টুথব্রাশ এর উপর একটি রিভিউ

in CoPi3 years ago (edited)

টুথব্রাশের সাহায্যে দাঁত পরিষ্কার রাখার উদ্দেশ্যই হচ্ছে দাঁতের আবরণ ও ফাঁকা জায়গায় অবস্থানরত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দূরে রাখা।

image.pngimage source

বাজারে প্রচলিত অনেক ধরনের টুথব্রাশই আছে। আমরা অনেক সময় হিমসিম খেয়ে যাই কোনটা রেখে কোনটা কিনব। একটি ভালো টুথব্রাশ আপনার স্বাস্থ্য সুরক্ষায় যেমন কার্যকরী ভূমিকা রাখতে পারে, তেমনি একটি নিম্নমানের টুথব্রাশ আপনার স্বাস্থ্যহানির কারণ হতে পারে। সৃষ্টি করতে পারে দন্ত ক্ষয় রোগ, মাড়ির প্রদাহ সহ বিভিন্ন রোগ।

image.png
image source

ভালো টুথব্রাশ চেনার উপায়
১। ব্রাশের সঙ্গে ‘হাইজেনিক ক্যাপ’ আছে কিনা সেটি লক্ষ্য করা। এটি একটি প্লাস্টিকের তৈরি আবরণ যা ব্রাশের ফিলামেন্ট গুলুকে ঢেকে রাখে।

২। ব্রাশের ফিলামেন্টগুলো অবশ্যই নরম হতে হবে। ‘হার্ড ব্র্যাশ’ বা শক্ত টুথব্রাশ মাড়ির প্রদাহ ও দন্ত ক্ষয় রোগের অন্যতম প্রধান কারণ।

৩। টুথব্রাশের ‘নেক’ বা ঘাড় এটি সোজা হলেই ভালো হয়। এটি বাঁকানো বা হেলানো থাকলে খুব একটা কাজে লাগে না।

৪। ‘হ্যান্ডেল’ বা যে স্থানটি ধরে আমারা ব্রাশ করি সেটি সহজেই হাতের মুঠোয় আসে এমন টুথব্রাশ ব্যবহার করা ভালো।

৫। ছয় সপ্তাহ পর আপনার ব্রাশটি ফেলে দিবেন। সাধারণত দেখা যায়, ছয় সপ্তাহের ভেতর ব্রাশের ফিলামেন্টগুলো ফেটে যায়।

================♣================
সর্বপুরি টুথব্রাশ এর রেটিং
প্রয়োজনীতা ★★★★★৫/৫
দাত রক্ষায় ★★★★★/৫
দামে ★★★★৪/৫

সর্বপুরি আমার মতে প্রয়োজন ★★★★★৫/৫

Sort:  

ভাই, এটা কোন কোম্পানির টুথব্রাশ সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ দুনিয়ায় টুথব্রাশ এর তো অভাব নাই, সুতরাং যেটার রিভিউ ই লিখবেন পোডাক্ট এর মডেল, নাম এবং কোম্পানির নাম উল্লেখ করতে হবে।

 3 years ago 

ভাই আমি ত টুথব্রাশ এর উপকারিতা ও চেনার উপাই দেখিয়েছি

Review must be specific....