ঈদের সমন্বয় ডিউটি চলছে।।
বাংলা ভাষার কমিউনিটি
Image source https://pixabay.com/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে নিজের জীবনের এক টুকরো অংশ শেয়ার করবো। আজকে শুক্রবারে অফিস করতেছি। সেই কারনটি আজকে তুলে ধরছি।
বর্তমানে রমজান মাস চলতেছে। আজকে ১৪ই মার্চ ১৩ তম রোজা অতিক্রম হচ্ছে। দেখতে দেখতে রমজানের রহমতের দশ দিন অতিক্রম হয়ে মাগফিরাতের তিনদিন চলে যাচ্ছে। আর রোজা শেষ হলেই আসে খুশির ঈদ। ঈদের খুশি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে। ঈদের আমেজ পাওয়া যাচ্ছে।
আমাদের অফিসেও ঈদ নিয়ে আলাপ আলোচনা চলছে। ঈদের সময় অফিস কতদিন বন্ধ থাকবে সেটা নিয়ে চলছে ঝল্পনা কল্পনা। প্রতি বছর আমাদের অফিস সর্বনিম্ন আটদিন বন্ধ থাকে। এই বছর আটদিন থেকে কমার কোন সম্ভাবণা নেই, তবে ছুটি বাড়তে পারে। যদি আটদিনও ছুটি দেয় তিনদিন সরকারি ছুটি থাকে তিন দিন সমন্বয় করে দিতে হয়। আর দুটি সাপ্তাহিক শুক্রবারের ছুটি থাকে।
এই বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পতন হলে, বর্তমান সরকার আগের সরকারের চাপিয়ে দেওয়া কিছু ছুটি বাতিল করে ঈদের ছুটি বাড়িয়েছে। আগে ঈদের সময় সরকারি ছুটি পেতাম তিনদিন এই বছর সরকারি ছুটি পাঁচদিন করা হয়েছে। যার ফলে যদি আমাদের আটদিন ছুটি দেয় তাহলে একদিন সমন্বয় করে দিতে হবে।
আজকে শুক্রবার হওযার পরেও অফিসে আসার কারন হলো সমন্বয় ডিউটি চলছে। তবে শুক্রবারে কাজের চাপ তুলনামূলক কম থাকে। তেমন বেশি ফোন আসে না। নিরিবিলিতে কাজ করে দিনটি শেষ হয়। সকাল নয়টার সময় অফিসে এসে কিছু কাজ করে সাড়ে বারোটার দিকে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিলাম। নামাজ পরে এসে আবার কাজে যোগ দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে পাঁচটার সময় ছুটি হবে।
রমজান মাসে আমাদের অফিস টাইম নয়টা টু পাঁচটা। পাঁচটার সময় ছুটির আগে ইফতারির টাকা দেয়। প্রতি বছরই অফিস থেকে ইফতারির টাকা দেয়। জামেলার কারনে অফিস থেকে কোন রকম ইফতারি সরবরাহ করা হয় না। সবাই টাকা নিয়ে বাহির থেকে ইফতারি কিনে।
কয়েকদিনের মধ্যে হয়তো ঈদের বোনানস দিতে পারে। আমাদের অফিসে যার যত সেলারি তার ৫০% ঈদে বোনাস দেয়। বোনাস পেলে সবার মন খুশি থাকে শপিং টা ভালো হয়। এই বছর ঈদের সম্ভাব্য তারিখ পড়েছে ৩১শে মার্চ। ২৭ তারিখ অফিস ছুটি হলে ২৯ তারিখ বাড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক আল্লাহ ভরসা।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ১৪-০৩-২০২৫ |
সময় | দুপুর ৩.১০ মিনিট |
স্থান | কাঠেরপুল, নারায়নগঞ্জ, ঢাকা। |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
শুক্রবার অফিস আমার কাছে নতুন কিছু না। আমাদের প্লান্ট প্রায় বছরের সবসময়ই শুক্রবার চলে কারণ প্রোডাকশনের চাপ। তবে এবার অনেক সাধারণ অফিস এমনটা করবে ছুটি সমন্বয় করে দিবে।