কোপা দেল রে ফাইনাল!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গতকাল রাতে কোপা দেল রে এর ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ফাইনাল যখন এল ক্ল্যাসিকো উওেজনা টাই আলাদা। এই সিজেনে রিয়াল মাদ্রিদের সময় টা মোটেই ভালো যাচ্ছে না। আগের দুই ম্যাচেই বার্সেলোনার কাছে বেশ বড় ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এইজন্য এই ম্যাচটা তারা বেশ সিরিয়াসলি নিয়েছিল। গত সপ্তাহে চ্যাম্পিয়ন লীগ থেকেও ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে একটা অপশন ছিল জেতার। কিন্তু সেটাও হয়নি। ম্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত ২ টাই। ম্যাচটা ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বেশ উওেজনা বিরাজ করছিল। ইঞ্জুরি থেকে ফিরলেও এইদিন শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে।
৪-৪-২ ফর্মেশনে রিয়াল মাদ্রিদকে মাঠে নামায় কার্লো আনচেলওি। অন্য দিকে বার্সেলোনার ফর্মেশন ছিল ৪-২-৩-১। খেলা শুরু হয়। ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। বলা যায় বল কন্ট্রোল আক্রমণ সবকিছুতেই তারা এগিয়ে ছিল। মাদ্রিদ যেন শুধু আনুষ্ঠানিকতার জন্য মাঠে ছিল। ম্যাচের ২৮ মিনিটে লামিন ইয়ামাল এর অ্যাসিস্টে দারুণ একটা গোল করে পেদ্রি। পেদ্রির গোলে ১-০ তে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলের পরে রিয়াল মাদ্রিদ খেলায় ফিরে আসে। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে বেশ কিছু আক্রমণ করে। বেলিংহাম একটা গোল করলেও সেটা অফসাইডের জন্য বাতিল হয়। প্রথমার্ধ শেষ হয় ১-০ তেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামে কিলিয়ান এমবাপ্পে।
এমবাপ্পে মাঠে নামার পরেই খেলার ধরন পাল্টে যায় মাদ্রিদের। একের পর এক আক্রমণ করতে থাকে। ফলাফল ম্যাচের ৭০ মিনিটে ডিবক্সের বাইরে থেকে ফ্রিকিক পায় রিয়াল মাদ্রিদ। ফ্রিকিক থেকে দারুণ একটা গোল করে এমবাপ্পে। ম্যাচে সমতা ফিরে আসে। এটা এমবাপ্পে এর ক্যারিয়ারে প্রথম সরাসরি ফ্রিকিক গোল। এর কিছুক্ষণ পরে ম্যাচের ৭৭ মিনিটে আর্দা গুলারের নেওয়া কর্ণারকিক থেকে দারুণ একটা হেডে গোল করে চুয়োমিনি। রিয়াল মাদ্রিদ ১-২ গোলে এগিয়ে যায়। তবে সেই লিড রিয়াল মাদ্রিদ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৮৪ মিনিটে রুডিগার এবং কর্তোয়ার ভুল সিদ্ধান্তে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ম্যাচ তখন ২-২ সমতায়।
নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল না আসায় ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের কিছুক্ষণ যেতেই ভিনিসিয়াস মাঠ থেকে উঠে যায় ইঞ্জুরির জন্য। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের তখন ১১৬ মিনিট মদ্রিচের পাস ভুল করে চলে যায় কুন্দের কাছে। কুন্দে দারুণ একটা শর্টে গোল করে বার্সেলোনা কে লিড এনে দেয়। ম্যাচের বাকি সময় টা কেটেছে বেশ নাটকীয়ভাবে। রিয়াল মাদ্রিদের তিনজন খেলোয়ার বেলিংহাম, রুডিগার, লুকাস ভাসকেজ কে দেখানো হয় লাল কার্ড। ম্যাচটা শেষ হয় বার্সেলোনা ম্যাচটা জিতে যায়। এবং এই সিজেনে বার্সেলোনার কাছে এটা রিয়াল মাদ্রিদের টানা তিনটা হার। তবে ম্যাচে বেশ ভালো খেলেছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের বাচ্চাসুলভ কিছু ভুলে তাদের ম্যাচটা হারতে হয়।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1916423457245630490?t=1tU7aosx9kYLAKRYxaik2A&s=19
https://x.com/Emon423/status/1916423703165911203?t=R8SfNX9ds0ym8IhijLbgOA&s=19
https://x.com/Emon423/status/1916423964475425097?t=qZ3OfyNGriEZ36MuQTteog&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
পাঁচ মিনিটের মধ্যে খেলার ফলাফল পাল্টে গেল সত্যি সেই মুহূর্তটা অনেক খারাপ ছিল। ৮৫ মিনিটে গোল হজম করা মানেই ম্যাচটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া । তখনই বুঝে ফেলেছিলাম রিয়াল মাদ্রিদ এর পক্ষে এই ম্যাচটি জেতা আর সম্ভব নয় ।আবার পাঁচ মিনিট আগে গোল হজম করে হেরে যাওয়া সত্যিই অনেক কষ্টের । যাই হোক আগামী দিনগুলোতে প্রিয় দলের জন্য শুভকামনা রইল।