মজাদার স্বাদের শুঁটকি ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগlast month

আমি @rahimakhatun
from Bangladesh

৯ই ফাল্গুন ১৪৩১

--------

২৩ই ফেব্রুয়ারি ২০২৫


480584908_1623144471663642_1517321827014346317_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো।আজকে আমি শুঁটকি ভুনা রেসিপি করে দেখাবো।আসলে বাবা মা হজ্জ্বের জন্য দেশের বাহিরে যাওয়াতে তাদের জন্য টুকটাক রান্না করে দেওয়া হয়েছে। তার মধ্যে শুটকি ভুনা করে ড্রিপ করে দিয়েছি যেন এখানে রেখে রেখে খেতে পারে।শুঁটকি শুকনো শুকনো করে ভুনা করে খেতে ভালোই লাগে।আসলে বাঙালি মানেই শুটকি পছন্দ করে।

প্রয়োজনীয় উপকরণ

478711063_1609374759717540_546998420110545698_n.jpg


উপকরন পরিমান
লইট্যা শুঁটকি প্রয়োজনমত
রসুন পেস্ট ১টেবিল চামচ
লবন সামান্য
আস্ত রসুন অনেকগুলো
পেঁয়াজ ৭/৮ টি
তেল ১/২ কাপ
ধনে গুঁড়া হাফ চা চামচ
তেল পরিমান মতো
মরিচ গুঁড়া পরিমান মতো
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

478367707_1826302378202948_9012357129201309094_n.jpg

শুঁটকি গুলো ভালো করে ধুয়ে একটু টেলে নিব।


২য় ধাপ

475038115_1149575316656700_7258728526488728219_n.jpg

সরিষার তেল দিয়ে দিব।


৩য় ধাপ

479682675_551901767164362_6904600514997823705_n.jpg

পেঁয়াজ দিয়ে দিব।


৪র্থ ধাপ

479337624_2249547592129892_3469952854729839356_n.jpg

পেঁয়াজ ভালো করে কষিয়ে তাতে আদা রসুন পেস্ট দিয়ে দিব ।


৫ম ধাপ

478210657_1413838573326457_3520074563215917212_n.jpg

হলুদ গুঁড়ো দিয়ে দিব।


৬ষ্ঠ ধাপ

480027698_615867644562930_5791917442999600072_n.jpg

ধনে গুঁড়া ও লবন দিয়ে দিব।


৭ম ধাপ

479679319_1151654529703418_9131692453348400940_n.jpg

মরিচ গুঁড়া ও লবন দিয়ে দিব।


৮ম ধাপ

479713406_543917008056892_8401276250313395269_n.jpg

কিছু কাঁচা মরিচ ও শুঁটকি দিয়ে দিব


৯ম ধাপ

481364743_607828828814426_935939569810474295_n.jpg

ভালো করে কষিয়ে নিব।


১০ম ধাপ

480402038_1706362369950955_2330801045448033071_n.jpg

শুঁটকি গুলো দিয়ে দিব।


১১ তম ধাপ

480775845_9948019848561345_7044856977271489358_n.jpg

মিশিয়ে নিব।


১২ তম ধাপ

480016833_530241642855865_7885784792823342907_n.jpg

আস্ত রসুন দিয়ে দিব।


১৩ তম ধাপ

480507154_2488872197984750_8169834162000550568_n.jpg

সব কিছু মিশিয়ে নিব।


১৪ তম ধাপ

480492224_605887072262326_3071810029780033785_n.jpg

লবন চেক করে নামিয়ে নিব।

480584908_1623144471663642_1517321827014346317_n.jpg

হয়ে গেলো শুঁটকি ভুনা রেসিপি।

রেসিপি টি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

Sort:  
 last month 

শুটকি ভুনা আমার অনেক পছন্দের আর ছুরি ও লইট্টা শুটকি বেশি পছন্দ করি। আপনি তো দেখছি ছুরি শুটকি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন।দেখেই বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু প্রিয় একটি শুটকি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 last month 

শুটকি মাছ আমার ভীষণ পছন্দের তবে পরিবারের সব সদস্য শুটকি খায় না জন্য আমারও খুবই কম খাওয়া হয় এই শুটকি মাছ। আপনার শুটকি মাছের রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে। দেখেই লোভ লেগে যাওয়ার মতো রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last month 

কতবার বললাম আপু বাসার ঠিকানাটা দেন । তা তো দিলেন না। অথচ কি সুন্দর করে শুটকি ভূনা করে একা একা খাচেছন। আপনার রান্না করা রেসিপি দেখে তো মনে হচ্ছে খেতেও বেশ সু্স্বাদু হয়েছে। এমন দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

শুটকির যেকোনো রেসিপি আমার বেশ ভালো লাগে। আর এরকম শুটকি ভুনা খেতে আরো সুস্বাদু হয়। আপনি আজকে খুব মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপির কালার টা বেশ লোভনীয় লাগছে দেখতে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

আমি তো শুটকি মাছের গন্ধের ভয়ে কোনদিনও খেয়ে উঠতে পারিনি। তবে আপনার রান্নাটা বেশ ভালোই লেগেছে। চেষ্টা করি দেখে শেখার কিন্তু যেহেতু শুটকি মাছের গন্ধ একেবারেই নিতে পারি না তাই কখনো বাড়িতে রান্না করে খাওয়া হয়নি। ধাপে ধাপে রান্নাটা দেখিয়েছেন বলে আরো বেশি করে স্পষ্ট লাগছে।

 last month 

মজাদার স্বাদের শুঁটকি ভুনা রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেন। এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয়।

 last month 

ছুরি শুটকি অনেক সুস্বাদু একটি শুটকি। এবার কক্সবাজার থেকে অনেকগুলো এনেছিলাম এবং বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাওয়া হয়েছে। আপনার রেসিপিটি বেশ লোভনীয় লাগছে আপু। আসলে ছুরি শুটকি একটু ঝাল করে ভুনা করলে অনেক বেশিই সুস্বাদু হয়। ধন্যবাদ আপু আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ।

 last month 

লইট্যা শুঁটকি আমার ভীষণ পছন্দের শুঁটকি, বেশ সুন্দরভাবেই রান্না করেছেন। অনেক ধন্যবাদ।

 last month 

আমার কাছে ও বেশ ভালো লাগে খেতে ,ধন্যবাদ

 last month 

শুটকি ভুনা রেসিপি দারুন হয়েছে আপু। দেখেই তো খেতে ইচ্ছে করছে। এই ধরনের খাবার গুলো খেতে সবাই পছন্দ করে। আর আপনি অনেক চমৎকার ভাবে রেসিপি তৈরির প্রসেস তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।