শ্বাসরুদ্ধকর ম্যাচ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
কোপা দেল রে গুরুত্বপূর্ণ একটা ট্রফি। ট্রেবল জিততে হলে অবশ্যই এটা জিততে হবে। কোপা দেল রে এর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল রিয়াল সোসিয়েদাদ। প্রথম লেগ শেষে ১-০ তে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। গতকাল দ্বিতীয় লেগে আবার মাঠে নেমেছিল দুইদল। যথারীতি আমি ভেবেছিলাম রিয়াল মাদ্রিদ সহজেই ম্যাচটা জিতে যাবে। কিন্তু সেটা মোটেই হয়নি। রিয়াল সোসিয়েদাদ কঠিন পরীক্ষা নিয়েছে রিয়াল মাদ্রিদের। গতকাল রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ছিল আঠারো বছর বয়সী তরুণ এন্ড্রিক। কোপা দেল রে এর ৪ ম্যাচে এন্ড্রিক চারটা গোল করেছে ইতিমধ্যে। এইজন্যই কার্লো আনচেলওি তাকে শুরুর একাদশে রাখে। অন্যদিকে সোসিয়েদাদ মাঠে নামে ৪-৩-৩ ফর্মেশনে।
খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত দেড়টায়। প্রথম থেকেই সোসিয়েদাদ বেশ আক্রমণাত্মক খেলছিল। ফলাফল ম্যাচের ১৬ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। এবং তারা ০-১(১-১) গোলে এগিয়ে যায়। এবং এগ্রিগ্রেডে সেটা দাঁড়ায় ১-১। আবার খেলা চলতে থাকে। ম্যাচের ৩০ তম মিনিট তখন। অসাধারণ একটা বল দেয় ভিনিসিয়াস জুনিয়র। বলটা নিয়ে এন্ড্রিক ছুটে যায় এবং গোলকিপার কে বোকা বানিয়ে দারুণ একটা গোল করে। এই গোলে আবার ম্যাচে ফিরে আসে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে চলতে থাকে একের পর এক আক্রমণ। তবে ম্যাচের ৭২ মিনিটে ডেভিড আলাবা আত্মঘাতী গোল করে আবার ম্যাচে ফিরে আসে রিয়াল সোসিয়েদাদ।
ম্যাচের ৮০ মিনিটে আরেকটা গোল করে রিয়াল সোসিয়েদাদ। এবং তারা ১-৩(২-৩) গোলে এগিয়ে যায়। অনেকেই ভেবেছিল এখানেই শেষ। কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা তখনই শুরু হয়। ম্যাচের ৮২ মিনিটে ভিনিসিয়াস এর অ্যাসিস্টে গোল করে জুড বেলিংহাম। ম্যাচে আবার সমতা ফিরে আসে। এর কিছুক্ষণ পর ৮৬ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে হেড দিয়ে গোল করে চুয়োমিনি। ম্যাচে আবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ফলাফল তখন (৪-৩)। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবার গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে রিয়াল সোসিয়েদাদ। ম্যাচ তখন ৪-৪ গোলে ড্র। খেলা চলে যায় অতিরিক্ত সময়ে। ম্যাচ নাটকীয়তার জমে উঠে।
অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই কার্লো আনচেলওি বেশ কিছু পরিবর্তন করে। রুডিগের এবং আর্দাগুলার মাঠে নামে। খেলা চলতে থাকে। দুই দলই আক্রমণ করতে থাকে। তবে ম্যাচের ১১৫ তম মিনিটে আর্দা গুলারের নেওয়া কর্ণার কিক থেকে দারুণ হেডে দারুণ একটা গোল করে রুডিগের। ম্যাচে ৫-৪ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল হয়নি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ এবং ফাইনালে পৌছে যায়। ম্যাচে দুই অ্যাসিস্ট করে সর্বোচ্চ ৮.৯* রেটিং নিয়ে ম্যাচসেরা হয় ভিনিসিয়াস। আজ রাতে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। এদের মধ্যে থেকে একদল চলে যাবে ফাইনালে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1907363226226208786?t=oZJhW0pRcLfgAveLnNdZ_w&s=19
https://x.com/Emon423/status/1907363604753793417?t=5_gV50fFHWOFuXiwfvz_BQ&s=19
https://x.com/Emon423/status/1907363900288532853?t=NJweLvI_pQHiCQ_uI3_MOQ&s=19
https://x.com/Emon423/status/1907364154417230102?t=4ekXWXxsjjPeCFRT_LVSAg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
শ্বাসরুদ্ধকরের চাইতে বেশী কিছু থাকলে সেটাই হয়েছে এই ম্যাচে!! কারো হার্ট দুর্বল থাকলে নির্ঘাত হার্ট ফেইল করে ফেলবে এই ধরনের ম্যাচ দেখতে দেখতে!
ধন্যবাদ আপনাকে এই ম্যাচটিকে সুন্দরভাবে উপস্থাপনের জন্যে।
ভাল থাকুন।