Review for Turki Cap (No model):

in CoPi3 years ago
তুর্কী টুপিঃ আমরা যারা মুসলমান নিয়মিত নামাজ পড়ে থাকি, তারা মোটামুটি সবাই টুপি মাথায় দিয়েই নামাজ পড়ি। টুপি পড়া সুন্নত বা ওয়াজিব না, কিন্তু তারপর ও আমরা টুপি মাথায় দিই, কারণ টুপি নামাজের সৌন্দর্য বৃদ্ধি করে। টুপি কিনতে গিয়ে আমরা অনেকেই দ্বিধা-দ্বন্দে পড়ে যাই, কারণ বাজারে অনেক টুপি আছে, তাই কোনটা ভালো মানের টুপি আমরা সহজে বুঝতে পারি না। তবে আমি সব সময় তুর্কী টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে থাকি। আমার কাছে তুর্কী টুপি অনেক পারফেক্টবল।

image.png

১. এটি অনেক মিহি সুতায় তৈরি, যার কারণে মাথায় পড়তে অনেক আরাম।
২. এটি বিভিন্ন কালারের পাওয়া যায় এবং টেকসই কালার।
৩. সহজেই পকেটে বহনযোগ্য।
৪. বিভিন্ন সাইজের পাওয়া যায়।

চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★(৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুনাগুনঃ ★★★★(৫/৫)
ব্যবহারের সুবিধাঃ★★★★(৫/৫)
দামঃ ★★★★★ (৫/৫)

প্রতিটা পন্য ক্রয় করার আগে আমাদেরকে অবশ্যই পন্যটির সম্মন্ধে অবশ্যই ভালো করে জেনে নিতে হবে। আর এটা জানার অন্যতম উপায় হচ্ছে প্রোডাক্টটির রিভিউ বিশ্লেষণ করা।