করোনাকালীন সময়ে আবিষ্কৃত ভ্যাকসিন পুরোপুরি নিরাপদ ছিলনা আমাদের শরীরের জন্য

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

vaccine-5926664_1280.jpg

ছবির উৎস

আজকে কোন টপিক নিয়ে লিখতে চলেছি এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।আপনাদের নিশ্চয়ই ২০২০ সালটার কথা সবারই মনে আছে।মানুষ কতটা অসহায় হয়ে পড়েছিল ওই সময়টায়।সবচেয়ে খারাপ লাগার বিষয় যেটা ছিল যারা নিম্নবিত্ত শ্রেনীর মানুষ ছিলেন তাদের দিনগুলো একদম দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কেটেছিল।অনেকে কর্মচ্যুত হয়েছিলেন ওই সময়টাতে।আবার শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল।যদিও কিছুদিন পর সবকিছু অনলাইন কেন্দ্রিক হয়ে গিয়েছিল।কিন্তু অনলাইন এবং অফলাইনে অনেকটাই পার্থক্য রয়েছে যেটা আমাদের সকলেরই জানা।আজকে এতদিন পর আপনাদের মাঝে ওই সময়টার টপিক নিয়ে হাজির হওয়া এজন্য।কদিন আগে একজনের সঙ্গে কথা হওয়ায় জানতে পারলাম এই বিষয়টি আরকি।তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের মতামত গুলো একটু জানি।

আপনারা তো করোনার সময় প্রায় অনেকেই ভ্যাকসিন নিয়েছিলেন।আসলে আজকের পোস্টটি ওই ভ্যাকসিন নিয়েই মূলত।আমার আগে এলার্জির সমস্যা ছিলনা।যেই বছরে করোনার ভ্যাকসিন গুলো নিয়েছিলাম সেই বছর থেকেই আমার ভয়াবহ এলার্জি শুরু হয়।আসলে এই এলার্জি শুরু হয়েছে যে এই জন্য এটা আমার কখনোই মাথায় আসেনি বলতে পারেন।তো যার কাছ থেকে সেদিন জানলাম তিনি বলছিলেন এটা আসলে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া।সবার শরীরে তো সব ধরনের প্রতিক্রিয়া দেখা যায়না।তিনি বলছিলেন ওই ভ্যাকসিন নিয়ে নাকি তার এরকম এলার্জি হয়েছে।তখন আমি আমার ভ্যাকসিন দেওয়ার তারিখ গুলো মিলিয়ে দেখলাম আসলেই ওইটা নেওয়ার কিছুদিন পরেই আমার এই এলার্জি শুরু হয়েছিল।যেটার প্রতিক্রিয়া এখন ধীরে ধরে কমতে শুরু করেছে।অর্থাৎ যেই বছর নিয়েছিলাম সেই বছর অতিরিক্ত বেশি এলার্জি ছিল এরপর থেকে বছর অন্তর কমেছে।

তার মানে বুঝতে পারছেন আমাদের শরীরে ঐ ভ্যাকসিন অনেকটাই প্রভাব ফেলেছে। ভবিষ্যতে আরও ইন্টারনাল কোনো প্রভাব ফেলবে কিনা সেটা আমরা কেউ জানিনা।আমি এই ভ্যাকসিন নেওয়ার পক্ষে একদমই ছিলাম না।কারণ আমার কাছে চাইনিজ ভ্যাকসিন থেকে শুরু করে যেগুলো পরিবর্তীতে এসেছিল সবগুলো নিয়েই কনফিউশন ছিল।কারণ দেখুন না করোনার উপসর্গ হচ্ছে হাঁপানি।আর এই রোগ কখনোই কারো পুরোপুরি ঠিক হয়না আমার জানামতে।এটিকে নিয়ন্ত্রণে রাখা যায় তবে পুরোপুরি কিউর করা কখনোই সম্ভব নয়।তাছাড়া যাদের ইমিউনিটি স্ট্রং আমার মতে তাদের ভ্যাকসিন নেওয়াটা একধরনের বোকামি ছিল।ওই সময়টাতে আমার একবারও জ্বর ও আসেনি।তো আমি যদি অন্যের কথা শুনে ভ্যাকসিন টা শেষের দিকে এসে না নিতাম তাহলে আমার এই এলার্জির সমস্যাতে পড়তে হতনা।আমার যেটা মনে হয় যাদের কোনো রোগ নেই বা ইমিউনিটি বেশ স্ট্রং তাদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এই এলার্জির দেখা দিয়েছে ওই ভ্যাকসিন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date -3rd September,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

নিউজ চ্যানেল এবং সোশ্যাল প্লাটফর্মে কর্নাকালীন ভ্যাকসিনের বিষয়ে নানা পোস্ট এবং নিউজ দেখছি।
আসলে তখন তো এর প্রভাব বা ক্ষতিকর দিকটি বুঝতে পারে নাই কেউ কিন্তু এখন ধীরে ধীরে মানুষের শরীরের উপরে বিভিন্নভাবে তার প্রভাব পড়ছে।
যার কারণে বিভিন্ন গবেষণার মাধ্যমে এর ক্ষতিকার দিকগুলো উঠে এসেছে।
যাইহোক যা হবার তো হয়েই গেছে এখন তো আর বললে ফেরত দেওয়া যাবে না।
সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে যেন পরবর্তীতে আর কোন গজব আমাদের উপর না আসে।
আপনি সুন্দর আলোচনা করেছেন এই বিষয়ে খুবই ভালো লাগলো পড়ে।

 7 months ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

আমিও প্রথমে ভেবেছিলাম করোনা ভ্যাকসিন নিবো না। কারণ আল্লাহর রহমতে আমারও জ্বর কিংবা অন্য কোনো সমস্যা তখন দেখা দেয়নি। তাছাড়া আমার একটা ধারণা ছিলো আমি করোনায় আক্রান্ত হবো না। তবে পরিবারের ইচ্ছে তে শেষ পর্যন্ত তিন ডোজ ভ্যাকসিন নিতে বাধ্য হয়েছি। আমিও শুনেছি অনেক মানুষের নাকি ভ্যাকসিনের কারণে কিছু সাইড ইফেক্ট দেখা দিয়েছে। যাইহোক আপনার এলার্জি ধীরে ধীরে কমছে, জেনে খুব ভালো লাগলো। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

জি,ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

আমি এই ভ্যাকসিন দিব না ভেবেছিলাম।কারন আমার খুব এলার্জি।তাই ভয়ে ছিলাম কি হয় না হয়।কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভ্যাকসিন নিয়েছিলাম।কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার কিছুই হয়নি।সবার তো আর হয়না।তবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল বলে দিতেই চাইনি।তবে পরে কাগজের কথা ভেবে দিয়েছি।কারন এই কাগজ সব কাজেই নাকি লাগবে এজন্য। ধন্যবাদ আপু সুন্দর ভাবে বিষয়টি শেয়ার করার জন্য।

 7 months ago 

জি আপু।

 7 months ago 

করোনাকালীন সময়ে আবিষ্কৃত ভ্যাকসিন আমাদের শরীরের জন্য পুরোপুরি নিরাপদ ছিল কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন আসতেছে। কারন অনেকের শরীরে এলার্জির সমস্যা দেখা দিয়েছে। যার ফলে সবাই সেই করোনার ভ্যাকসিনকে দায়ী করছে। সেটা কতটা সত্যি গভেষনা ছাড়া কিছু বলা যাচ্ছে না। ধন্যবাদ।

 7 months ago 

জি ভাইয়া,ধন্যবাদ।

"❤️ Hey friends! 👋 I'm Rahanumannur Disha, a proud Bangladeshi 🇧দেশ🌹, currently pursuing my honors 3rd year 📚. It's been over a year since I've been part of this amazing Bengali community 💖! I just love writing and reading in our beautiful language 🙏, exploring new topics, clicking photos 👀, creating art, listening to music 🎶, and watching Bangla plays/dramas 📺. Looking forward to sharing more exciting content with you all very soon 🚨! Please vote for @bangla.witness as witness by going to https://steemitwallet.com/~witnesses. We're working hard to improve and expand the ecosystem 💪, and your support means everything 🙏! #BengaliCommunity #SteemProMobile"