"হরেক রকম সবজির মিশ্রণে সুস্বাদু ও পুষ্টিকর নিরামিষ রেসিপি"

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

Picsart_25-02-18_20-48-53-095.jpg

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় নিরামিষ খাবারের গুরুত্ব অপরিসীম। এটি শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয়, বরং স্বাদেও অনন্য হতে পারে যদি সঠিক উপাদান এবং রান্নার কৌশল অনুসরণ করা হয়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ, পুষ্টিকর এবং সুস্বাদু নিরামিষ রেসিপি, যা পেঁপে, বেগুন, আলু, কাঁচকলা, কলার থোড় ও গাজরের সমন্বয়ে তৈরি করা হয়েছে।এই সবজিগুলো একসঙ্গে রান্না করলে যে স্বাদ তৈরি হয়, তা একেবারেই আলাদা এবং বিশেষ। নিরামিষ খাবারে প্রাকৃতিক স্বাদ বজায় থাকে, যা শরীরের জন্যও বেশ উপকারী। বিশেষ করে যারা হালকা এবং স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শ একটি পদ।

নিয়মিত নিরামিষ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজমের সমস্যা দূর হয় এবং দেহের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সরবরাহ নিশ্চিত হয়। আজকের রেসিপিটি শুধু পুষ্টিকর নয়, বরং সহজ উপকরণে ঝটপট তৈরি করা যায়। তাই, আপনাদের জন্য ধাপে ধাপে পুরো রেসিপি শেয়ার করব, যাতে এটি তৈরি করতে কোনো অসুবিধা না হয়। আসুন, জেনে নিই কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু নিরামিষ খাবার।চলুন তাহলে শুরু করি...

1000017931.jpg

Picsart_25-02-18_20-51-32-182.jpg

উপাদানপরিমাণ
পেঁপে১টি (ছোট) ।
বেগুন২ টি ।
আলু১০ টি।
কাঁচকলা২ টি।
কলার থোড়১ পিস।
গাজর২ টি।
মসুরের ডাল১ কাপ।
মরিচ কুচি৪ টি।
পেঁয়াজ কুচি৫ টি।
তেলপরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
আদা বাটাপরিমাণমতো।
রসুন বাটাপরিমাণমতো।
লবণপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

20250113_130542.jpg

  • সবগুলো সবজি ইচ্ছামত প্রথমে কেটে নিতে হবে।আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা অন্যভাবেও কেটে নিতে পারেন।

20250113_130845.jpg

  • পরিমাণ মতো মরিচের গুড়া, হলুদের গুড়া, সজের গুড়া,পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং লবন দিলাম।

20250113_130952.jpg

  • এরপর পরিমাণমতো মসুরের ডাল এবং রসুন বাটা, আদা বাটা দিলাম।

20250113_131205.jpg

  • এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশ্রণ করে নিলাম।
20250113_132227.jpg20250113_132334.jpg
  • সবজিগুলো সিদ্ধ এবং কষানোর জন্য পরিমাণ মতো পানি দিলাম।

20250113_133821.jpg

  • নিরামিষ প্রায় হয়ে গেছে।এখন ভালোভাবে দেখে নিলাম যে সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা।

20250113_134358.jpg

  • এবার দ্বিতীয় ধাপের পালা।নিরামিষ সোম্ভার দেওয়ার জন্য কিছু পেঁয়াজ কুচি মচমচা করে ভেজে নিলাম।
20250113_134441.jpg20250113_134527.jpg
  • পেঁয়াজ কুচিগুলো এবার নিরামিষ এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশ্রণ করলাম।এটাকে আমাদের এলাকার ভাষায় সোম্ভার বলে।

20250113_134750.jpg

  • আর এভাবে কয়েক মিনিট জ্বাল দেওয়ার পর অবশেষে প্রস্তুত হয়ে গেল মজাদার এবং পুষ্টিকর নিরামিষ রেসিপি।

1000017933.jpg

Picsart_25-02-18_20-47-03-523.jpg

আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটি মজাদার ও পুষ্টিকর নিরামিষ রেসিপি, যা সত্যিই অসাধারণ লেগেছে। বিভিন্ন সবজির সংমিশ্রণে তৈরি এই নিরামিষ খাবারে মসুর ডাল যোগ করার ফলে স্বাদ হয়ে উঠেছিল অতুলনীয়।এই রেসিপিটি শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও বটে। সবজি এবং ডালের সংমিশ্রণ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, যা হজমশক্তি বাড়ায় এবং পুষ্টির চাহিদা পূরণ করে। রান্নার প্রতিটি ধাপ আমি যতটা সম্ভব বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনাদের জন্য এটি প্রস্তুত করা সহজ হয়।

নিরামিষ খাবারের স্বাদ যে কতটা ভালো হতে পারে, তা এই রেসিপি না খেলে আমি বুঝতামই না। আমি নিজেও তৃপ্তি সহকারে উপভোগ করেছি এবং আশা করি, আপনাদেরও ভালো লাগবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।

Picsart_25-02-18_20-48-10-793.jpg

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"হরেক রকম সবজির মিশ্রণে সুস্বাদু ও পুষ্টিকর নিরামিষ রেসিপি"
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 2 months ago 

এত রকমের সবজির মিশ্রণে আপনি মজাদার নিরামিষ রেসিপি তৈরি করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা রেসিপিটা দেখতে অনেক লোভনীয় লাগছে। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে খেতে ইচ্ছে করে। এই দুপুর বেলায় রেসিপিটা শেয়ার করে লোভ লাগিয়ে দিলেন। বুঝতে পারছি এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

1000052035.jpg

 2 months ago 

ভাইয়া এরকম একটা পুষ্টিকর খাবারের রেসিপি আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার অনেক ভালো লাগে এই ধরনের সবজি। আম্মু মাঝে মাঝে তৈরি করে থাকেন আমি রুটির সাথেও খাই আবার গরম ভাতের সাথে খেতে তো আরো বেশি ভালো লাগে। খাবারের ছবিটি দেখে বেশ সুস্বাদু লাগছে।

 2 months ago 

নিরামিষ খাবারের গুরুত্ব এবং স্বাদ নিয়ে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। সত্যিই, সঠিক উপাদান ও রান্নার কৌশল অনুসরণ করলে নিরামিষ খাবারও হতে পারে অবিশ্বাস্যরকম সুস্বাদু ও পুষ্টিকর। পেঁপে, বেগুন, আলু, কাঁচকলা, কলার থোড় ও গাজরের এই অনন্য সংমিশ্রণ নিশ্চয়ই এক অসাধারণ স্বাদ দেয়েছে।আপনার রেসিপিটি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

শাকসবজি বেশি বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো। আপনি দেখছি অনেক ধরনের সবজি ব্যবহার করে খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি খুবই স্বাস্থ্যসম্মত এবং লোভনীয় হয়েছে। আবার দেখছি মসুরের ডাউল ব্যবহার করেছেন। রেসিপিটি নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিলো।সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

নিয়মিত নিরামিষ সবজি খা আর আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। অনেকগুলো সবজি দিয়ে নিরামিষ সবজি রেসিপি তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে ভাই। এ ধরনের রেসিপি আমি অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি রেসিপি তৈরি প্রক্রিয়া আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 
 2 months ago 

সব সময় মাছ-মাংস খেতে ভালো লাগে না। মাঝেমধ্যে এরকম নিরামিষ রেসিপি হলে তো বেশ মজা লাগে। আজকে আপনি বিভিন্ন ধরনের সবজি দিয়ে মজার নিরামিষ রেসিপি করেছেন। এবং অনেক কিছু দিয়ে এভাবে রেসিপি করলে খেতেও বেশ মজা লাগে। মজার নিরামিষ রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।