গান কভার:- একাকী গভীর রাতে...
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৭ ই আগস্ট ই, শনিবার, ২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো আসিফ আকবরের বিরহের গান। যদিও আমি বাউল সম্রাট ফকির লালন সাঁইজির গান গুলো বেশি কভার করে থাকি তারপরও আজকে মনে হলো যে, আসিফ আকবরের একটি বিচ্ছেদের গান কভার করে আপনাদের সাথে শেয়ার করি। আমি বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি। এখন সবার সামনে গান গাইতে আর আনইজি ফিল করি না। এখন সবার সামনে গান গাইতেই ভালো লাগে।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে একাকী গভীর রাতে.... গেয়ে শেয়ার করবো। আমি ব্যক্তিগতভাবে বাউল সম্রাট ফকির লালন সাঁইজের গান অনেক পছন্দ করি তবে তার পাশাপাশি অন্যান্য গানগুলো বেশ পছন্দ করি। আসলে মানুষের মনের অবস্থা তো সব সময় আরেক রকম থাকে না বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গান ভালো লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- একাকী গভীর রাতে...
- লিরিক্স: প্রদীপ সাহা
- মূল কণ্ঠশিল্পী: আসিফ আকবর
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
একাকী গভীর রাতে তোমার কথা ভেবে,
কিছুতেই ঘুম চোখে আসে না।
একাকী গভীর রাতে তোমার কথা ভেবে,
কিছুতেই ঘুম চোখে আসে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
একাকী গভীর রাতে তোমার কথা ভেবে,
কিছুতেই ঘুম চোখে আসে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু
আমার বাঁধা মানে না।
হৃদয়ের আছে যত চাওয়া,
চাইলেই হয় না তো পাওয়া।
হৃদয়ের আছে যত চাওয়া,
চাইলেই হয় না তো পাওয়া।
সারাটা হৃদয় জুড়ে,
স্মৃতিরা কেঁদে মরে,
পাইনা মনে শান্তনা।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
কখনো ফিরে কি পাব না,
হারানো তোমার ঠিকানা।
কখনো ফিরে কি পাব না,
হারানো তোমার ঠিকানা।
সুঃখের পৃথিবী ছেড়ে,
যদি আমি যায় সরে,
শেষ দেখা দেখে কি যাবে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
একাকী গভীর রাতে তোমার কথা ভেবে,
কিছুতেই ঘুম চোখে আসে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
একাকী গভীর রাতে তোমার কথা ভেবে,
কিছুতেই ঘুম চোখে আসে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু,
আমার বাঁধা মানে না।
এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরের এই গানটি আমার ভীষণ পছন্দের। অনেক ছোটবেলা থেকে আমি এই গানটি শুনে আসছি খুবই ভালো লাগে আমার কাছে। আসিফ আকবরের বিরহের যতগুলি গান আছে সব গানই আমার অনেক ভালো লাগে। আগে আমার মোবাইলে আসিফ আকবরের এসব বিরহের গান গুলো অ্যালবাম আকারে ডাউনলোড করা থাকতো। এই গানটি কভার করে আজকে আপনাদেরকে শোনাতে পেরে ভীষণ ভালো লাগছে।
পোস্টের বিবরন
পোস্টের ধরন | কভার গান |
---|---|
ডিভাইস | স্যামসাং এফ-৫৪ |
তারিখ | ১৭ ই আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ |
লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


আসিফের এই গানটি শুনেনি এমন লোক পাওয়া মুশকিল। একটা সময় খুব জনপ্রিয় একটি গান ছিল এটি। তবে আপনার গলায় শুনতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি গান পরিবেশন করার জন্য ভালো থাকবেন।
আসিফ আকবরের এই গানটি সবার কাছেই অনেক প্রিয়। আমার গলায় গানটি শুনতে পেরে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।
আপনার গাওয়া আজকের এই গানটা শুনে আমার তো মন একেবারে ভালো হয়ে গেলো নিমিষেই। এর আগেও আপনার কন্ঠে সুন্দর সুন্দর গানগুলো শুনেছি। আপনি আজকে যে গানের কভার করেছেন, এই গানটা কিন্তু আমার খুবই পছন্দের একটি গান। গানটা আমি তো মাঝে মাঝেই শুনে থাকি। অনেকদিন ধরেই এই গানটা শোনা হয়নি। কিন্তু এতদিন পর আপনার কন্ঠে শুনে খুব ভালো লাগছে। খুব চমৎকার ভাবে আপনি পুরো গানের কভার সম্পূর্ণ করেছেন। প্রতিনিয়ত সুন্দর সুন্দর গানগুলো শুনতে চাই ভাইয়া এরকম ভাবে।
আসিফ আকবরের এই গানটা আমিও অনেক বেশি পছন্দ করি অনেক ছোটবেলা থেকেই এই গানটা আমার খুব প্রিয়। সুন্দর গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এক সময়ে আসিফ আকবর ছিল তরুন তরুনীদের ক্রাস। তার গান শুনলে সবাই ’ফিদা হয়ে যেত। আর এই গানটি তো তার বেশ জনপ্রিয় একটি গান। আমার বেশ প্রিয় একটি গান। আপনি বেশ সুন্দর করে গানটি কভার করার চেষ্টা করেছেন। আপনার মুখে গানটি শুনে বেশ ভালো লাগছে। ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য।
এটা সত্যি বলেছেন এক সময় আসিফ আকবর তরুণ তরুণীদের ক্রাশ ছিলো। আমার কন্ঠে গানটি শুনতে পেরে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বন্ধুরা মিলে দারুন গান গেয়েছেন ভাইয়া।আপনার কন্ঠে সবসময় লালনগীতি শোনা হয়। আর আজকে এত সুন্দর একটি গান পরিবেশন করেছেন শুনে অনেক ভালো লাগলো। এই গানটি আপনার কন্ঠে কিন্তু বেশ ভালো লাগছে ভাইয়া। দারুন গেয়েছেন আপনি।
এই গানটা আমারও অনেক প্রিয় তাই কভার করে আপনাদের সাথে শেয়ার করেছি। অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য করে ভালো লাগলো।
বোঝাই যাচ্ছে আপনি গান প্রেমী মানুষ আর পঞ্চম শ্রেণীতে গান গেয়ে আপনি পুরস্কার পেয়েছিলেন এটা জেনে খুবই ভালো লাগলো। আপনার গান মাঝে মাঝেই শুনি তাছাড়া খুব কাছ থেকে আপনার গান শোনা হয়েছে। আজকে খুবই জনপ্রিয় একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এই গানটা আমার অনেক বেশি পছন্দের। ধন্যবাদ শেয়ার করার জন্য।
এই গানটা যে তোমার অনেক পছন্দের সেটা আমি জানি। তুমি আর আমি দুজন মিলে যখন এই গানটা একসাথে গায় তখন খুব উপভোগ করি। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
বিরহের গান গভীর রাতে একা একা শুনতে খুব ভালো লাগে। আমিও কেন জানি বিরহের গান শুনতে খুব পছন্দ করি। আগে অনেক শুনা হতো কিন্তু এখন আর সময় পাওয়া যায় না। আপনার কণ্ঠে এত সুন্দর একটি গান শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান কভার করার জন্য।
এটা সত্যি বলেছেন আপু বিরহের গানগুলো একা একা শুনতে ভাল লাগে। আমি নিজেও বিরহের গানগুলো শুনতে অনেক বেশি পছন্দ করি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনতে পেলাম। আপনি বরাবরই খুবই চমৎকার গান গেয়ে থাকেন। আজকের এই গানটি আমার ভীষণ পছন্দের। আপনাদের চমৎকারভাবে কভার করেছেন গানটি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
বাহ্ আপনিও এই গানটি অনেক পছন্দ করেন জেনে খুশি হলাম ভাই। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসিফ আকবরের গান গুলো শুনতে বেশ ভালো লাগে। তবে আপনার কন্ঠে এই গানটি শুনে মুগ্ধ হলাম। আপনার কন্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কন্ঠে আসিফ আকবরের গান শুনতে পেরে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই গানটি আমার খুব প্রিয়। আজকে আপনি খুব জনপ্রিয় একটি গান কভার করেছেন। আসিফ আকবরের এই গানটি আমিও ছোটকালে অনেকবার শুনেছি। সত্যি আপনার কন্ঠে বিরহের গানটি শুনে অনেক ভালো লাগলো। আপনি পুরনো একটি গান অনেক সুন্দর করে কভার করেছেন আমাদের মাঝে। এত সুন্দর করে গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ্ আপনিও দেখছি এই গানটি অনেক পছন্দ করেন। আমার কন্ঠে বিরহের এই গানটি শুনতে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।