স্টিক নুডলস রেসিপি।।
স্টিক নুডলস |
---|
ডিম |
পেঁয়াজ |
টমেটো |
ক্যাপসিকাম |
আলু |
গাজর |
মুরগীর গিলা কলিজা |
তেল |
গোল মরিচ |
ধাপ ০১
প্রথম ধাপে মুরগীর গিলা কলিজা সিদ্ধ করে নিয়েছি এবং ঝুড়িতে রেখে পানি ছাড়িয়ে নিয়েছি।
ধাপ ০২
এই ধাপে একটি কড়াই তে পানি নিয়ে স্টিক নুডলস সিদ্ধ করে নিয়েছি। নুডলস এমনভাবে সিদ্ধ করতে হবে যেন নরম না হয় আবার শক্তও না থাকে ।
ধাপ ০৩
এই ধাপে একটি কড়াই তে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়েছি।
ধাপ ০৪
এই ধাপে আমি টমেটো দিয়ে নেড়ে দিয়েছি।
ধাপ ০৫
এই ধাপে আমি ডিম দিয়ে দিয়েছি এবং ভাল করে নেড়ে মিশিয়ে দিয়েছি।
ধাপ ০৬
এই ধাপে সিদ্ধ করা মুরগীর গিলা কলিজা দিয়েছি এবং নেড়ে মিশিয়ে দিয়েছি।
ধাপ ০৭
এই ধাপে ক্যাপসিকাম দিয়েছি এবং নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি ।
ধাপ ০৮
এই ধাপে পরিমাণ মত গোল মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে দিয়েছি।
ধাপ ০৯
এই ধাপে আলু এবং গাজর দিয়েছি এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি।
ধাপ ১০
এই ধাপে আমি সিদ্ধ করা নুডলস দিয়ে ভাল করে সবকিছুর সাথে মিশিয়ে দিয়েছি এবং ১-২ মিনিট দমে দিয়েছি।
শেষ ধাপ
এই ধাপে আমি নুডলস পরিবেশন করে নিয়েছি।
ডিভাইস | অপ্পো এ ৫৪ |
---|---|
বিষয় | স্টিক নুডলস রেসিপি |
লোকেশন | ওয়ারী, ঢাকা |
আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।
শুক্রবার সবার আরো বেশি ব্যস্ততার মধ্যে কাটে। আসলে পুরো সপ্তাহের অনেক কাজ জমা পড়ে যায়। তাইতো শুক্রবার মানেই ব্যস্ততা। যাই হোক ভাইয়া আপনার তৈরি করা নুডুলস রেসিপি দারুণ হয়েছে। দেখতে বেশ লোভনীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই নুডুলস রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ইফতারিতে এক এক দিন আগে খাবার খেতে আসলেই ভালো লাগে। আজ আপনি একটি ভিন্ন রকমের খাবারের আয়োজন করেছেন। নুডুলস দিয়ে আমি কখনোই ইফতারি করিনি আর সাথে রেখেছেন চিকেন ফ্রাই। দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
স্টিক নুডলস রেসিপিটি দেখে জিভে জল চলে এলো। নুডলস আমার অনেক প্রিয় খাবার। স্টিক নুডলস রেসিপিটি বেশ ইউনিক একটি রেসিপি। খুব সুন্দরভাবে প্রতিটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি তো দেখছি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। খুবই লোভ লাগিয়ে দিলেন এই রোজার সময়। রোজার সময় দিনের বেলায় রেসিপি দেখলে ভালো লাগে না। আপনার এরকম একটা মজাদার রেসিপি দেখে বেশ ভালোই লেগেছে। পারলে আমার জন্য পাঠিয়ে দিতেন আমি ইফতারের পরে খেয়ে নিতাম। যাইহোক সম্পূর্ণটা ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।
স্টিক নুডুলস রেসিপি দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন। চিকেন ফ্রাইও রয়েছে দেখছি। এরকম লোভনীয় খাবার দেখলে কারই না লোভ লাগবে। খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন যা দেখে যে কেউ এই রেসিপিটি খুব সহজে তৈরি করতে পারবে। বেশ লোভনীয় মনে হচ্ছে পরিবেশন টাও বেশ সুন্দরভাবে করেছেন।
ধন্যবাদ আপু উৎসাহ দেয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ইফতারের জন্য স্টিক নুডুলস তৈরি করেছেন দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। স্টিক নুডুলস এর রেসিপি দেখে খেতে মন ইচ্ছে করছে। স্টিক নুডুলস রেসিপিটি তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে। ধন্যবাদ মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
স্টিক নুডলস রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। কোকোলা নুডলস একসময় খাওয়া হতো, তবে এখন ম্যাগী নুডলস বেশি খাওয়া হয়। যাইহোক মুরগীর গিলা কলিজা দেওয়াতে মনে হচ্ছে রেসিপির স্বাদ অনেক বেড়ে গিয়েছে। সাথে আবার মজাদার চিকেন ফ্রাই নিয়েছেন দেখছি। সবমিলিয়ে ইফতারে তো বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন। আপনার রেসিপিটা এককথায় দুর্দান্ত লেগেছে ভাইয়া। ধাপে ধাপে এত লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
নিজের উপর ইফতারি তৈরীর দায়িত্ব পড়ায় ইউনিক একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। স্টিক নুডুলস রান্নার এই রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু নিয়েছিল। মজাদার এই নুডুলস এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নুডুলস এর রেসিপি দেখলে যেন কোন ভাবেই লোভ সামলাতে পারি না। মুরগির গিলা কলিজা ব্যবহার করার ফলে আপনি তো দেখছি নুডুলস এর স্বাদ আরো বৃদ্ধি করে ফেলেছেন। টমেটো ব্যবহার করার ফলে এটা আরো বেশি সুস্বাদু হয়ে গিয়েছে।