করে নেই।

দশম ধাপ:

received_1175329723209383.jpegreceived_383595436520650.jpeg

image.png

received_642394500368737.jpeg

image.png

পরবর্তীতে শাপলা ফুলটি সবুজ পাতার সঙ্গে যুক্ত করে নিলেই আমাদের পাতাসহ শাপলা ফুলের ক্রাফট সম্পন্ন হবে।

ক্রাফটটি কেমন লেগেছে কমেন্ট করে জানান, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে, কমেন্ট এবং আপভোট দিবেন। 💗💗🌲
image.png

Sort:  
 3 years ago 

পাতাসহ একটি শাপলা ফুলের ক্রাফট তৈরি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি দেখতে খুবই ভালো লাগে। আপনি খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

image.png


রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস আমারও অনেক ভালো লাগে ভাই। আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রদান করার জন্য।


image.png

 3 years ago 

অনেক সুন্দর একটি শাপলা ফুল বানিয়েছেন ভাই। সবুজ ও হলুদ রঙের রঙিন কাগজ দিয়ে বানানো ফুলের পাতা এবং ফুল দুটিই আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্রাফটি সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দর হবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

image.png


আমার বানানো এই ক্রাফটটা আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।


image.png

 3 years ago 

পাতাসহ শাপলা ফুলের ক্রাফট তৈরি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে পাতা এবং শাপলা ফুল তৈরি করেছেন। খুব দক্ষতার সাথে নিখুঁতভাবে আপনি কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

image.png


আপনাকে অনেক ধন্যবাদ আপু অনেক সময় নিয়ে পোস্ট টি পড়ে আপনার এই সুন্দর মন্তব্যটি উপস্থাপন করার জন্য।


image.png

 3 years ago 

ওয়াও,,বেশ সুন্দর করে পাতাসহ শাপলা ফুল বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে। কালারটা দারুণ ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

image.png


আপনার এই উৎসাহমূলক মন্তব্যটি প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালোবাসা নিবেন সবসময়।


image.png

 3 years ago 

কি আর বলবো। আসলে এত সুন্দর সৃজনশীলতা মানুষের থাকে সেটা আপনাকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। অনেক সমতার করে আপনি আপনার ক্রাফটি তৈরি করেছেন। ভালো লাগার মতো একটি জিনিস

 3 years ago 

image.png


আপনার এই প্রশংসা পূর্ণ মন্তব্যটি আমাকে সব সময় অনুপ্রাণিত করবে। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো আপনার প্রতি।


image.png

 3 years ago 

পাতাসহ একটি শাপলা ফুলের ক্রাফট দেখতে সত্যিই অসাধারণ সুন্দর লাগছে। রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি পাতাসহ শাপলা ফুল তৈরি করেছেন যা সত্যিই প্রশংসনীয়। পাতাসহ শাপলা ফুলটি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

image.png


প্রতিটি ধাপ পড়ে আপনার সুন্দর এই মন্তব্যটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। ভালো থাকবেন সবসময়।


image.png

 3 years ago 

অসাধারণ একটি শাপলা ফুল তৈরি করেছেন আপনি। দেখতে খুবই চমৎকার লাগছে। ধাপ গুলো আপনি খুবই সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

image.png


আপনার এই মূল্যবান মন্তব্যটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।


image.png

 3 years ago (edited)

আপনি অনেক সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছেন পাতাসহ। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার শাপলা ফুল তৈরি। আপনি অনেক দক্ষতার সাথে এটি তৈরি। আপনার অনেক দক্ষতা আছে। আপনি এটি তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পাতাসহ শাপলা ফুল তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

image.png


শেয়ার করা এই ক্রাফট পোস্টটি আপনার ভালো লেগেছে তা আপনার মন্তব্যটি পড়েই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপু।


image.png

 3 years ago 

পাতাসহ শাপলা ফুল অনেক সুন্দর হয়েছে আপনি খুব সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন এত সুন্দর একটি ওয়ালমেট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং নিখুঁত ভাবে বর্ণনা করেছেন। আপনার ওয়ালমেট সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর একটি অলমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

image.png


আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।


image.png

 3 years ago 

ওয়াও আপু রঙিন কাগজ দিয়ে পাতাসহ একটি শাপলা ফুলের ক্রাফট তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

image.png


আপনাকেও আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আপনার সুন্দর মন্তব্যের জন্য।


image.png