রেসিপি :আমের টক।

in আমার বাংলা ব্লগ2 months ago

সবাই কে আমার নমষ্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার করা একটি রেসিপি। আজ তৈরি করেছিলাম কাঁচা আমের টক। এটি অনেক সহজ সুন্দর ও মজাদার রেসিপি।

চালুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।।।

4847.jpg

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
কাঁচা আম৩-৪ টি
তেজপাতা,শুকনা মরিচ৩-৪ টি
সরিষা১ চামচ
তেল, লবন ও চিনি এবং হলুদ গুঁড়োপরিমাণ মতো

4818.jpg

রন্ধন পদ্ধতি।।।

১। শুরুতে কড়াই তে তেল গরম করে নিতে হবে।

4819.jpg

২।ঐ তেলে তেজপাত ও শুকনামরিচ সাথে সরিষা ফোঁড়ন দিয়ে দিতে হবে।

4821.jpg

৩।কেটে রাখা আম গুলে ধুয়ে ছেঁকে তেলে দিয়ে ভাজতে হবে।

4824.jpg
৪।এবার লবন ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে জল দিয়ে সিদ্ধ করতে হবে।

4826.jpg

4827.jpg

৫।মোটামুটি সিদ্ধ হয়ে এলে চিনি দিয়ে দিতে হবে।

4842.jpg

৬।আর কিছু সময় কষিয়ে চিনি গলে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

4843.jpg

৭।এভাবে শেষ করলাম আমার রেসিপি টি।

4849.jpg

4848.jpg
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাই কে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

5003.jpg

5004.jpg

 2 months ago 

ভাই PUSSTEEM এ যদি EPUSS না থাকে তাহলে পোস্টে ভোট পাবেন না। আমাদের কমিউনিটির Pinned post গুলো পড়বেন