স্পোর্টস রিভিউ :- আর্জেন্টিনা বনাম পেরু মধ্যকার ম্যাচ।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
আর্জেন্টিনা দলের লাইন আপ।
পেরু দলের লাইন আপ।
খেলার রিভিউ
আপনারা সবাই জানেন বর্তমানে সময়ে কোপা আমেরিকা চলছে। লাতির আমেরিকার সবচেয়ে বড় আসল হলো এই কোপা আমেরিকা। আজকে এই কোপা আমেরিকার নিজেদের শেষ ম্যাচে হয়েছিল এবং আর্জেন্টিনা। আর্জেন্টিনা খেলা প্রথম থেকেই তারা আধিপত্য বিস্তার করছিল। ক্ষণে ক্ষণে তারা আক্রমণ করছিল। খেলা তখন ৬ থেকে ৭ মিনিটের মাঝামাঝি এই সময় একটা শট নাই শট উপর দিয়ে বেরিয়ে যায়। সব মিলে প্রত্যেকটা প্লেয়ার বেশ ভালোভাবেই আক্রমণ করে চলেছিল। খেলা দেখে মনে হয়েছিল পেরু ডিফেন্স খুব সহজেই ভেঙে যাবে। যা খেলা প্রথম থেকে খুব জাঁকজমকপূর্ণভাবেই শুরু হয়েছে।
আর্জেন্টিনার তারা প্রতিপক্ষ যে সাপ তৈরি করছে সেই সাপের ফলে শেষ পর্যন্ত ঠিকই তারা সকল কাম হয়েছে। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে লাউতার এ মার্টিনে বেশ ভালো ফর্মে রয়েছেন। এবং তার দেয়া প্রথম গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। সম্ভাব্য এই গোলের সুবাদে তার এই টুর্নামেন্টের তিন নাম্বার গোল। যখন প্রতিপক্ষের উপর বারবার চাপ সৃষ্টি করে তখন গোল হবে এটাই স্বাভাবিক। আসলে বিপক্ষ টিম যদি মাঝ মাঠে খেলা ধরে না রাখতে পারে তাহলে গোল হবে।
খেলায় যখন ৭১ মিনিটের মাথায় ঠিক তখন আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়। যেহেতু মেসি ভিহীন আর্জেন্টিনা খেলছে তাই ভেবেছিলাম ডি মারিয়া অথবা মার্টিনেজ পেনাল্টি নিবেন। কিন্তু শেষ পর্যন্ত প্যারাদাস। অবশ্য তিনি এই প্লান্টি থেকে গোল দিতে পারেনি গোল্ড তিনি মিস করেছেন। যদি এই গোলটি দিতে পারতো তাহলে তারা এই সময় দুই গোলে এগিয়ে যেত। তারপরও খেলা ভাব দেখে মনে হয়েছিল যেন আর্জেন্টিনা এখনো গোল করবে।
পেরু খুব বেশি আধিপত্য বিস্তার করতে পারে নাই। বর্তমান সময় আর্জেন্টিনা ডিফেন্স এতটাই কঠিন এদের ভাঙা অনেক কষ্টসাধ্য। কারণ সমীকরণে বলে দিছে লাস্ট অনেক গুলো ম্যাচে তারা গোল খুবই কম খেয়েছে। তারপরও এর মধ্যে একটি শর্ট নিয়েছিল শর্টটি দেখার মত ছিল গোল হওয়ার কথা ছিল কিন্তু বা আর কষ্ট লেগে ভরে যায়। তারা বেশ চেষ্টা করেছিল গোল শোধ করার কিন্তু কোন ভাবে সুযোগ দেয়নি। তাই তাদের চেষ্টা কখনো সফল হতে পারি নাই।
খেলা প্রায় শেষের দিকে বলতে পারেন ২-৫ মিনিট খেলা রয়েছে আর। অর্থাৎ খেলা তখন চলে সম্ভাব্য ৮৫ মিনিট থেকে ৮৬ মিনিটের মধ্যে। ঠিক সেই সময় ডি বক্সের মধ্যে আবারো বল পাই লাউতারে মার্টিনেজ। দুইটা পেলেয়ার কাটিয়ে খুব সুন্দর ভাবে গোলটি দিয়ে দেয়। আর এই গোল দেওয়ার সুবাদে তার এই টুর্নামেন্টে গোলদারের চারটি গোল। যেভাবে অপ্রতিরোধ্য ভাবে চলছে সে হয়তো বা এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি হবেন। এই গোলটি হওয়ার পরে বোঝাই গেল পেরুয়ার কোনভাবেই কাম ব্যাক করতে পারবেনা।
পেরু খেলা শেষের দিকে খুবই চমৎকার একটা শট নিয়েছিল। কিন্তু সেই শটটা ও পরস্থ করে দিয়েছিল আর্জেন্টিনার গোলকিপার। মাঠে পাওয়ার মতো তাদের এটু কি ছিল। এদিকে আর্জেন্টিনা এই জয় তারা তিনটা ম্যাচে তিনটায় জয় লাভ করে গ্রুপকে শীর্ষে থাকলো। এবং তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল। এই ম্যাচে মেসি ছিল না হয়তোবা আমরা আশা করছি কোয়ার্টার ফাইনালে তাকে দেখা যাবে। আর কোয়ার্টার ফাইনালে খেলবে বলেই তার একটু সমস্যা ছিল যার কারণে তিনি এই ম্যাচে ছিলেন না। আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা রইল।
পোস্ট বিবরণ
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | poco M2 |
স্ক্রিনশট সোর্স | TyC Sports |
লোকেশন | মেহেরপুর |
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
https://twitter.com/ABashar45/status/1807267183233216658?t=CygJ_VSiZFtwX6gJXEM5xg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে এই ম্যাচ টি দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সকাল বেলা ঘুম থেকে দেরি করে উঠার কারণে খেলা টি দেখার সুযোগ হয়নি। তবে আপনি দেখছি খুবই সুন্দর ভাবে পুরো খেলাটি রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে পুরো খেলার মধ্যকার বিষয় গুলো ভালো ভাবে জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর করে খেলাটি রিভিউ করার জন্য।
যাক ভাই আপনি আমার রিভিউ দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন এটা যেন বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমান সময়ে আর্জেন্টিনা যেভাবে শুরু করেছে তা দেখে খুবই ভালো লাগছে। কারণ এখন আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার এতটাই ভালো ফর্মে রয়েছে যার কারণে তাদের খেলাটা দেখে খুব ভালো লাগে। প্রিয় দল যখন জয় লাভ করে তখন তো মনের মধ্যে অন্যরকমের ভালো লাগার কাজ করে।
আসলেই তাদের খেলা দেখেই মনে হচ্ছে তাদের স্বর্ণ যুগ চলছে। সবাই অনেক ভালো খেলছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
মেসি নিজের ইঞ্জুরির জন্য বাইরে ছিলেন অন্যদিকে নিষেধাজ্ঞার জন্য মাঠে ছিলেন না কোচ স্কালোনি। এমন অবস্থায় তরুন আর্জেন্টাইন রা বেশ ভালো খেলেছে। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে আর অপেক্ষা করতে হয়নি। দারুণ একটা জয় তুলে নিয়ে আসে। শতভাগ জয় নিয়ে পরের রাউন্ডে আর্জেন্টিনা।
তাদের এই দলে যথেষ্ট ব্যালান্স রয়েছে। আর এর কারণে কোন কিছুতেই তাদের আটকে রাখা যাচ্ছে না। তবে মনে হচ্ছে এবারও কোপা আমেরিকায়ও তারা ভালো কিছু করবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আমি বিশ্বকাপ আসর ছাড়া ফুটবল তেমন দেখি না। তবে নিউজ পড়ে এটা জানতে পেরেছি যে এখন কোপা আমেরিকা আর ইউরো চেম্পিয়ানশিপ চলতেছে। আর্জেন্টিনার খেলা হলে বাংলাদেশে কিছুটা উত্তেজনা থাকে। যায়হোক খেলা না দেখলেও আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম মেসি বিহীন আর্জেন্টিনা পেরুর সাথে ভালোই খেলা দেখিয়েছে। পেনাল্টিটা হলে তিনটা গোল হতো। ধন্যবাদ।
আমি অন্য কিছু না দেখলেও খেলার সম্বন্ধে বেশ খোঁজ খবর রাখি এবং রাখার চেষ্টা করি। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।